QUOTES ON #বিবাহবার্ষিকী

#বিবাহবার্ষিকী quotes

Trending | Latest








শুভ বিবাহ বার্ষিকী শুভেচ্ছা....
তোমাদের সকল আশা আকাঙ্খা পূর্ণ হোক...!
এই শুভকামনা,,,, সোনা মেয়ে 'কাজল' আমার...
আমার মেজ মেয়ে 'কাজল মাইতি' বিবাহ বার্ষিকী আজ তাই দুলাইন.....
বছর ঘুরে বছর এলো কয়েকটা বছর কেটে গেল এলো ফিরে সেই শুভদিন,
তোমার "শুভ বিবাহ বার্ষিকী'র" আজ শুভ দিনে,
গতবারের খুশী ছিল স্বজনের মনে মনে,
এবারের আনন্দটা ওয়াটস অ্যপ, ফেসবুক আর কবিতার লাইনে ।।

প্রভুর অসীম কৃপাতে সুখে থাকো খুশী থাকো তোমরা দু'জনে,
শিক্ষিকা শিক্ষাদানে শিক্ষার জগতে ব্রতী তুমি করো শিক্ষা দান ।
Your quote লিখছো অনেক লেখা,
লিখো তুমি মনের মতো আরও কিছু লেখা ।
তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক
এই শুভ কামনা করি জীবন ভর।
তোমার মা-বাবা আমার দুজন সাথে তোমার দিদি আর বোন...!!
Panchanan Maiti,,,( 06.06.2020 ),,(368)🌺🌺🙏🙏




-


15 APR 2020 AT 11:47

।। ২ রা বৈশাখ ।।
~~~~~~~~~~~~
২ রা বৈশাখ রবিবার চোদ্দোশো আটে
গায়েতে হলুদ মেখে স্নান সেরে
পরেছিলে লাল শাড়ি প্রথম প্রভাতে ।
কারো মুখে উলুধ্বনি কারো মুখে শাঁখের আওয়াজ
লাজে মুখ রাঙা করে, লাগছিল বধূ বধূ সাজ।
তারপরে শুধু হচ্ছিল মনে, কখন যে সন্ধ্যা ঘনাবে
বর বেশে আসবে স্বপ্নের রাজা, আড় চোখে কখন বা দেখা হবে।
অবশেষে দেখা হলো, কথা হলো
দেখলে আপন চোখে স্বপ্ন রঙিন
ভুলো নাকো বছর বছর আসছে সেদিন।

-


19 JUN 2021 AT 12:52

দেখতে দেখতে পেরিয়ে এলাম বছর চারেক
তোমার সাথে.....


বাকিটা ক্যাপশন-এ

-


20 JUL 2021 AT 13:39

-


20 JUL 2021 AT 5:33






-


24 MAY 2020 AT 12:02

| শুভেচ্ছা |

তোমার সাথে ঘর বেঁধেছি
সাতাশ বছর আগে।
আজও তোমায় একলা পেলে
প্রেমের জোয়ার জাগে।।

তোমার দানের পাত্র খানি
এ সংসারে দামী।
বিনিময়ে কিছুই তোমায়
দিলেম না গো আমি।।

যখন যেমন রেখেছি তোমারে
থেকেছ আমার সাথে।
হাসিমুখে সাথ দিয়েছো
বিরোধ করনি তাতে।।

অভিযোগ যদি থেকে থাকে মনে,
করে দিও তুমি ক্ষমা।।
এই শুভ দিনে শুভেচ্ছা জানাই
তোমায় প্রিয় তমা।

' শ্রী স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় '
২৩ শে মে ২০২০





-


14 DEC 2021 AT 6:57

অসীম সুখে ভরে উঠুক,
খুশির বন্যায় জীবন মাতুক,
ভালোবাসায় সিক্ত হয়ে,
দুটি প্রানের শান্তি নিয়ে,
জীবন শুরু তোমায় নিয়ে,
চলুক আরো অনেক বছর,
অসীম মৌসুমীর সুখের বাসর,
তুমি আমি দুজন সুখী,
সাথে আছি থাকবো সাথে আমরা দুজন সুখ পাখী,
পঁচিশ বছর হেসে খেলে,
কাটিয়ে দিলাম ডানা মেলে,
আরো অনেক দিন অনেক বছর তোমার সাথে কাটাতে চাই,
পরজনমেও প্রিয় আমার,
আমি শুধুই তোমায় চাই।

-


26 APR 2019 AT 16:24

পূর্ণ হল আজ চব্বিশটা বছর,
এভাবেই থেকো শতবার
ফিরে ফিরে আসুক এই সুখের দিন,
আসুক সহস্রবার......♥

#শুভ_বিবাহবার্ষিকী to #Abbu_Ammu♥

-


29 JUL 2022 AT 22:52



শঙ্কর এটা তোদের জন্য

রোদে গরমে , তেতে পুড়ে পার হয়ে গেল এত বছর,
সম্পর্ক থাকুক উষ্ন , শৈত্যর যে ফুরিয়েছে কদর ,
এখন সময় পাশে থাকার, ভালবাসার,
১৪ বছরের বনবাস বলব না বলব ভালবাসার আবাস ,
সুখ আর প্রাচুর্যে উপচে যাক তিল তিল করে বানান সংসার॥
বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা সহ ,

-


22 APR 2021 AT 21:21

বিবাহবার্ষিকী
~~~~~~~~~~~~
" আমরা দুজনে ......... "
অগ্নিসাক্ষীর
প্রজাপতি বন্ধনে
অশনে বসনে
রচিত শয়নে
পার হয়ে গেছি
চেতনে , বিহনে
তিন যুগ তরী
সময় ত্বরণে
তবু নই একা
মুখোমুখি দেখা
নাহলে , নিবিড়ে
গভীরে চয়নে
সাথী সাবিত্রী
সোম যদি পতি
কাছে নেব টেনে
দৌহিত্র দৌহিত্রী
অমরাবতীর
প্রেম স্পন্দনে ।
--- সঞ্জয় ভট্টাচার্য্য : এপ্রিল২২ , ২০২১

-