এমন মিথ্যে আলোয় সেজনা
যার গন্তব্য অন্ধকার।।-
আকাশের দুয়ারে একঝাঁক মেঘ ছিল
আকাশে তার স্থান বলে, বড় অহংকার তার....
বারবারই সে অপমান করতো নদীকে
একদিন সে হটাৎ-ই বৃষ্টি হয়ে ঝরে পড়লো নিচে,
আজ মেঘের স্থান নদীর বুকে......
-----------------------------------------
তাই অহংকার করোনা।
আজ যাকে অহংকার দেখাচ্ছ
কাল তারই দ্বারস্থ হোতে পারো,
হয়তো তারই দয়ায় তোমায় বাঁচতে হতে পারে।।-
যতই ২২গিয়ে ২৩আসুক
২২আমার জন্য চিরজীবন সোনার সাল হয়ে থাকবে.....
২২সে আমি কোহিনুর পেয়েছি যে......-
তেইশ তোমায় এসো বরণ করি...
তুমি হইয়ো যেন
আকাশে ওরা পাখির মতো স্বাধীন,
প্রজাপতির মতো রঙিন,
ফুলের মতো নিষ্পাপ ও
গঙ্গার মত শুদ্ধ।
এই শপথ মাথায় নিয়ে
প্রবেশ করো তবে।
এতদিন তো বহু এলো-গেলো
এ-শপথ-এ কেউ এলো না....
এসো তোমায় নতুন রূপে,
নতুন গানে, নতুন সুরে,
নতুন করে বরণ করি সবে।।-
তেইশ তোমায় এসো বরণ করি...
তুমি হইয়ো যেন
আকাশে ওরা পাখির মতো স্বাধীন,
প্রজাপতির মতো রঙিন,
ফুলের মতো নিষ্পাপ ও
গঙ্গার মত শুদ্ধ।
এই শপথ মাথায় নিয়ে
প্রবেশ করো তবে।
এতদিন তো বহু এলো-গেলো
এ-শপথ-এ কেউ এলো না....
এসো তোমায় নতুন রূপে,
নতুন গানে, নতুন সুরে,
নতুন করে বরণ করি সবে।।-
প্রদীপ জ্বালো মনের উঠানে....
সে আলোর ছোটা যেন সারা শরীর জুড়ে প্রজ্যলিত হয়।।-
আর কিছুটা অপেক্ষা
আসছো ধীর পায়ে
তুমি,,
ভালোবাসার প্রমান হয়ে💏🤰👪👨👩👧
-
শৈশবের স্মৃতি গুলি জীবন থেকে মুছে যেতে দিওনা ।নিজের শৈশবের স্মৃতি নিজেদের সন্তানদের শৈশবের মধ্যে দিয়ে অনুভব করার চেষ্টা করো।
তাতে অনেকটা মানসিক তৃপ্তি পাওয়া যেতে পারে।তুমি যদি কাদা মেখে,ধুলো ঘেঁটে বড় হয়ে থাকো,তাহলে তোমার সন্তানদের একটিবারও কাদা মাখার সুযোগ দিও।
মৃত্তিকায় ইনফেকশন থাকেনা,ইনফেকশন থাকে মানুষের মনের মধ্যে।।-
যখন দেখবে তোমায় নিয়ে কেউ মিথ্যা দুর্নাম করছে তখন মৌন থাকবে।।
মিথ্যে নিয়ে যত ঘাঁটাঘাঁটি করবে
তত মিথ্যের দুর্গন্ধ ছড়াবে।।
অযথা সেখানে প্রতিবাদ করতে যেও না, অপেক্ষা করো,,
সঠিক প্রমাণ একদিন পায়ে হেঁটে
তোমায় সত্যের পরিচয় দিয়ে যাবে।।
সেদিন যদি দশজনের কাছে অপমানিত হয়ে থাকো,,
আজ তবে হাজার জনের কাছে সুনাম পাবে।।
ধৈর্যবান ব্যক্তিই সফলতার পরিচয় বহন করে।।-