Sahina Sultana   (Ⓡⓘⓨⓐ)
38 Followers · 6 Following

সবটাই ব্যক্তিগত ♥
Joined 7 February 2018


সবটাই ব্যক্তিগত ♥
Joined 7 February 2018
16 JUN 2021 AT 12:01

ভালোবাসি বলতে গিয়ে থেমে যাওয়ার নামই "ভালোবাসা" 🙂

-


14 MAR 2021 AT 20:18

কতবার ভেঙে টুকরো হলে
বুঝবে তুমি অপেক্ষায় থাকা বারণ,
লৌকিকতার আড়াল কেবল,
সাময়িক ভালো থাকার কারণ..

-


20 FEB 2021 AT 23:21

#একুশেবাংলা ❤️🌼
১)লেখকঃ সুনীল গঙ্গোপাধ্যায়
২) লেখিকাঃ মহাশ্বেতা দেবী
৩) কবিতাঃ সবার আমি ছাত্র
৪) উপন্যাসঃ চাঁদের পাহাড়
৫) গল্পঃ অবাক জলপান
৬) নাটকঃ বাঞ্চারামের বাগান
৭) অভিনেতাঃ রঞ্জিত মল্লিক
৮) অভিনেত্রীঃ সুচিত্রা সেন🌼
৯) সিনেমাঃ প্রাক্তন🌸
১০) গানঃ হাসতে দেখো,গাইতে দেখো(Somlota)
১১) গোয়েন্দা চরিত্রঃ কাকাবাবু❤️
১২)জুটিঃ আবির চট্টোপাধ্যায়+রাইমা সেন

-


5 FEB 2021 AT 11:34

"স্বপ্ননীড়"

-


28 JAN 2021 AT 0:40

"কোনো সুযোগ নেই" এটা জানার সত্ত্বেও যে মেয়ে টা কথা বলার জন্য সারাদিন উপায় হাতড়ে ছটফট করতো একটু কথা বলবে বলে

আজ তার কাছে কয়েক হাজার টা সুযোগ থাকার পরেও সে নিজে থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছে🙃

মানুষ বদল টা দেখে, বদলানোর কারণ টা কেউ কোনদিন খোঁজে না🙂

-


27 JUL 2020 AT 23:34

জানি না,
কি বলা উচিৎ তোকে!
ধন্যবাদ?? এই শব্দ টা শোনার মতোও যোগ্য তুই নস..সবই আপেক্ষিক!
জীবন টা কে একটু উতসর্গ করতে শেখ, দেখবি স্বার্থ জিনিস টা আর কাজ করবে না..কিন্তু না..
তুই বড়োই স্বার্থপর,তোকে গ্রাস করে ফেলেছে, ভালোবাসা বোঝার মতো বুদ্ধি বা মন তোর কোনোটাই নেই...তুই নিজেই সর্বেসর্বা..
যেদিন নিজের সব ভুল বঝে আমার কাছে ফিরবি, সেদিন আমি তোকে ফিরিয়ে দেবো,দেবোই....যতই কষ্ট হোক...সেই দিন টার কথা মাথায় রাখিস😊

History repeats its self...কথাটা হয়তো মানুষ ভুলে যায় মাঝে মাঝে!

-


2 MAY 2020 AT 21:35

তুমি!💔

জানো কি ??
তুমি আমার অনিদ্রার কারণ,এক রাত নিশ্চিন্ত ঘুমের কারণ হতে পারোনি কখনোই..!
তুমি আমার খুব কষ্টের কারণ,একবুক একগুচ্ছ আনন্দের কারন তুমি নও..!
তুমি আমার বহু প্রতিক্ষিত চোখের জলের কারণ,মুখে হাসির না..!
আমার অনেক না বলা কথার কারণ তুমি, উজার করে বলার কারণ হয়ে ওঠোনি..!
লজ্জা, লজ্জা শুধুই লজ্জা, গর্বের কারণ আর হতে পারলে কই ??..!
আমার বহু উতসর্গের কারণ হলে তুমি,কিন্তু তোমার কোনো উতসর্গতায় আমি নেই..!
দিনের শেষে তুমি আমার দীর্ঘশ্বাস হয়েই রয়ে গেলে..!

রয়ে যাক আমার চোখে জল,মুখে হাসি😊
কষ্ট সমুদ্র সমান,তবু কেন তেমাকেই ভালোবাসি??



-


17 NOV 2019 AT 9:21

মন খারাপ রা বাড়ছে ক্রমশ,
আবদারে রাও আজ অভিমানী
তুমি চিরকালই ভীষন egoist
আর আমি তো আত্মসম্মানী..🙂

-


14 NOV 2019 AT 10:09

ব্যস্ততা টা অন্যরকম,
বুঝতে পারি রোজ😐

তবু্ও দাবি না রেখেই,
নিয়ে যায় তার খোঁজ।

প্রতিদিন সে একটু করে,
বানায় আমায় বোকা ;

সব জেনেও চুপ রয়ে যায়
আদতেই আমি বড্ড একা🙂

-


9 NOV 2019 AT 11:50

ভালোবাসা টা মনেই থাক,
Now everything It's ok..

ভালোবাসি"এটা বলতে গিয়ে,
বহুবার গেছি ঠকে🙂🙂

-


Fetching Sahina Sultana Quotes