With no other option
Fantasy and fiction
February's fascination.
sanjoy bhattacharya: feb 16-
গড্ডালিকা
সঞ্জয় ভট্টাচার্য্য
সেই বাঁশিওয়ালা
বাবার হাত ধরে মেলায় যাবার স্মৃতি
আমার আকুতি মেনে নিয়েছিল বাবা
একখানা বাঁশি অবেলার অবসরে
স্বরগ্রামের সব ফুৎকারে
টেনে দিয়েছিল সুরসাধনার ইতি;
পায়ে পায়ে চলা, উত্তোলনের হাত
নতুন সমাজ জীবনের সংঘাত
যুব মনে উঁকি পাল্টে যাবার ছবি
সায় দিয়েছিল মন
নির্লজ্জের আখেরের রাজনীতি
সুখী সংসার, সুদৃঢ় অপত্য প্রীতি ।
ফেব্রুয়ারি ১৬, '২২
-
A fake countenance
A wise sage
Encore belly dance.
sanjoy bhattacharya: feb 15-
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
সঞ্জয় ভট্টাচার্য্য
জোড়া ফুল, পদ্ম
ভোট দিন বাঁচতে
কুশীলব প্রাঙ্গনে
করজোড়ে নাচতে,
বোতামটা হাতে টিপে
মতদান পৌর
অন্যায় যদি মানি
আমিও তো চৌর।
ফেব্রুয়ারি ১৫: ২০২২-
দুরূহ পাটিগণিত
।।।। সঞ্জয় ভট্টাচার্য্য ।।।।
ব্যস্তানুপাতে দূরত্ব ভালোবাসা
হতেই পারে হিসাব অনুপাতে
তাইতো তোমার হৃদয়ে আমার বাসা
আকর্ষণের নীতি সমানুপাতে।
ফেব্রুয়ারি ১৪, ২০২২-
The orbit that makes them go round,
A deviation for co-valency
Makes their life sound.
sanjoy bhattacharya: feb 14
-
বাঁধি বন্ধনে
প্রিয় নন্দিনী
প্রিয় নন্দনে,
জীবন দহনে
অশ্রু নয়নে
ঠোঁটে স্পর্শনে
সুধা বর্ষণে
জীবনের মানে
নব দর্শনে।
সঞ্জয় ভট্টাচার্য্য: ফেব্রুয়ারি ১৩-
I take in a waft of fragrance
For a welcome rhyme.
sanjoy bhattacharya: 2022-
যাযাবর মন যেই চেয়েছে দু'পা বেরোবার
গতানুগতিক গৃহস্থালি
নিত্যদিনের নামাবলি
এসেছে সময় এসব নামাবার,
দরজা খোলা, চৌকাঠে পা
হাট মন্দির, আদুল গা
পেরোতে পারাবার;
পলকবিহীন তোমার চোখ
নেই পরিহাস, নেই কোনো শোক
আমায় থামাবার,
নেই কোনো দায়
তবুও শিকল
জড়ালো দু'পায়
সাজানো সংসার।
সঞ্জয় ভট্টাচার্য্য: ফেব্রুয়ারি ১২
-
The carnage
The plundering
The oppression
Were the foundation
Underneath the national heritage,
The pages of history
Illuminate the architect
And measure the glory of elevation.
sanjoy bhattacharya: feb 12, '22
-