Sumantra Mahata   (Sumantra)
41 Followers · 11 Following

read more
Joined 19 May 2021


read more
Joined 19 May 2021
29 JUL AT 23:16

তোমার হাতে হাত ধরে ,
কাটাব কিছুক্ষন ,
এভাবে কি আবার ভাবতে পারি আমরা,
ফেলে আসা ধুসর স্মৃতি গুলো ,
যেন কাঁচের জানালা দিয়ে,
পায়ে পা ঠেকিয়ে, চা খেতে খেতে বৃষ্টি দেখা!
স্মৃতি গুলো বর্ষার বৃষ্টিতে আবার সবুজ, তরতাজা।
তুমি ভাবনি কখনো আমাকে,
তাই জায়গাও দাওনি মনে,
তাই বাকী রয়ে গেছে দার্জিলিং এ পাহাড় দেখা!
তাই সারাদিনে একটা ম্যাসেজের,
রিপ্লাই দিতে সময় হয়ে ওঠেনি এখনো!
সেদিনের সেই সময় , কাটিয়ে এসেছি ফেলে,
যেন অক্ষয় অমর ,
রাবার দিয়ে মোছার চেষ্টা করেছি হয়নি,
হোয়াইটনার দিলাম তবু যে দাগ রয়ে গেল ,
তুমি ফিরে দেখনি বল !
আবার অপেক্ষা, কখনো
তোমার হাতে হাত ধরে ,
কাটাব কিছুক্ষন !

-


11 JUL AT 21:51

দিন বদলের স্বপ্ন দেখি,
হবেই হবেই হবেই আবার পরিবর্তন,
চল ভাই চল, উৎখাত করি ,
হবেই হবেই হবেই এবারে বিসর্জন!

চল বন্ধু চল গৃহসম্পর্কে চল,
পাশের বাড়ীর মানুষটিকে বোঝাই,
কেন চাই পরিবর্তন,
কেন পশ্চিমবঙ্গে কাজ নাই, চাকরী নাই!

আজকের একটু কষ্ট , একটু স্বার্থ ত্যাগ,
করবে অত্যাচারের অবসান,
দিন বদলের স্বপ্ন দেখি,
হবে জনজাগরন!

-


28 MAR AT 8:57



এত দু: খ রাখিব কোথায়,
আজি মোর চিত্ত কাঁন্দে পডিয়া ফান্দে,
অত্যাচারী ব্রিটিশের প্রতিনিধি,
১৯০ বছরের ঐতিহ্যের সম্পর্ক হায়রে...

অদ্ভুত এই ভারতবাসী ,
এক রাজ্যের মুখ্যমন্ত্রী,
রাখতে নিজের নাম ,
বিদেশের মাটিতে, আমি , আমি , আমি,
দেশের আরেক রাজ্যের করলে অপমান!

লোক জড়ো করতে,
বাবুল আর ইন্দ্রনীলের গানের টোপ ,
যা , ভুলেই গেছি ,
এরা নাকী প্লেয়িং 11 মন্ত্রী!

অক্সফোর্ডের কেলগ কলেজে,
মিথ্যার পর মিথ্যা বলে ,
শালবনী থেকে দাদাকেও নিয়ে গেলে!
অবাক হলে প্রতিবাদে,
তিলোত্তমা এখনো জেগে!

-


21 MAR AT 8:56

বন্ধু তুমি পাশে ছিলে , এখনো আছো,
শুধু কথা বলা হয়নি অনেকদিন, তাই বলে কি সম্পর্ক ভেঙে গেছে?
একদমই না, মনের ওপর যতই ধুলো পড়ুক,
জল পডলেই আবার পরিষ্কার,এতো আর পুরোন মাল বাতিল নয় ,
যে Exchange করে নতুন নিয়ে এলাম, Old is Gold,
সবসসময় নতুন না খুঁজে,এসো তো , আবার একসাথে ,
কোন রকে বসে সিগারেট খাই, মুভি দেখি,ভাঁড়ের চা খাই , আড্ডা দি,
বাংলা প্রতিশব্দ টা মাথায় আসছে না," rejuvenate" করে তুলি...
ফোন তোল আর শুধু একটা হ্যালো বলে,
চার অক্ষরের গালি দাও.....

-


9 MAR AT 10:13

কবিতা পাক্ষিক মার্চ , ২০২৫ সংখ্যাতে প্রকাশিত.

-


8 MAR AT 8:58


পুরুষ মানুষ নাকী বার বার প্রেমে পড়ে।
নুন দিয়ে পাকা কুল চাখার ইচ্ছে কি চাপা থাকে?
অথচ শরৎ বাবু দেবদাস লিখে,
পুরো ভাবনাটাই দিয়েছেন থেঁতলে হামাম দস্তা দিয়ে।


প্রেমিক ছাড়া তোমায় ছোঁওয়ার অধিকার কারো নাই,
ঠিক কাঁচালঙ্কা দিয়ে বিচিশুদ্ধ মাখা পাকা কুলের বাঁটা,
ভাঙা হলেও ফেলেই দিতে হয়, বিচি টা,
তবুও সমুদ্র আকাশে মিশেছে।

-


7 MAR AT 12:04

একদিন কথা না বললেই ,
মনে হয় কত না বলা কথা জমে আছে।
সকালে যে চা খেয়েছি,
এটা নিতান্তই অপ্রয়োজনীয়,
কিন্তু তোমাকে যে জানাতেই হবে।

খোলা আকাশ দিতে পারো,
ঘন্টার পর ঘন্টা কথা বলে যাই,
কি যে পাই...
তবে ভালো লাগে,
তোমার সাথে সময় কাটাতে...

-


5 MAR AT 8:36



এলো পলাশের সারি,
মার্চের ইয়ার এন্ডিংয়ের চাপেও,
মনে যে দোল লাগতে পারে ,
তার প্রমান কাজ ছেড়ে বসে ,
কবিতা লেখার চেষ্টা করছি..
মাথা বলে , চলো এই সময়ে রোজগার করে নি,
মন বলে, রোষো , দু লাইন লিখে নি...

-


28 FEB AT 1:52

তোমার ভালোলাগা মেখে থাকতে চাই,
জোস্না রাতের চাঁদের আলোর মতো,
শীতের মিঠে রোদের মতো,
কাক ভেজা বৃষ্টিতে , গা গডিয়ে নামা জলের মতো,
ফুটবল মাঠের কাদার মতো,
মোবাইলে ইন্টারনেটের মতো...

তোমার ভালোবাসা মেখে থাকতে চাই,
দিনান্তে একা থাকার সময় টুকুর মতো,
পুজোর ঘরের প্রার্থনার মতো,
হাইরোডে গাডীর এক্সিলেটর বাড়াবার মতো,
সমুদ্রে সাঁতারের মতো,
অজানা জায়গায় ট্রেকিং এর মতো,
নতুন বইয়ের গন্ধের মতো।

-


24 FEB AT 23:00

তুমি , আমি , একান্তে , নিরাপদে , নিভৃতে...
সমাজ দর্শন থেকে দুরে,
আরো চাই কাছে , আরো কাছে,
আমার বাহুডোরে,ঠিক সেভাবে,
যেমন সাগর আকাশে মিশেছে..

-


Fetching Sumantra Mahata Quotes