এত দু: খ রাখিব কোথায়,
আজি মোর চিত্ত কাঁন্দে পডিয়া ফান্দে,
অত্যাচারী ব্রিটিশের প্রতিনিধি,
১৯০ বছরের ঐতিহ্যের সম্পর্ক হায়রে...
অদ্ভুত এই ভারতবাসী ,
এক রাজ্যের মুখ্যমন্ত্রী,
রাখতে নিজের নাম ,
বিদেশের মাটিতে, আমি , আমি , আমি,
দেশের আরেক রাজ্যের করলে অপমান!
লোক জড়ো করতে,
বাবুল আর ইন্দ্রনীলের গানের টোপ ,
যা , ভুলেই গেছি ,
এরা নাকী প্লেয়িং 11 মন্ত্রী!
অক্সফোর্ডের কেলগ কলেজে,
মিথ্যার পর মিথ্যা বলে ,
শালবনী থেকে দাদাকেও নিয়ে গেলে!
অবাক হলে প্রতিবাদে,
তিলোত্তমা এখনো জেগে!
-
না হ্যায় কুছ খোনেকি গম”
Instagram: mahatasumantra
Twitter:mahatasu... read more
বন্ধু তুমি পাশে ছিলে , এখনো আছো,
শুধু কথা বলা হয়নি অনেকদিন, তাই বলে কি সম্পর্ক ভেঙে গেছে?
একদমই না, মনের ওপর যতই ধুলো পড়ুক,
জল পডলেই আবার পরিষ্কার,এতো আর পুরোন মাল বাতিল নয় ,
যে Exchange করে নতুন নিয়ে এলাম, Old is Gold,
সবসসময় নতুন না খুঁজে,এসো তো , আবার একসাথে ,
কোন রকে বসে সিগারেট খাই, মুভি দেখি,ভাঁড়ের চা খাই , আড্ডা দি,
বাংলা প্রতিশব্দ টা মাথায় আসছে না," rejuvenate" করে তুলি...
ফোন তোল আর শুধু একটা হ্যালো বলে,
চার অক্ষরের গালি দাও.....-
পুরুষ মানুষ নাকী বার বার প্রেমে পড়ে।
নুন দিয়ে পাকা কুল চাখার ইচ্ছে কি চাপা থাকে?
অথচ শরৎ বাবু দেবদাস লিখে,
পুরো ভাবনাটাই দিয়েছেন থেঁতলে হামাম দস্তা দিয়ে।
প্রেমিক ছাড়া তোমায় ছোঁওয়ার অধিকার কারো নাই,
ঠিক কাঁচালঙ্কা দিয়ে বিচিশুদ্ধ মাখা পাকা কুলের বাঁটা,
ভাঙা হলেও ফেলেই দিতে হয়, বিচি টা,
তবুও সমুদ্র আকাশে মিশেছে।-
একদিন কথা না বললেই ,
মনে হয় কত না বলা কথা জমে আছে।
সকালে যে চা খেয়েছি,
এটা নিতান্তই অপ্রয়োজনীয়,
কিন্তু তোমাকে যে জানাতেই হবে।
খোলা আকাশ দিতে পারো,
ঘন্টার পর ঘন্টা কথা বলে যাই,
কি যে পাই...
তবে ভালো লাগে,
তোমার সাথে সময় কাটাতে...-
এলো পলাশের সারি,
মার্চের ইয়ার এন্ডিংয়ের চাপেও,
মনে যে দোল লাগতে পারে ,
তার প্রমান কাজ ছেড়ে বসে ,
কবিতা লেখার চেষ্টা করছি..
মাথা বলে , চলো এই সময়ে রোজগার করে নি,
মন বলে, রোষো , দু লাইন লিখে নি...-
তোমার ভালোলাগা মেখে থাকতে চাই,
জোস্না রাতের চাঁদের আলোর মতো,
শীতের মিঠে রোদের মতো,
কাক ভেজা বৃষ্টিতে , গা গডিয়ে নামা জলের মতো,
ফুটবল মাঠের কাদার মতো,
মোবাইলে ইন্টারনেটের মতো...
তোমার ভালোবাসা মেখে থাকতে চাই,
দিনান্তে একা থাকার সময় টুকুর মতো,
পুজোর ঘরের প্রার্থনার মতো,
হাইরোডে গাডীর এক্সিলেটর বাড়াবার মতো,
সমুদ্রে সাঁতারের মতো,
অজানা জায়গায় ট্রেকিং এর মতো,
নতুন বইয়ের গন্ধের মতো।-
তুমি , আমি , একান্তে , নিরাপদে , নিভৃতে...
সমাজ দর্শন থেকে দুরে,
আরো চাই কাছে , আরো কাছে,
আমার বাহুডোরে,ঠিক সেভাবে,
যেমন সাগর আকাশে মিশেছে..-
মোহন বাঁশির সুর মধ্যমভাবে ভাসে গ্রামে,
দ্বিধায় শ্রী, গুলিয়ে ফেলে ট্রেনের আওয়াজের সাথে,
বেরোবে না বেরোবে না?
সে যে আসছে!
আজ বেরোনোর কথা অভিসারে,
তারাদের হাটে, আলো আঁধারিতে,
বহুদিনের প্রতিক্ষীত , আজ কি দেখা হবে?-
তুমি দু:খ পেলে,
দু:খ কম করার ক্ষমতা আমার নেই,
তাই না পারলেও ,কথা শোনার জন্য তো আছি রে বাবা!
তোমার কাজল লাগা চোখের জল , ফ্যাচ ফ্যাচ করা নাকের জল মোছার জন্য আমার সাদা রুমাল বা সাদা শার্ট বাডিয়ে দেবার জন্য তো আছি রে বাবা!
কথা শুনতে শুনতে গরম চা এগিয়ে দেবার জন্য আছি রে বাবা!
খুব ব্যাক্তিগত আমার বলে কেউ আছে রে বাবা!
প্রেম ছুঁয়ে যাক,
তোমার চিৎকারের সময় ,
তোমার রাগ জল করার ক্ষমতা আমার নেই,
কিন্তু মুখ নিচু করে দাঁড়াবার জন্য আমি আছি রে বাবা,
শুধু সরি ছাড়া আর একটাও কথা না বলার জন্য আমি আছি রে বাবা,
চিৎকার শেষে তোমায় বুকে টেনে নেওয়ার জন্য আমি আছি রে বাবা!
খুব ব্যাক্তিগত আমার বলে কেউ আছে রে বাবা!-