হঠাৎ করে পাওয়া
কিছু সময়
কিছু কথা
হঠাৎ পাওয়া একটা বিকেল
হয়তো কিছু বলতে চায় !!
-
রয়ে গেছে শুধু একরাশ মেঘমেদুর অন্তহীন নিস্তব্ধতা;
যেখানে তুমি ছাড়া একাকী অবসরে বড়োই নির্লিপ্ত আমি..
সব মায়ার বাঁধন ত্যাগ করে চলে এসছি আজ অনেকটা পথ,
যাবেনা পিছু ফেরা; যতই হই পুরোনো আবেগ-অনুভূতির অনুগামী..
-
ধূসর আকাশ মেঘলা মনে,
বিকেল বিকেল কালবোশেখি ঝড়,
তবুও কেন মেঘ সরে না !
গুমরে ওঠে ভিতর ভিতর...
বৃষ্টি নামে অঝোর ধারায়,
তবুও কেন স্রোতধারা
পায় না খুঁজে নিরুদ্দেশের চর !!-
একটা রঙচটা বিকেল,
কিছু অন্ধকারের বাষ্প....
কিছু লুকিয়ে রাখা উদ্বেগ,
বইয়ের তাক...
দুরপাল্লার ট্রেনের হর্ন
ধোঁয়াশা ভেজা ইচ্ছে।
এই বিকেলটা নাহয়
আমারই থাক।।-
শহরজুড়ে তোমার মতো বিকেল,অবাধ্যতায় নীল;
শরীর ঘিরে রঙ-তুলির আঁচড়,কী ভীষণ সাবলীল।
আজ নাহয় থেমে গেল সময়,আইভি লতার বুকে;
পরাজিত মেঘ হতে রাজি,তোমার স্পর্শসুখে।।-
সেই বিকেলটা ধূসর লাগে। একলা কেমন, আমার সাথে ভীষণ মিলে।
আজ নাহয় ফের বদলে গেলে। হঠাৎ আপন, অনেক আগে যেমন ছিলে।-
গোধূলি দিয়েছে ছাড়পত্র
এই বিকেলের কাছাকাছি
আসমানি রঙ ছিটিয়ে গালে
সন্ধ্যার সঙ্গে খেলবে হোলি।
-
মনখারাপ করা বিকেলে,গোধূলির রং হাতছানি দেয়...
তোর চাওনির এলোমেলো নীলে,দুস্টুমি রং আশকারা দেয়...-
ক্লান্তিভরা বিকেল গুলো মনখারাপি গান শোনায়,
রাত্রি বলে, আয় কাছে আয়, ঘুমের দেশে ঘুরবি আয়।
সকাল তখন মুচকি হাসে, ক্লান্তি যতই আসুক আজ,
সকাল হলেই সব ভুলিয়ে, সামনে আসে শতেক কাজ!!-
কমলালেবুর গন্ধ মাখা, বিকেল নামুক তোর কোলে!
আজকে মা ফের মিথ্যে রাগিস, অর্থবিহীন শোরগোলে!-