জীবন যুদ্ধের কঠিন লড়াইয়ে বড্ড হাঁপিয়ে উঠেছি আজ,
অনুভূতি গুলোও যেন আজকাল অগোচরেই গুমরে মরে..
নিবের কলম টাতেও আর কোনো লেখাই আসেনা,
আসল ভাঙন টাই যে ধরেছে ভাবনার দেশের আঁতুড়ঘরে..-
এই লেখনীর দুনিয়ায় স্বল্প দিনের ... read more
ভিতর ভিতর গুমরে মরে একরাশ মান-অভিমান,
দিনশেষে পরম সঙ্গী হয় একটুকরো পোড়া নিকোটিন..
রাত্রি নামে ঝাঁপসা চোখে, চিবুক ছুঁয়ে দুফোঁটা নোনাজল,
নিঃসঙ্গ শীতের শেষে মনে হয়, ভালোবাসা ছিলো পোর্সেলিন..-
চারিদিক যেন ওলোট-পালট হয়ে গেলো..
সেই মাতাল ঝড়ের প্রভাবে,
অনেকদিন পর প্রকৃতি যেন একটু স্বস্তি পেলো..
সেইদিন বৃষ্টি হলো ঠিকই,
কিন্তু উপভোগ করার মতো কেও যেন ছিলোনা.. জনমানবহীন এই থমথমে পরিবেশ,
আজ বড়োই একা, কেও যেন আর পাত্তা দেয়না..-
ভিতর ঘরের মানুষটা, রোজ রাতে পুড়তে থাকে;
একটু একটু করে, সকলের আড়ালে..
পচন ধরা শব-দেহের ওপরে, মিথ্যে হাসির মুখোশ পরে;
আর কি আমায়, মানুষ বলা চলে !
-
কেটে গেছে অনেকগুলো দিন, কেটে গেছে বেশ খানিকটা সময়;
কি জানি কেমন আছে সে, আর কি মনে পরে আমায় !!
কিন্তু এই মন যে বড্ড বেওয়ারিশ, আজও খুঁজে বেড়াই তাকে;
নিকোটিনের তীব্র নেশায় আসক্ত হয়ে, ঈশান কোনের আবেগী ইমন রাগে..-
তোমার উদাসী মনের অজ্ঞাত নির্লিপ্ততায়,
না বলা কথাদের ভারে অগোছালো হৃদয়কুটির-টা আজ বড়োই জীর্ণ..
কখনো তো বলেও দেখতে পারো সেইসব!
গল্পটা আমাদের ভিন্ন হলেও, দুঃখটা হয়তো দুজনেরই অভিন্ন..-
ক্ষনিকের অব্যর্থ চাওয়ায় লুকিয়ে থাকা লোলুপময় দৃষ্টি,
আজি নিপাত যাক পৈশাচিক কাপুরুষত্বের মৃত্যুতে..
ভিতর ঘরে অজ্ঞাতসারে জমে থাকা শত চাওয়া পাওয়া,
সব কিছুই মুছে যাবে আজ হিতৈষী মনোভাবের সৃষ্টিতে..-
তমসাবৃত, সুবিশাল, সেই মস্ত বড়ো প্রাচীর;
যা আজীবন দাঁড়িয়ে, ওই গগনচুম্বী উচ্চতা নিয়ে..
তাহাও একসময় হার মেনে যায়, শিক্ষার পবিত্র আলোর কাছে;
সময়ের সাথে বাড়তে থাকে অপার জ্ঞানের ভান্ডার, ক্রমান্বয়ে..
নির্লিপ্ত-নিভন্ত জীবনও, একসময় প্রানবন্ত হয়ে ওঠে;
শিক্ষার সমুজ্জ্বল দীপ্তির পরশে, ও নতুন কিছু জানার তাগিদে..
ভিতরঘরে থাকে শুধু, এক অদম্য জেদ ও অগাধ বিশ্বাস;
সব বাধা পেরিয়ে, একদিন ওই আকাশ ছুঁতে পারবো, শিক্ষারই সান্নিধ্যে..-
বেকারত্বের সামিয়ানা ঘেরা, মিথ্যে প্রতিশ্রুতির শহরে;
আজও শোনা যায়, রোজনামচার সেই জোরালো সাইরেন..
শুধু, একদিকে বেড়ে চলে অভুক্ত মানুষের মৃতের সংখ্যা;
আর অন্যদিকে, আমার রোজকার মাইগ্রেন..-
মনকেমনের বৃষ্টিতে খুঁজেছি তোমায় বারংবার..
প্রেমিকা হতে না চাইলে, নাহয় অপ্রেমিকা হয়েই দেখো;
অগোছালো মোর হৃদয় কুটিরে, শুধু যে তুমিই রয়েছ অম্লান..
দিনশেষে পরিশ্রান্ত সাঁঝের বেলায়, মেঘ জমেছে মনের ঘরে..
তাও মায়াবী ওই আশ্চর্য নিদ্রাহীন নেশায় আসক্ত হয়ে,
তোমাকে ভালোবেসেই আমি হতে চাই বোহেমিয়ান..
-