QUOTES ON #বিকেলকথা

#বিকেলকথা quotes

Trending | Latest
23 MAR 2019 AT 13:29

কিছু কিছু অভিযোগ যায় সয়ে সয়ে
কত কত মনখারাপী বিকেলে

-


8 APR 2019 AT 18:05

-


8 APR 2019 AT 0:05

বিকেলগুলো আজ উদাসী
একাকী জানলার কাঁচে ,
মুঠোফোনে বন্দী অব্যক্ত গল্প ;
স্মৃতির মলাটে কেবল ছোটোবেলা বাঁচে !

-


13 JUN 2020 AT 18:10

আসবে একদিন মেঘবালিকা,
যেদিন মনখারাপি বিকেলে আমার মনখারাপের সঙ্গী হবে সে;এক বিকেলে কাছাকাছি আসবো আমরা দু'জন সমস্ত ভয়,আতঙ্ক, আশঙ্কা সব যেদিন যাবে অনেক দূরে।এমন একটা বিকেল আসবে যেখানে আমরা হাত ধরে কোনো ভয় ছাড়া কোনো নদীর তীরে দেখতে পাবো সূর্যাস্ত; হাঁটতে পারবো হাতে হাত রেখে কোনো দুরত্ব ছাড়াই; এমন একটা বিকেল আসবে যেদিন ঝড়ের পরে ও কোনো আতঙ্ক ছাড়াই উপভোগ করা যাবে বারান্দায় বসে সেই ঠান্ডা পরিবেশ;একটা এমন বিকেল ঠিক আসবে যেদিন সবটা হবে আবার আগের মতো!!

-


1 SEP 2020 AT 18:21

ভাগ্যিস!মেঘ জমেছে মনের ঘরে
অভিমানের অজুহাতকে তফাতে ফেলে
নস্টালজিয়ার প্রসন্নতা উপভোগ করে
মনকে আড়াল করে তাকে ভুলে...।।

-


8 JUL 2020 AT 19:41

পাতার শরীর ভিজিয়ে দিতে, বৃষ্টি ছড়ালো কিছু মুক্তোর দানা
সোঁদা মাটির গন্ধদের আকাশে, উড়তে আজ নেই কোনো মানা।

মসৃন হাসিতে বালকেরা মেতেছে, ফুটবল খেলার নেশায়
উন্মক্ত আকাশে দুহাত বাড়িয়ে, কৃষক মজে তার পেশায়।

বৃষ্টির শব্দে বুক কাঁপে পাখির, নীড়ে ঢোকে একমুঠো জল
আঁকাবাঁকা পথে গরু ছোটে, পাছে হেটে যায় রাখাল ছেলের দল।

-


7 APR 2019 AT 20:29

বিকেলের ডাক নাম দিয়েছি মিতা।
যখন ক্লান্ত অবসন্ন মন
ঘরে ফেরার ডাক...
ঠিক তখনই মিতা তুমি
গোধূলি বেলার রঙে রাঙিয়ে তোলো।
জীবন তো একটাই..
শেষ বেলা ফুরোনোর আগে
অফুরন্ত  কলরব।

আবেশে অভিভূত পরশ...
জীবনের প্রতিটি মূহুর্তে বেঁচে
থাকার গান শোনাও মিতা তুমি ।
সুরের কলতান
আকাশি দিগন্তের হাতছানি
আমাকে ভাবায় আবার ,
শব্দের মায়াজালে আসক্ত করে তোলো।

মিতা তোমার জন্য
একরাশ মেঘ জমিয়ে রেখেছি।
বৃষ্টির ছাঁট হয়ে ভেজাবো বলে....
বিকেল, তোমার অন্তহীন অপেক্ষায় !!!

-


7 JAN 2022 AT 20:47

মন ভাঙা কোনো এক বিকেলে
কাঠগোলাপের রুক্ষতায়
একরাশ গান ঝরে পড়ুক
রাশভারী, বদ্ধ মেজাজের
একঘেয়েমি কাটিয়ে উঠতে...।।

-


28 MAY 2020 AT 18:27

আকাশের পানে চেয়ে দেখো,
গোধূলির কমলা-হলুদ রঙের ছটা
আর পাখিদের বাসায় ফেরা
জানান দেয় দিনান্তের বিশ্রাম।

-



এ শহর সুস্থ্য হলে একটা বিকেল হোক তোমার আমার ঘিরে
প্রথম স্পর্শে অ সুখ পালাক হাজার সুখের নিড়ে ।

সূর্য যখন ডুবু ডুবু, মাথা রাখবো তোমার কাঁধে
অতীত সেদিন ভুলিয়ে দেবো, শুধু হাতটি রেখে আমার হাতে ।

ভবিষ্যতের রাস্তা যখন খুব কঠিন, সমরনীতিতে টিকে থাকাই দামী
ভয় নেই, আছি তো, তোমার একটা আমি অার আমার একটা তুমি ।।

-