Ivana Rani Roy   (ঈভানা🌻)
63 Followers · 9 Following

read more
Joined 25 November 2019


read more
Joined 25 November 2019
29 SEP 2021 AT 9:11

মানে এমন এক অভিমান, যা কারোর কাছে স্বস্তির কারন আবার কারোর কাছে নিতান্তই মনের ভেতরের চাপাকষ্ট গুলোর বহিঃপ্রকাশ।

-


28 SEP 2021 AT 8:38

তবে সেই কথা রেখে দিও
ইহজন্মের তরে,
চাইবো না অর্থের গদি
বিনিময়ে আমায় রেখে দিও
তুমি ভালোবাসার তরে।

-


21 SEP 2021 AT 8:41

দূরে কোথাও,যেখানে ব্যঙ্গমা আর ব্যঙ্গমী গল্প করবে। মধ্য রাত্রে চাঁদ আলো জোৎস্নায়স্নিগ্ধ হবে রাগের অনুরাগ।

-


18 SEP 2021 AT 8:55

করবে আলোড়ন
যখন ছাড়বো আমি
তোমার হাত,
আর ভাঙবে দুটি মন।
তুমি তখন অন্য কারোর
করবে সুখে ঘর।
আমি তখনও
বেকার বোধহয়
হইবো তোমার পর।
যদি সময় দিতে একটু আমায়
হতাম নাকো কর্মহীন।
কিন্তু জানবে এই শহরতলি
তুমি রেখে যাবে আমার কাছে
আমার ভালোবাসার ঋণ।

-


16 SEP 2021 AT 8:15

যে নীলাভ মেঘে
গানের মতো করে
লালিমায় মিশে যাবো আমরা।
হোক বহুদূর, বহুপথ, বহুক্ষণ
দুটিতে ভেসে যাবো আমরা।
রাখবে না কেউ খোঁজ
অক্লান্ত পথ ধরে
হয়ে যাই চল নিখোঁজ
নীলে-লালে মিশে যায়
দাফনের তরে।

-


15 SEP 2021 AT 9:08

চারিদিকে ঝর ঝর বৃষ্টি
সবুজে সবুজে মাঠ তেমন
এ কেমন অপরূপ সৃষ্টি।
ক্লীব হইয়া দেখি তব
বৃষ্টি মুখর দিনকে
ভাবি হঠাৎ গাইব
আমি ভালোবাসতে এই মনকে।

-


13 SEP 2021 AT 11:21

अगर तुम मन्ज़िल पर पोछ गयी
तो लोग तुम्हारा वो थकान, परिश्रम नहीं देखेगी.
वो बस तुमसे जलेगी,ओर यही नीचि सोच तुम्हें ओर आगे लेकर जाएगी.
_तो बस कभी भी रुकना नहीं,
चलते जाना ही सही.😎

-


13 SEP 2021 AT 9:07

খোদাই রইলো তোমার আমার প্রেম
যা শুরু হয়েও শেষ করা গেলো না।
না ফেরার দেশে চলে গেলে তুমি
আর মৃত্যুর অপেক্ষারতা আমি
এই ভেবেই দিন কাটাচ্ছি,
যেন পরজন্মে তোমার হয়েই থাকি।
অসমাপ্ত উপন্যাসের নায়ক-নায়িকাদের
জাতিস্মর হয়ে দেখা হোক পরবর্তী উপন্যাসে।

-


12 SEP 2021 AT 9:20

तो हम ना जाने केसी मायाजाल मे फस जाते
याहा ना मर पाते ओर नाही खुलके जिते.
____TO(बेवफा आशिक)

-


12 SEP 2021 AT 9:00

অভিনয় চমৎকার!
বিচার না পেলে এই জগতে,
জ্বলতে হবে নরক স্থানে।
টাকা দিয়ে মুখ ঢাকছো
বাকিদের করছো তিরস্কার।
পাপের ঘড়া পরিপূর্ণ
দাঁড়িয়ে থাকো নরক সীমানার,
আশেপাশের বিভীষিকাময় করুণ পথে
দেখো ওহে মূর্খ এবার, আর পারবে না মৃত্যুর সত্যকে লঙ্ঘাতে।

-


Fetching Ivana Rani Roy Quotes