স্মৃতিরা স্তব্ধ
রঙে মত্ত বসুন্ধরা;
সেবার ছিল দোলপূর্ণিমা
শেষবারের মতো হলো সে রাঙা;
আজ তার পূর্ণ একবছর.....
রঙের ছটায় আজ দুনিয়া আত্মহারা।।-
চলো প্রিয়,হেঁটে দেখা যাক অল্প কিছু ক্ষণস্থায়ী পুরোনো অভিযোগের মুহূর্ত...;
অভিযোগও বুঝি নিঃস্তব্ধ হয়?পথের দুদিকে পরিতৃপ্ত অভিমানের গর্ত.....!!
🖋️ শ্রেয়া 🥀-
শতাব্দীর সীমারেখা বয়ে চলে অপযশের হাত ধরে;
দুঃখরা অপার, বেসামাল,কিছুটা লপ্ত.... লুকোচুরির সমাহারে।।-
যদি ঝিনুক কুড়োই অচেনা কোনো এক বালুচরে;
সুপ্ত চোরাবালি ঘিরে ধরবে কী!ঝকমারি অগোচরে।।
- শ্রেয়া জানা-
গল্পগুলো আমার একার
শীতের অনুষ্ণতায়ও গম্ভীর;
রাত বাড়লে পালাই পালাই
চোখের কালিতে অস্থির।-
স্বপ্ন দেখতাম নিজের মত করে। হঠাৎ ভেঙে যায় সবকিছু,পাল্টে যেতে লাগলো আমার দুনিয়া।ভাবলাম হয়তো নতুন করে গড়বো নিজেকে,সামলে নেব ঠিকই।কিন্তু তবুও পারলামনা😄😄😄
দিগ্বিদিক শূন্য হয়ে যখন একটু একটু করে হারিয়ে যাচ্ছিলাম ঠিক তখনই তোমার সাথে আলাপ।তোমার ছোঁয়ায় ফিরে পেলাম নতুন করে বাঁচার আস্বাদ।এভাবেই অনেকদূর এগিয়ে যাবো তোমার সাথে , জানি আর কেউ না থাকলেও তুমি আমার পাশে থাকবে।তোমার - আমার ভালোবাসার ঘটবে না অন্ত।তোমার দেওয়া এই নতুন ভাবে বাঁচার স্বপ্ন আমাকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।❤️❤️❤️-
নারী মানেই বুঝি খোলামকুচি....
কেবল স্পৃহার মূল্য জোগাতেই কী তার উদ্ভব?
জনকোলাহল বিজ্ঞ সমাজের বুকে
আজ শুধুই লালসার তাণ্ডব।।
-
প্রতিষ্ঠিত করো নিজেকে;প্রেমের সমুদ্রে ডুব দিয়ে নয় বরং প্রকৃত ভালোবাসার জন্য অপেক্ষা করো।।
( ক্যাপশন টা পড়ুন)
📝 শ্রেয়া জানা-
তোমার গল্পে ঢুকতে চাইলেও
ভিড়তে পারিনা আমি...
ভালোবাসতে ইচ্ছে করলেও
বলতে পারিনা আমি।।-