QUOTES ON #বসন্ত_এসে_গেছে

#বসন্ত_এসে_গেছে quotes

Trending | Latest
3 MAR 2020 AT 8:11

আজ এ-বসন্তে!

-


21 MAR 2019 AT 0:29

বসন্তের তুলির টানে
ফাল্গুনের সুরেলা ছন্দে ,

পলাশের সর্বনাশী ঘ্রাণ
দিগন্তের গোধূলি নিস্পন্দে ,

উৎসবের কার্নিশে মিশেছে আবির ;
মিলন - প্রাঙ্গন মাতোয়ারা উন্মুক্ত আনন্দে।

-কৌশিকী❤️









-


2 MAR 2021 AT 1:47

বসন্ত মানে সেই নীল দিগন্ত,
শিমূল, পলাশ, কৃষ্ণচূড়ার আগুন।
বসন্ত মানে প্রকৃতির হারানো প্রেম,
হিল্লোলিত পাতায় ভাসে ফাগুন।।
বসন্ত মানে মাতাল দখিনা বাতাস,
আকাশে মেঘের নক্সী সামিয়ানা।
বসন্ত মানে খামখেয়ালী অবুঝ ছায়া,
হৃদয় খোঁজে তোমার ঠিকানা।।
বসন্ত মানে আবির খেলার গল্প,
নবকিশলয়ে তোমার আসার সুর।
বসন্ত মানে প্রজাপতির আনাগোনা,
জীবনের বসন্ত হয়তো বহুদূর।।

-


18 FEB 2020 AT 23:35

কবিতা :-
"চির রঙ্গিন বসন্ত এসেছে"

(ক্যাপশনে পড়ুন 👇👇)

-


2 MAR 2020 AT 9:49

শীতের কুয়াশা ঘেরা সকাল কেটে
সোহাগী বসন্ত নেমেছে শহরের বাতাসে ,
প্রেমিক , তোমার সাথে বাতাসে লেগে থাকা
বসন্তের প্রেমটা ভোগ করতে চেয়েছিলাম ।
কিন্তুু , এই প্রেমের মরশুমেও বাতাসে মেশা
চাপ চাপ রক্তের ঘ্রাণ আসছে নাকে ,
এই বসন্তে পলাশের আগুনটা বুঝি পথ হারিয়ে
আজ বিষাক্ত রাজনীতির গর্ভগৃহে পেয়েছে ঠাঁই!

-


1 MAR 2020 AT 20:45

যদি খানিকটা
বিশ্বাসের আবির
নাই মাখতে পারলাম;
তবে এই ফাগুন আবার
সীমারেখা টানবে।

-


3 MAR 2020 AT 18:50

চেয়ে রই একান্তে !
বসন্তে মন উদাস, রঙিনে ছেয়েছে শিমুল-পলাশ।

-


15 FEB 2020 AT 19:49

যতদিন যাচ্ছে বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা রোদগুলো
একটু একটু করে শুষে নিচ্ছে শীত অর্কিডের পাপড়ি থেকে ,
উত্তরে হাওয়া তবু শহরের বুক চিরে তার ভগ্নাবশেষ জড়ো করছে
বসন্ত চুপিসারে ঠিক তখন ঝরা পাতায় নেমে আসে পলাশের রং মেখে ।।

-


20 MAR 2022 AT 1:15

বহু বসন্তের পর তোমার আগমন
হয়েছো যে তুমি মস্ত নামী গবেষক
এখনও সেই ক্যাবলা তোমার চাহনি
আজও তবু যেন অনন্য বাতাবরণ ।

মনের বয়স তখনও আমার ক্ষুদ্র
শরীরে শুধু বার্ধক্য আসার ছাপ
এগোচ্ছিলে একগুচ্ছ পলাশ হাতে
এই বসন্তটা কেন এতটা আর্দ্র ?

হঠাৎ করে আলিঙ্গনের রংতুলি
বললে তুমি 'তোমায় ভালোবাসি '
আমি তখন লজ্জাবতী হয়ে পড়ে
বললাম চলো নতুন করে পথ চলি ।

-


28 MAR 2021 AT 9:24

Happy Holi

-