আবেগী চোরাস্রোতের
ছেঁড়া স্তবক জুড়ে
একরাশ না ফেরা
অভিমানের গল্প,
অনুভূতির বাগিচায়
নোনা বাষ্পের
আধিক্যে জরাজীর্ণ
বসন্তের হৃদয়-পুষ্প।-
শীতের চাদর মুড়েই
হারিয়ে যায় বেলা
এভাবেই রোজ ফুরিয়ে যাচ্ছি আমরা
সব আলো নিভে গেছে আমাদের বইপাড়ায়...
হলদে বসন্ত আড়ি পাতছে
অলস দীর্ঘশ্বাসে
তবু উৎসব শেষে ফিরিস
এই ফ্যাকাসে পোড়া মনবাড়িটায়...-
তারা- কিসের জন্য, দিছে ভাড়া,
কারা? যারা যাছে মারা..
তারা- কিসের জন্য, দিছে সাড়া,
কারা? যারা আছে গাছাড়া..
তারা- কিসের জন্য, দিছে নাড়া,
কারা? যারা হচ্ছে গতি-হারা..
তারা- কিসের জন্য, হছে ট্যারা,
কারা? যারা পার হয়না! ব্যারা..
তারা- কিসের জন্য, দিছে ধরা,
কারা? যারা ভালোবাসা হারা..
তারা- কিসের জন্য, করছে পড়া,
কারা? যারা স্বাসনে ভরা..
তারা- কিসের জন্য, পড়ছে তোরা,
কারা? যারা পছন্দ করেনা, পেছনঘোরা..
তারা- কিসের জন্য, ভাঙছে চূড়া,
কারা? যারা বাঁচেনা, মাটি ছাড়া..
তারা- কিসের জন্য, হছে ভায়া,
কারা? যারা জানেনা, আসল মায়া..
তারা- কিসের জন্য, ভাঙছে পায়া,
কারা? যারা বোঝেনা, কোন ছায়া...-
বসন্তের রঙে রঙিন হওয়া পাতারা,
একদিন কালের নিয়মে মিশে যাবে মাটির সাথে।
ফুলের ভাঁজে শব্দরা স্বপ্নের মায়াজাল বোনে,
তোমার স্পর্শে বাঁচতো যারা আজ মরছে মনের কোণে।।-
শেষবারের মতো ডুব দিই মরা নদীর জলে;
দূরে বেলা তখন পড়ে আসে,
জানা নেই; বিষ ঝাড়া হয় কোন ফলে?
আবছা আলোর মতো সরে আসি তোমার কাছে।
শোক তাপ মিশিয়ে দিয়ে রক্তিম পলাশে;
এখন আমি আকাশ কুসুম শুদ্ধ,
তোমার পাতা ছড়ানোর দিনে;
দিতেই পারি একরত্তি বসন্ত।-
করছে মজা হোলির দিনে,
হেসে হেসে মাখছে রং....
বুকের ভেতর পুড়ছে পুড়ুক--
জীবন তো সাজিয়েছেই সং!
রঙিন ছবির ফ্ল্যাশ উঠছে--
মুখ রঙে লাল,চেনার সাধ্য কার?
নামুক না ঝাঁপিয়ে বৃষ্টি এবার...
কে বুঝবে ভেতরটা যে ভার !-
আজি এমন বসন্তের দিনে
বোঝাতে পারিলাম নাই তোমায় মোরান্তের ভালোলাগার কথা। ইশারার ভাষাতে ভাঙ্গিল না তোমার এই নিরবতা। সখী মোর হৃদয়ের সকল প্রনয়াভাস খানি তোমার আছে জানা, তবুও আমি স্পর্শ করিতে পারিলাম নাই তোমার ঐ মর্মান্তের এক কোণ খানি,হয়ত বা মোর বাক্যে জমিয়াছে হৃদয়ে অসন্তোষ,এই অন্তরঙ্গের সোহাগী প্রনয় যে সত্যি। হে সখী আজি বসন্তে মোর বক্ষ মাঝারে জ্বলিয়াছে মোর বিরহের মশাল ; কেবল তোমারই যৌবনালয় ভরিয়া থাক,আমি পুড়িয়াছি চিরকাল তোমা বিনা .....
-
বছরগুলো এবার একলা কাটুক,
জীবন দৌড়াক অস্ট্রিচ-বেগে দুর্দান্ত....
শত প্রেম হাঁটা লাগাক রাস্তায়-পার্কে,
এ হোক আমার প্রদর্শনীর বসন্ত !-
কেউই শেষ পর্যন্ত থাকে না
তাই নিজেকে গুছিয়ে নিতে শেখো
রঙীন বসন্তের ছোঁয়া থেকে
নিজেকে আগলে রেখো
-