মনপাখি
দেখা নাহি হয়, কথা শুধু কয়
বসিয়া প্রাণের ঘরে l
ও পাখি তুই, কেন অমন এলি
আমারি অন্তরে !
(--==ক্যাপশনে--==)
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇-
অবিচ্ছিন্ন কথাদের নীরব প্রতিশ্রুতি,সারাজীবন পাশে আছি-'সুখে-দুঃখে,বিপদে-আপদে',,
অফুরন্ত বিশ্বাসের সাতরঙা হাতছানির অজানা সুরে,
"বন্ধু চল"আজও ঠিকানাহীন না-বলা কিছু ভরসার কারণে,,
চলতে চলতে জীবনের চুপকথাদের একাকী প্রান্তরে;বয়স যেন মানে না কোনো বাধা বন্ধুত্বের দাবিতে..
বেরঙিন কণ্ঠের উন্মুক্ত আকাশে,নামহীন সম্পর্কগুলো বাসা বাঁধে ওই বন্ধুত্বের অঙ্গীকারে,,
অবিচ্ছুত ফিকে সম্পর্কের টানাপোড়েনে,জীবন যেন আবারও ঘুরে দাঁড়ায় সেই বন্ধুত্বের আপসে..
তাই সব সম্পর্কের মেলবন্ধনের ইতি ঘটলেও,
বন্ধু যেন আজও সেই বদ্ধ কারাগারের আধারিলা জীবনের মুক্তির আলো।।।
-
কৃত্রিম আলোর খোঁজ পেয়ে যদি হঠাৎ চলে যাস ।
তবুও জানবি এই মোমবাতির আলো জ্বলবে বারোমাস ।-
বন্ধু মানে হাজার ব্যথায়
একটু সুখের রেখা।
বন্ধু মানে অল্প নহে
অনেক খানি পাওয়া।
বন্ধু মানে খামখেয়ালি
হাজার বদঅভ্যাস।
বন্ধু মানে লুকোচুরি নয়
গোপন পর্দা ফাঁস।
বন্ধু মানে মনের কথা
লুকোনো যায় না কিছু।
বন্ধু মানে সুখ দুঃখে
যে ছাড়ে না তোমার পিছু।
বন্ধু মানে আমার জীবনের
শ্রেষ্ঠ উপহার।
তাই বন্ধু সমগ্র আজও অসমাপ্ত
লিখিনি তার কোনো উপসংহার।
-
শব্দস্লোগানে প্রতিবাদ হোক, কলমে ঝরুক আগুন।
নবভাবনার ই-চ্ছে-উ-ড়া-ন রামধনু রং মাখুক।
প্রশ্নচিহ্নের মুখোমুখি হোক সমাজ ও সভ্যতা।
আবার কখনো আবেগে ভাসাক কবিতার স্নিগ্ধতা।
আজকে তোর জন্মদিনে পাঠালাম বন্ধুত্বের সওগাত।
থাকিস এমনিই প্রাণখোলা, সুন্দর হোক প্রতিটা প্রভাত।
-
বন্ধু
মানুষের ভিড়ে স্মৃতিচারণে, তুমি আসো স্মরণে l
অন্ত হোক অবুঝ মনের, ছিল যা মোর কারণে ll
হয়তো আমারি ভুল, নবাগত আমি আবেগে ভাসিয়াছি কূল ll
আমি নতশির ললাটে কালিমা, ভেদিবে কণ্ঠে তির l
এ হেন কথা নাহি সমোচিত, ক্ষমা করো ওহে বীর ll
লোকপ্রিয়তার দম্ভে যারে, মারিয়াছি ক্ষিপ্রবান l
লোকপাল সে আমি বেনুবন, বিষাদে ভাঙিল প্রাণ ll
আপন জন আঘাত করে, গোপনে প্রাণে ধরে l
বক্ষে তোমার অসীম কৃপা, চিনিলাম অন্তরে ll
যবে কহিলে আমি আর নাই, ক্ষমা করো মোরে সবে l
অভিমানী শোন আমি উন্মাদ, তবু হৃদয়ে তুমি রবে ll-
ভালো যদি বাসোনা -
আজও রেখেছো কেনো বন্ধুর তালিকায়?
মনে যদি করো না -
আজও হাজারের ভিড়ে খোঁজো কেন আমায়?
ভুলেই যদি গেছো -
ডিলিট করে দাও না কেন ফোন নম্বর টা?
অভিমান যদি করেছো -
একবার ডেকে বলো নি কেন কী আমার দোষ?
রাগই যদি করেছো -
নিজের অধিকারে বকোনি কেন আমায়?
বন্ধুই যদি ভাবোনি কোনোদিন -
আজীবন বন্ধুত্ব রক্ষার আশ্বাস তবে কেন দিয়েছিলে আমায়?
-
হাতে হাত রেখে আরও কিছুটা চল বন্ধু,
পায়ের তালে তুই চলে আয় আমার জীবনে।
আমার ভালো লাগা, মন্দ লাগা সবেরই ভাগীদার তুই,
ভালোবাসা যে কতটা নিখুঁত হতে পারে তা তোর থেকেই শেখা,
আমার জীবনের সিক্রেটগুলো তোর কাছে নিরাপদ।
বন্ধু তোকে নিয়েই কাটিয়ে দিতে চাই সব আপদ-বিপদ।-
কলম ছুটুক তীরের মত,কাব্য লিখুক তোর হৃদয়
এমনই সাদামাটা থাকিস রে,করিস সমস্ত বিপদ জয়
এই তো সেদিন পরিচয় হলো,নামটাই বলিসনি তুই
তবু মানি বন্ধুত্ব হয়,একে অপরের কবিতাকে ছুই।
দূরত্ব হয় শহরের মাঝে,মানুষের কাছে থাকে শুধু পরিচয়
সবুজের এই বিশ্বতে খামখেয়ালিতেই বন্ধুত্ব হয়।-
তোমাকে নিয়ে লিখবো ভেবেছিলাম বহুবার,
বারবার পিছু হটেছি চোরাবালির হাতছানিতে,
বিশেষ কিছু ছন্দ খুঁজতে গিয়ে দিশেহারা হয়েছি,
পথভ্রষ্ট হয়েছি তোমার অমূল্য শব্দগুচ্ছের সৌন্দর্য্যে,
রাতের যে এত মাধুর্য্য!!
বুঝেছি তোমার কল্পকথায়।
শিখেছি কলমের নিভে নিপূণ হাতে অনুভূতি ভরা,
আজ এই হাবিজাবি গুলোই স্বীকারুক্তি,দীর্ঘ সময় পরে,
প্রথম দিকে যখন আলাপ,
ভাবিনি সময় মোদের এতটা আপন করে!
তোমার লেখায় সত্যি এক রহস্য আছে,
যার ভেদ করাটাই কঠিন,
যতই পড়ি তলিয়ে যায়,
নাগাল পাওয়ার সম্ভাবনায় ক্ষীণ।
লিখতে থাকো,হাসতে থাকো,
রামধনুর ওই সাতরঙা আকাশ মুড়ে,
ইচ্ছেগুলো পূরণ হোক সব,
ভালোবাসা নামুক তোমার মন জুড়ে।-