অভিষিক্তা🍁   (||Avisikta||)
639 Followers · 63 Following

read more
Joined 2 August 2019


read more
Joined 2 August 2019

কত গোলাপের মাঝে ,
তোমায় পাতাবাহারের শিরোপা দিয়েছি -
এক বুক জলে দাঁড়িয়েও ,
রঙ তুলিতে শুকিয়ে যাচ্ছে জলঘোলা সেই রঙ ...
তুমি জানিয়েছ , ফিরতে চাও না তুমি -
আমি তবুও জোর করে ফেরাব শেষবার।

সেদিন স্টেশনের কাছে -
যখন মেঘলা আকাশে দাঁড়ালে অল্পক্ষণ ,
বুঝেছিলাম এখন দাঁড়ানোর সময় নেই আর ...
তুমি বলেছিলে , এটাই দেখা শেষবারের মতো -
আমি চেয়েছিলাম কেন দেখা হোক প্রতিবার!

ভাগ্য আমার সহায় , সচল ,
এক রবিবারে স্টেশনে দেখা হল আবার -
ফিকে নীলচে শার্টে তোমার শরীর দেখা যায় ।
হাতে ছিল এক অন্য ছেলের হাত ,
তোমার বৈশিষ্ট্যে আজ অন্যরকম বদল -
তুমি বললে , সত্যিটা বড়োই তিক্ত ছিল প্রিয় ...
তবুও জানি , তোমার এই মিথ্যেটা অনেক সত্যির চেয়ে শ্রেয়।



-



এক সাজানো বিকেল ,
মাঝে কত সাইকেল ;
শুধু বেল বাজিয়ে চলে যায় -
তোমার ফোয়ারা হাসি -
আমার অবেলার কাশি ,
গ্লাসে তুমি নামক জল চায়!
কত স্পর্শের পরে ,
রাতে জোনাকিরা মরে -
যেমন ছোঁয়াচে করেছ আমায়।
ভাবি , রাধার গল্পে -
কখনো আলতো অল্পে ...
কোনো রাখালই আরতি থামায়।
কোন দ্রুত উপন্যাসে ,
কিছু সরসিজ ভাসে ?
উপসংহার লাফিয়ে বেড়ায় জলে ।
তোমার দূরন্ত চোখে -
রঙিন পলক মেখে ,
ভালোবাসার মৃত্যু হয় তলে তলে।
এসব গল্প কাহিনী ,
বেদনার চির বাহিনী ...
কোনোদিন গুজবে দিইনি কান -
জেনে রেখো শ্যাম ,
মীরার যাতনা ধ্যান ...
সবই রাধার অনুমতির দান।







-



আঙিনায় আজ এক অতিথি এসেছে বলে,
চিরুনি লাগাই আমার এলোমেলো পাকা চুলে-
এসে বলল ,বহু দূরের পথযাত্রী নাকি সে,
বলল, "পরিচিত।" , কিন্তু মনে পড়ল না কে।

চলে গেল সে। তোমার মৃত্যু সংবাদ দিলাম-
মনে হল আমার দুঃখের হয়ে গেল নিলাম,
তার অশ্রুহীন চোখে সে কি গভীর ব্যথার রেশ ..
এক প্রেমিকের কাছে স্বামী হেরে গেল শেষমেশ!

-



সময়ের রোদ এসে চলে গেছে ,
জোনাকির দেখা নেই ।
বোবা রাস্তা মুখ ফিরে পেল ,
কোলাহল হল যেই ।
কীসের জমায়েত , কীসের হইচই ,
কীসের এত কোলাহল ?
আমার অন্তরে হুঁশ ছিল না ,
সেদিকে গড়াল কতটা জল ।

লোকজনকে সরিয়ে দেখলাম আমি ,
রক্ত বইছে রাস্তা চিরে ।
দেহটাকে যেই সামনে ঘোরালো,
হৃৎপিন্ড থামল ধীরে ।
ঝরছে বর্ষা অঝোরে বুকে,
ঝরার কথাও ছিল।
পাথরকুচিও ভিজছে এখন,
শুধু তোমায় কেড়ে নিল ।



-



তুমি কি সাগর দিতে পারবে?
দক্ষিণের জানালার বাতাস এনেছি আরো,
তুমি কি মুক্ত জানালা দিতে পারবে?

-



রাগ অভিনয় জমছে কত
ভেলায় ভাসাব ঠিকানাদের...
প্রবেশদ্বার নাম চাইবে যত।

-



ভালোবাসা?
অসীমে ...
ভালো বাসা?
ভালোবাসা যথেষ্ট নয়!

-



I have been habituating to put my heart on the table for you since Devdas.The firm addiction towards you was increased like as you said "tum chhupana sakogi main wo raaz hoon..." After that I watched My Name is Khan and really "esi naino ki baaton mein koi kyun na aye?" Whenever you delivered , "my name is Khan and I'm not a terrorist", it passed through my veins.But frankly speaking Kuch Kuch Hota Hai or Kabhi khushi Kabhi Gam was totally full of melodrama ,those were not fit to my taste though my heart still gives the sensational vibe with Suraj Huya Maddham!I have gone through from "mere Karan Arjun aayenge. Zameen ki chaati phad ke aayenge, aasman ka seena cheer ke aayenge" " to "Teri aankhon ki namkeen mastiyan,teri hasin ki beparwah gustakhiyan ,teri zulfon ki lehrati angdaiyan ,nahi bhoolunga mein jab tak hai jaan,jab tak hai jaan." For the last few years the magic of Raj , the knack of Raees Alam, the positivity of Aman ,the haule haule pyaar of Raj have been missing.But In the midst of so mush disappointments still I'm waiting to hear Main hoon na!Happy birthday SRK!❣️

-



শহর জুড়ে তোমার নাম
আজ ইচ্ছেরা চেনা গন্ধ পাক
আমার ফ্যাকাশে লাল পাড়ের শাড়িতে
তোমার শখের নীল জামদানি নিপাত যাক ।

-



Thank You Teachers!




(Look at the caption... ✨)

-


Fetching অভিষিক্তা🍁 Quotes