রুপাঞ্জনা 🌼🌸🌿   (রূপাঞ্জনা🦋💕)
1.2k Followers · 603 Following

read more
Joined 20 December 2018


read more
Joined 20 December 2018

অব্যর্থ প্রচেষ্টার ব্যর্থ শিরোনামেই কি গন্তব্যের সকল সমাপ্তি নিশ্চিত??
চেয়ে দেখো ওই সাদা কাপড়ের দিকে-প্রতিনিয়ত মৃত্যুকে আপন করেও ওরা বিশ্বাসের পবিত্রতায় বাঁচে।।।

-



চেনা-শোনাটা এখনো অনেক বাকি;
দেখা-শোনাতো সবে শুরু..
নৌকাডুবির স্রোতের টানে,গোলকধাঁধায় কেবল জ্বললো আলো...

অভিজ্ঞতার বয়ঃসন্ধিতে কৈশোর মনের দুরন্তপনায় আজ,
অধীর আগ্রহে অপেক্ষারত আমরা হেঁটেছি পথ
পাশে থাকার স্বপ্ন সারণিতে।।
পাতাঝরার মরশুমে জ্যোতস্না রাতে মোরা গড়েছিলাম গল্প,অঝোর শ্রাবণেও পাশে থাকার..
কিন্তু কিছু গল্পের সার্থকতা যে সকল চোখের আড়ালেই সীমাবদ্ধ।

ভালোবেসে সুখে-দুঃখে একসাথে
থেকে যাওয়াটাকেই তো সমাজ গল্প বলে মানে..
কিন্তু বিচ্ছেদ থেকেও শিক্ষা নিয়ে
এগিয়ে যাওয়াকে কজন গল্প বলে জানে???

-



এক পশলা শ্রাবনে যদি এক ফালি বসন্তের আবদার রাখি
প্রিয়,তবে তার দায় কি শুধুই আবদারে সীমাবদ্ধ??
ইছামতির কোলে লাজেরাঙ্গা ওই জ্যোৎস্না রাতে;
ধরা কি দেবে না সে রাগের অন্তরের অনুরাগ হয়ে??

-



নীরবতার সার্থক অভিমানে,চরাভূমি কি আজও শুষ্ক থাকে??
ঘূর্ণিঝড়ের প্রবল আভাসে এক ঘরছাড়া ঐ একতারা,প্রেমিক হওয়ার অলীক স্বপ্ন দেখে।।

দূর ক্যানভাসের জলছবিটা আজ বড্ড স্পষ্ট..
শিথিল অনুভূতির অযাচিত সৃষ্টির বেপরোয়া হাতছানির আঁধার,
ঘিরেছে আজ শব্দবিহীন কিউমুলোনিম্বাসের গর্জনে..
সেতারের তরঙ্গ জুড়ে অবিরত টুপটাপ ছন্দ-পতনে;
বেহালাও যেন সুর ভুলেছে ভৈরবীর উন্মেষে..
কাজলকালো হরিণীর দীর্ঘ অনুযোগে,মায়ার বাঁধন দৃঢ় বড্ড খোলা চুলের প্রতিজ্ঞ শাসনে।

সময়ের স্রোতে খেলাঘরের অতিথি আমরা সবাই..
জোয়ার-ভাটার দোলাচলে অস্তিত্বের এই লড়াইয়ে,যেন রংমশালও সাক্ষী হতে চায় আমাদের-
আতশবাজির কৃত্রিমতায় নয়,ভালোবাসার বসুন্ধরায় পলাশের অকৃত্রিম সৌরভে..
নিষ্ফল অভিযোগের এই বসন্তরাঙ্গা অনুরাগে ধরা দেবে কি মনচোরা ওই হলুদপাখি হয়ে??

-রূপাঞ্জনা




-



যদি কখনো অজান্তে/পেয়েছি তোমায় একান্তে::

'কিরে ওঠ্,৮ টাতো প্রায় বাজতে চলল.. এরপর আর কখন যাবি তুই??'-মায়ের হাঁকডাকে প্রাণপ্রিয় নিদ্রাদেবীকে বাধ্য হয়েই ব্যাডবাই জানাতে হয় তিথির..একদিকে স্কুলের প্রোজেক্টের চাপ,আরেকদিকে সাতসকালে টিউশনির তাড়ায় শীতের আমেজকে উপভোগ করবার জো নেই আর।তাই অতিকষ্টে ওই আরামদায়ক সঙ্গীগুলোকে এককোনায় সরিয়ে রাখতেই হয়..সবার যে কি এতো শত্রুতা তার ঘুমের সাথে,ভগবানই জানে।কিন্তু মন আর চোখ কি আর এতো অত্যাচার সহ্য করতে পারে?? লেপ কম্বল জড়িয়ে সকাল দশটায় ঘুম থেকে উঠেই বিছানায় বসে গরম গরম চা-এর সেই রাতের অলীক স্বপ্নের কথা চোখের পর্দায় ভেসে উঠছে তিথির..
মায়ের ধাক্কায় আড়মোড়া ভেঙে স্বপ্ন থেকে বাড়িতে আসে তিথি.. বুঝতে পারে না করে কোনো লাভ নেই আর, পড়তে তাকে আজ যেতেই হবে। কিন্তু আড়মোড়া কি আর এত সহজে ভাঙে?? তাই সকাল-সকাল দুঃখে মন দুকলি গেয়েই ওঠে-যদি কখনো অজান্তে,পেয়েছি তোমায় একান্তে//শুরু থেকে শেষ প্রান্তে,ছুটে ছুটে গেছি তাই।।।

-



কাঠিন্য
-রূপাঞ্জনা দত্ত

নিস্তেজ সকালের এক ক্ষান্ত ধূলিকণা আমি।
চিকের আড়ালে ওই প্রখর তাপ বড্ড উৎকণ্ঠিত
আজ, অবিরত বৃষ্টিকনার আত্মত্যাগের অস্বীকারে মানুষগুলো যেন
ক্লান্ত খুব একমুঠো অন্ন জোগাড়ে..
সময়ের জোয়ারে বাঁধ ভেঙেছে আজ।
তারা আশ্রয়হীন,ঠিকানাহীন;
এক ফালি রোদের পরশকে হাতড়ে নিতে চাইছে আজ..
আবার নতুন করে বেঁচে ওঠার আস্বাদ চায় তারা।।
আবেশিত কাঠিন্যের নিখাদ নীরবতায় আজ জেগে ওঠে প্রকৃতি,
নতুন দিনের নবসূচনায় সকল স্বপ্নকে যেন রাঙিয়ে তুলতে
আর সোনালী আশায় দিনগুলোকে নবসাজে সাজিয়ে রাখতে।।।



-



ছোঁয়াচে শ্রাবনেরও আবেগ শিথিল; কলঙ্কিত ঋতুরাজে..

-রূপাঞ্জনা

-



কলঙ্কিনী রাধাও আজ কৃষ্ণপ্রেমে অপেক্ষায়, বিরহি পদবীকে আপন করে..
শকুন্তলাও যে অপেক্ষারত ছিল প্রিয়,রাজা দুষ্মন্তের ফিরে আসার।।
ব্যস্ততার লেলিহান শিখায় নিজেকে পুড়িয়ে ঘরছাড়া নাবিকও যেন অপেক্ষায় চেয়ে
রয় আপনজনকে ভালোবাসার..
অসহ্য যন্ত্রণাকে উপেক্ষা করেও প্রতিটা মেয়েই যে অপেক্ষা করে থাকে মা ডাক শোনার,
সারাটাদিন হাড়ভাঙ্গা খাটুনির পরও দিনশেষে সকল বাবাই যে অপেক্ষা করে থাকে সন্তানকে হাসিমুখে দেখার।
অন্তহীন অবহেলা মাথায় নিয়ে ওরাও যে অপেক্ষায় থাকে দু'মুঠো অন্ন পাওয়ার আশায়..
জ্যোৎস্না রাতের আঁধার মাঝে কখনোবা সূর্যকিরণের আলোয় মেখে পাপড়িগুলোও
যেন অপেক্ষারত আজ বিস্তারের স্বাদ গ্রহণে।।
মুক্ত আকাশে ডানা মেলে ওরাও যে অপেক্ষায় রয় দিনের শুরুতে আমাদের জাগিয়ে তোলার..
সময়ের স্রোতে গা ভাসিয়ে নদীর কলতানও যেন অপেক্ষা করে মোহনার তীরে এসে আপন তরীকে ডুবিয়ে ফেলার,
দুঃখের শেষ সুখ,রাতের পরে দিন,মাসের শেষে মাস,বছরের পর বছর-অপেক্ষা তো সবেতেই..
হাজারো চাওয়া-পাওয়ার মাঝেই যে সময় অপেক্ষার;
তাই হয়তো আমাদের জীবনের আরেক নাম অপেক্ষা।।।
(-রূপাঞ্জনা)





-



সন্তোষ-অসন্তোষের হাজারও লড়াইয়ে,
সময়ের দৌড় অমলিন আজও ব্যস্ততার ওই সাদাকালো খেলাঘরে..
হার-জিতের অসমযুদ্ধে এগিয়ে চলা এক সৈনিক আমি;
চাওয়া-পাওয়ার গরমিলে তো আজও ফিরে যেতে চাই ফেলে আসা ওই অবুঝ দিবসে।।।

-



সংসার নামক সিন্দুকের মস্ত বেড়াজালে,
মুক্ত আকাশের ইচ্ছেডানাদের বাকবিতন্ডা আজ এক পশলা
সিঁদুরের লক্ষ্মীশ্রীকে ঘিরে..
আধুনিক হালের ফ্যাশন জানে সমাজের ওই নগ্ন প্রতিচ্ছবিকে,
বিশ্বাস যাদের-'কর্তব্য ওদের আমাদের এই পরজীবী হয়ে বাঁচতে।'



-


Fetching রুপাঞ্জনা 🌼🌸🌿 Quotes