উন্মুক্ত আকাশের অর্ধ চন্দ্র, পূর্ণতার দিন গোনে ।
-
//পূর্ণতা পাইনি আজও//
একদিন প্রভাতে হঠাৎ ইচ্ছে হলো জানিতে,
তাই কোনো দ্বিধাবোধ না করে....
অবশেষে তাকে জিজ্ঞাসা করেই ফেললাম
কিগো, আমায় নিয়ে কবিতা লিখ তুমি??
সে অট্টহাসি হেঁসে কহিলো,
তুমি ছাড়া মোর ডাইরির পাতা অসম্পূর্ণ যে,
তাই তোমায় ছাড়া কবিতা আসে না যে মোর মনে।।
সেদিন কেবলই মৃদু হাঁসি হেঁসেছিলাম!!
কিন্তু হঠাৎই একদিন,
তার ডাইরি পেলাম কোনো ক্ষণে!!
ডাইরির পাতা গুলো উল্টোতে উল্টোতে দেখিলাম.......
যে কবিতা আমায় নিয়ে লিখবে বলেছিলো
সে কবিতা লিখা আছে অন্য কারোর জন্য,
আমাকে নিয়ে কোনো কবিতা হয়নি লিখা আজও,
তাই ভালোবাসাটা সেদিন অন্ধই রহিলো
পূর্ণতা পাইনি আজও।।
-
_পূর্ণতা_
জন্ম থেকেই বাবার নামে
নিজের পরিচয় দিতে হয় আর
বিয়ের পর স্বামীর নামে নিজের পরিচয়,
নিজের নামটা কখনো পূর্ণতা পাই না।
সমাজ হয়তো পেতে দেয় না।
সে আজও নিজের আসল পরিচয় খুঁজছে..!?
সে আজও পূর্ণতা চাইছে..!
-
একাকীত্ব
সব ফুলই আপনি ঝরে আপন সুখের মুগ্ধে ফোটে,
কজনের বা দেবতার গলার মালা হওয়ার ভাগ্য জোটে?!
দুঃখ পেতে চাওনা নারী দুঃখ তোমায় পেতেই হবে,
বিরহ তোমার কপালের লিখন কেমন করে খন্ডাবে?!
হাজার ব্যথা সয়ে চলো মৃত্যু যেদিন আসবে,
দেখো সেদিন ও মানুষটাও হয়তো শোকে ভাসবে!
ঝামেলা তুমি এড়িয়ে চলো মনে প্রাণে অনেক ভয়,
যন্ত্রণা তোমায় সঙ্গী করেছে জীবনে কেউই পূর্ণ নয়!-
চার দেওয়ালের থেকে মুক্তি পাওয়া কোনো এক প্রেমিক;
বসন্তের বিকেলে ঝরে থাকা, একটি শিমুল ফুল;
বড়ই আদরে আর যত্নে হাতে তুললো।
ফুলটি যেনো তার পাপড়ি দুলিয়ে,
পুরানো এক প্রেমিকার বার্তা,
মৃদু সুবাস ছড়িয়ে জানালো।
আর সাথে জুড়ে দিল একরাশ হাসি, শুকনো ঠোঁটে।
বসন্তের ঝরে যাওয়া সামান্য ফুলটিও যেনো,
সেই প্রেমিকের কাছে অতি মূল্যবান হয়ে ওঠে।-
"যতবার ভেবেছি প্রিয়ে তুমি ছাড়া আমি অপূর্ণ,
বাস্তব বুঝিয়ে দিয়েছে আমি ছাড়া তুমিই পূর্ণ.."
অরণী-
""পূর্ণতার মায়া"" - শুভঙ্কর দাস
দস্যু কাঠগড়ায় জীবনের মায়া রেখা
আর অজ্ঞাত পরিচয়ে ছন্দ লেখা!
জ্যোৎস্না তবু আকাশ ছুঁয়ে পার হয়
যেখানে শুধুই অবিরাম আলোকবর্ষের পথ।
সকল মুহূর্তের তারা সাজায়
এ যেন ফাঁদে বন্দি এক পিঞ্জিরা,
যেথা শুধুই বাঁধা পড়ার লক্ষ্য
অসীম গহ্বরে দূরত্ব আর বোধহয় অজ্ঞাত নয়!
বর্ষ অতীত তুমি লক্ষ করে দেখবে
এ যে কঙ্কাল রুপি মানুষের ছায়া—
সে তো আজও পূর্ণতায় ফিরতে চাই,
কিন্তু কঠিনের আদালত তাকে সমাপ্তি দেয় না!
তাই ছদ্মবেশের এই জীবন মায়া
নির্মম ব্যর্থতাকে জগতের সামনে অব্যাহত রাখে।
বহুরূপী গুপ্তচর যেন নিজেই নিজের অজান্তে
একান্তই লক্ষ্য করে চলেছে সেই সমাবেশের দিকে।
শুধুই দূরত্ব আর বেড়ে ওঠা প্রিয় জীবন দূরত্বের পথ,
যে দূরত্বে বোধহয় একাধিক নিরাশার ফলাফল!
তবুও যেন নিজের আশ্বাসে নিজেই পরিপূর্ণ''
একদিন এ সফলতার বিশ্বাসী কোলাহল।।-
#অন্য প্রেম
নামে কি বা আসে যায়
চলে মনের লুকোচুরি খেলা
সন্ধ্যার আলোআঁধারিতে অনুভূতিরা জায়গা পাক
তাই নামটা না হয় অজানাই থাক।
বৃষ্টির দিনে ল্যাম্পোস্টের আলোয় সেজে ওঠা মোড়
মনে কি পড়ে সেই সন্ধ্যার ব্যালকনি তে চিন্তামগ্ন তুমি ?
মিটারে তখনও আমার প্রায় তিন ডিগ্রি জ্বর
দূরে থেকেও ছুঁয়েছিলে আমায়,থামিয়েছিলে কাঁপুনি।
সেই স্মৃতিরা এখন শুধুই ধোঁয়ায় মেশে
তপ্ত কপাল পায় না সেই ছোঁয়া আর,
যদিও তোমার গল্পের নায়িকা বদলে গেলো শেষে
তোমার অন্যপ্রেম নাহয় পূর্ণ হোক এবার।।
-sonia
-