মরিয়াম (শুক পাখি🐦)   (গোধূলি(মরি 🥭))
421 Followers · 226 Following

read more
Joined 7 January 2021


read more
Joined 7 January 2021

রোদ্দুর, আমার ঘুম ভাঙা আনমনে
গল্প লেখে পাতায় পাতায় অঝোর নয়নে,

যদ্দুর, যাবি চল নিয়ে এলোমেলো ভাবনাতে
একটি দুটি চারটি করে কাব্যি খসাতে...!

-



একের হাসি নাকি দুইয়ের বেশি
আপন নাকি গোপন
জীবনের মোড়ে মোড়ে হালকা টার্ন
এভাবেই দিন যাপন |

যার হয় সেই বোঝে, বাকিরা সব ভাবে নাচন |

-



সেদিন পথ ভুলে
আলগোছে চোখ মেলে;
ভবিতব্য মেনে ভবিষ্যত বেছে
আজ স্বমহিমায় আছি বেঁচে |

হাত বাড়িয়ে কাছে টানলেই
গভীরে যাওয়া যায়নি,
শুধু জানি মনের মাপ অধরাই
কেউ ভালবাসেনি!

-



খবর দিলাম হিমেল হাওয়ায়
উড়ছে বাতাস উড়ছে মন,
অভিসারে অবশ-
চোখে চোখ মিলাবে সন্ধিক্ষণ |

-



ডিসেম্বরের শীত আর মনকেমনের গীত
যখন ডাকে চুপচাপ,
আনচান ক্ষিদে তখন পায়ে পড়ে কেঁদে
ভালবাসার মরশুম নিষ্পাপ |

আনমনা কথার ডাক আর লটারির লাক
যখন সেধে আসে,
আশা আকাঙ্খা তখন ঝেড়ে ফেলে শঙ্কা
হৃদয়ে নীড় ভাসে |

ডিসেম্বর, তুমি আবার এস প্রতিবার |

-



কান্না
কখনো মিশে যায়
দুটি হৃদয়
অশ্লেষে ভেসে যায়
প্রাণ পায়
জ্বলে ওঠে বাঁচার আকাঙ্খা |

হাসি
কখনো যন্ত্রণার প্রকাশ
জান্তব অবশ
পিঠ চাপড়ে সাবাশ
মর্মর পরিহাস
সুখের মাঝেও দুঃখের সংঘা.....ত!

-



নারী, where is your বাড়ি!?
প্রথমে বাপের বাড়ি তারপরে শ্বশুরবাড়ি,
কখনো স্বামীর বাড়ি তারপরে ছেলের বাড়ি!
নারী, where is your বাড়ি!?

জানেনা আজও তারা সে খবর,
Maybe their house is কবর!

-



দহন


সুতীব্র স্ফুলিঙ্গ
রন্ধ্রে রন্ধ্রে পড়ছে ছড়িয়ে,
কেউ হামাগুড়ি দেয় কেউ হাসে
তবু চোখ ভরে অশ্রুবিন্দুতে,

অজানার হাতছানি
তামাশার রং লাগে চরাচরে,
বাঁকা চোখে তীক্ষ্ণ চাহনি ভেদ করে
আমায় বলে, ভয় পাও হারানোর?


দাঁতে দাঁত চেপে বলি - আমি যে পাইনি কখনো তাকে |

-



ভাসব সেথা উপায় কোথা মরি তাই সুখে...

-



ব্যথার রাজ্যে নৈরাশ্যের গ্রাস
তপ্ত আগুন লেখে হার্টবীট,
অচল পাহাড় চুপিচুপি দেয় টান
মাথায় ভোঁ ভোঁ করে রিরংসার কীট |

অন্ধকার! নাকি আলো?

সে যেন পাশে বসে হাত বোলায়
ফিসফিস করে কিছু বলে,
মায়া বাড়ায় জাপটে ধরে
তারপর দিগন্তে অস্ত যায় কিছুই না বলে |

হঠাৎ..!

-


Fetching মরিয়াম (শুক পাখি🐦) Quotes