তোমায় দেওয়া কথাগুলো রয়ে গেছে – তুমি বাদে।
তোমার দামি বিরিয়ানির গন্ধ ঢাকা পড়ে গিয়েছে,
আমার ঘরের অবেলার ঠান্ডা ভাতে।
ইনবক্সে তোমার মেসেজ গুলো
এখনও আমার সাথে রোজ কথা বলে;
গ্যালারির ছবিগুলো আজও
পুরোনো দিনগুলো ঠিক জাগিয়ে তোলে।
সম্পর্ক আছে, কিন্তু তাতে তুমি নেই, আমি নেই,
মানসিক শান্তি নেই, স্বাধীনতায় মুক্তি নেই,
হেরে যাওয়ার যুক্তি নেই, ছেড়ে যাবার শক্তি নেই,
জীবন আছে, মৃত্যু নেই –
বেঁচে থাকার কোনো যুক্তি নেই।
ভালো না বাসার কোনো কারণ নেই,
হাত ধরায় কোনো বারন নেই,
কোনো শাসন নেই, কাছে আসার লক্ষ্য নেই,
নতুন খোঁজার কোনো ইচ্ছে নেই,
কথা আছে জমে অনেক,
কিন্তু তারা ভালোবাসার পক্ষে নেই!
আছে সেই চোখ, সেই মুখ, আর শব্দ
যেখানে কোনোভাবে জড়িয়ে আমি আর তুমি নেই।-
হিন্দিতে ঋত্বিক, যা ডান্স ভিত্তিক।
চঞ্চলতা যখন মনের সীমান... read more
Jab hum chhote the,
tab hum sahi ko kabhi galat
nazar se nahi dekha karte the.
Lekin ab, jab bade ho gaye hain,
ab hum lagbhag sabko galat
nazar se hi dekhte hain.
Toh kya jab hum chhote the -
tab hamare soch badi thi?
Ya, ab soch chhoti ho gayi hai...?-
শীতের রাতে শরীরের গরমের অনুভূতি,
আলতো ছোঁয়া জানায় আমায়, পাশে তার উপস্থিতি।
উষ্ণ নিশ্বাসের সাথে ভেসে আসে তার স্বর,
আর সাথে প্রেমের লাজুক হাসি;
কিছু বলার আগেই ঠোঁট দুটোকে ঝাপটে ধরে তার ঠোঁট দুটি,
তখনই ঘুচে যায় অভিমান, ঘটে দূরত্বের নিষ্পত্তি;
শীত যেন জানান দেয়, সর্বদা একে অপরকে কাছে রাখার,
আর কখনো না ছেড়ে যাওয়া উষ্ণ প্রতিশ্রুতি।-
বন্ধুদের ভিড়ের মাঝেও নিজের শূন্যতা,
বন্ধুরা আপন করে নি ! নাকি এটা আমার ভিন্নতা.!
এই প্রশ্নের উত্তর এখনো পাইনি খুঁজে।
তবে, এই দিনে এমন একজন কে খুঁজে পেয়েছিলাম;
যে নিজের ইচ্ছায় আমার জীবনে এসেছে,
আর থেকে গেছে শুধুই আমার হয়ে।
যে আমার খারাপ সময়ে থাকে পাশে,
ভালো তেও সে আমার মনের মত সাঁজে,
ভলোবাসা টা শব্দ শুনলে, আসলে -
সবার প্রথমে তার নাম মনে ধ্বনির মতো বাঁজে।
হ্যাঁ মাঝে মাঝে যদিও তাকে অভিযোগের চাদরে জড়িয়ে ফেলি,
ফের কিছুক্ষণ পরে আবার তাকেই, নিজের কোলে তুলে জড়িয়ে ধরি,
তার বুকে মাথা রেখে সব অভিমান জিরিয়ে ফেলি,
এভাবেই যেন তার সাথে,
জীবনের শেষ অধ্যায় টা দুজনে মিলে লিখে ফেলি..।
💚🖤 Happy Anniversary My Love 🖤💚-
Door Hokar Bhi,Tum Mera Nazron Mai Chhayi ho..
Mujhe Payar ka Matlab Ke Sath Sath,
Dubara Jeene ki Tarika Samjhaye ho..
Hajaro Phool Mai Gulab Jaise Tum,
Or Hajaro Ladkiyon Mai Ek Serf Tum,
Meri Zindagi Mai 'Rose Day' Leke Ayi ho..-
Raato mai Baatein Ab, Roshni Se Karne Laga Hun..
Subah Hone Se Pahle Hi Aab, Roz Sone Laga Hun...
Shor ke badle, Aab khamoshiyan ki Apna Liya.,
Zinda Hokar Bhi Mai, Har Roz Marne Laga Hoon..-
শীতের রাতে শরীরের গরমের অনুভূতি,
আলতো ছোঁয়া জানায় আমায়, পাশে তার উপস্থিতি।
উষ্ণ নিশ্বাসের সাথে ভেসে আসে তার স্বর,
আর সাথে প্রেমের লাজুক হাসি;
কিছু বলার আগেই ঠোঁট দুটোকে ঝাপটে ধরে তার ঠোঁট দুটি,
তখনই ঘুচে যায় অভিমান, ঘটে দূরত্বের নিষ্পত্তি;
শীত যেন জানান দেয়, সর্বদা একে অপরকে কাছে রাখার,
আর কখনো না ছেড়ে যাওয়া উষ্ণ প্রতিশ্রুতি।-
কিছু সৌন্দর্য্য কেবল অন্ধকারেই পায় প্রকাশ,
ওপরে তারার রাজ্যে আলোর উৎস, চাঁদের আকাশ;
নিচেও, অস্তিত্বের জানান দেয় জোনাকী দলের
লুকোচুরি আর তাদের উল্লাস।
তবে, আজ প্রজাপতি দলও ধার করে আলো;
করে চলছে, অনবরত এক শান্তির তল্লাশ।-
ফোনের যে কোনো নোটিফিকেশন এর সাথে,
এখনো ভেসে আসে তোমার ফিরে আসার সুর;
কিন্তু আমি জানি,তুমি আর ফিরে আসবে না।
খুব ভালোবাসো আমায়, তবুও আর ভালোবাসবেনা।-
কমে যাওয়া পরস্পরের প্রতি নেশা,
তার থেকে অতিরিক্ত গুরুত্ব পাওয়ার আশা।
প্রতিনিয়ত সামান্য কিছুতেই গর্জে ওঠা, সম্পর্ক শেষের কথা;
ভালো না থেকেও চলতে থাকে, ভালোবেসে যাওয়ার মিথ্যে কথা।
তবে এইবার, শেষ হলো সম্পর্ক আর একসাথে বুড়ো হবার আশা;
কখনো কখনো আলাদা হওয়াটা খুব দরকার,
ভালো থাকুক ভালোবাসা।-