মেহুল শুনি   (©মেহুল শুনি🌱🖋)
588 Followers · 27 Following

read more
Joined 6 May 2019


read more
Joined 6 May 2019

প্রণাম তোমায়
আগমনে আজ শুভেচ্ছা জানাই।
দূর হোক সব বিঘ্নের কারণ,
আনন্দে হোক উৎসবের আয়োজন।
হাসিমুখে হোক পুজো তোমার,
কল্যাণ হোক জগতে সবার।
বছর বছর এসো ঘরে,
বিপদ দূর হোক তোমার ভয়ে।।
রক্ষা পাক শিশু ও নারী,
অন্যায় অত্যাচারের বিরুদ্ধে শাস্তি হোক জারি।
তুমি থাকলে সাথে
বিপদ যাক ছেড়ে সারি সারি।
নির্বিঘ্নে আনন্দময় জীবন ভরপুর হোক বাড়ি বাড়ি।।

-



सच्चाई को पाने की कोशिश ना किया करो,
जुठ की जमीन पर दफनाया जायोगे।

-



কেন প্রশ্ন ওঠে অস্তিত্বের বারবার,
প্রমাণে নিঁখুত হওয়ার দুস্কর প্রয়াস কার!
অংশ হিসেবে পরিচিত দেহ যার
মুছে দিলে শব্দ তাই ওঠে শুধু কবিতার হাহাকার।।

-



অনুগল্পে শব্দের অভাব,
অর্থ তবুও বোঝা যায়।
অন্ত্যমিলে কবিতা
তাই অবুঝ হয়
অর্থেরই দুর্বোধ্যতায়।

-



করেছে আপন
কবিতার বই।
প্রকাশ হোক সশব্দে
আবেগেরই খই।

-



প্রতিচ্ছবি জুড়ে এ কার রূপ,
এ আমি না কি আর কোনো প্রতিরূপ।
খোলা চিঠির মতো মুক্ত বাতাস
রেখে যাওয়া ঘরে আজ লুকোনো আশ্বাস।
যেন আসলেই খুব চেনা কেউ
ফেলে আসা সময়ে অচেনা ঢেউ।।

-



"In the mirror's gaze, a poem unfolds,
A story of self, with emotions untold.
Blurry eyes, with tears unshed,
Reflecting sorrows, and doubts unsaid.

The poem whispers truths, yet to be heard,
Of a soul searching, for a gentle word.
The artist's brush, a cry to be seen,
A longing for validation, a heart's deep scream.

But the silence echoes, a hollow sound,
As people pass by, without a word profound.
The question lingers, a haunting refrain,
"Am I enough?" A plea, in vain.

Yet, in the mirror's depths, a glimmer shines,
A resilience, that weaves and entwines.
The poem within, a testament to the soul,
A declaration of worth,
beyond external control. "

-



অনুভবী হিয়ার সুরে গাঁথি কত গানের বিনুনি,
একা বসে অবসরে গোপনে কত কবিতা শুনি।।
আঁকিবুঁকি কাটি ঘরের কোণে ভয়ে ভয়ে তাই দিন গুণি,
নিষেধাজ্ঞা হলো কি জারি গোঁড়া যে করছে ভন্ডামি।

-



কার খবরে জানা গেল
চিঠির উত্তর আসেনি।
কে বলল অভিমানে সে
আজও তাকে ভালোবাসেনি।।

-



আনুক আলো, আনুক নতুন ভোরের শিশির।
গল্পে আড্ডায় মাতোয়ারা হয়ে পড়ুক বৃষ্টি ঝিরঝির।শরৎ এর আকাশ জুড়ে মেঘের খেলায় কত ভিড়,
হেমন্তের রোদ্দুর জুড়ে আদুরে আবদারে কাটুক নির্ভেজাল দুপুর।
শীতের নরম আলোয় তবে দূর্বাঘাসের কিচিরমিচির,
বসন্তের বাতাসে ভেসে ওঠে প্রেমের সুর।।

-


Fetching মেহুল শুনি Quotes