মেহুল শুনি   (©মেহুল শুনি🌱🖋)
584 Followers · 27 Following

read more
Joined 6 May 2019


read more
Joined 6 May 2019

আনুক আলো, আনুক নতুন ভোরের শিশির।
গল্পে আড্ডায় মাতোয়ারা হয়ে পড়ুক বৃষ্টি ঝিরঝির।শরৎ এর আকাশ জুড়ে মেঘের খেলায় কত ভিড়,
হেমন্তের রোদ্দুর জুড়ে আদুরে আবদারে কাটুক নির্ভেজাল দুপুর।
শীতের নরম আলোয় তবে দূর্বাঘাসের কিচিরমিচির,
বসন্তের বাতাসে ভেসে ওঠে প্রেমের সুর।।

-



চৈত্রের শেষে গ্রীষ্ম এসে নতুন বছরের বার্তা জানায়,
পুরোনো বছর স্মৃতিভারে অ্যালবামেতেই ঠাঁই পায়।।

-



কত শুন্যতা ভরা মৌসুমে আমি ভুলে ভরা কবিতা লিখেছি,
অথচ অভিযোগে অনুযোগে বৃথাই আমি শব্দ ঘেঁটে মরেছি।
জমানো অভিমান জুড়ে আমি শুধু উত্তর খুঁজেছি,
গোপনে বাহুডোরে আমি শুধুই তাকেই বরাবরই চেয়ে এসেছি।।

-



কত আলাপে জুড়ে রয়েছে সুর,
এ যেন সুখ নয় নির্ভেজাল এক অলস দুপুর।
রেখেছি যেমন যত্ন করে পুরোনো সেই আদুরে দুপুর,
ভাঙা অংশ জুড়ে লাগিয়েছি ফুল নাকি সোনারই নুপূর।।

-



মসিমাখা সন্ধ্যে জুড়ে বিষাদময় শঙ্খের সুর,
রেখে যাওয়া বিকেল জুড়ে ফেলে আসা আদুরে দুপুর।
রিনিঝিনি বাজে তাই সোনার নুপূর,
শুনে করে বুক দুরদুর।

-


30 DEC 2024 AT 6:59

শিশিরেভেজা ঘাসে সরষে ফুল বলে ওঠে শীত এসেছে মাঠে,
ধোঁয়া ওঠা চায়ের কাপে গল্প করি চলো নদীর ঘাটে।।

-


22 DEC 2024 AT 7:11

हम रो नही सके कि कोई हमें झूठी दिलासा दे जाएं
मुस्कुरा दिये दर्द में जैसे खुद पर कोई एहसान कर गये।

-


9 DEC 2024 AT 2:33

অসম্পূর্ণ চিঠি জুড়ে কত শব্দের প্রলাপ,
এ কি শুধুই দূরত্বের আক্ষেপ না কি করুণ নিদারুণ বিলাপ।।

-


6 DEC 2024 AT 21:04

ফূলেরা কবিতা লেখে কুয়াশামাখা ভোরে,
গোধূলি বিদায় জানায় বিষাদমাখা সুরে।।

-


28 NOV 2024 AT 11:06

শিউলি মাখা ভোরেও শিশির ভেজা ঘাসে,
অনুচ্ছেদে কবিতা যত ভাসে অনভ্যাসে।
রেখে যাওয়া অলস ঘুমের আশে
উঠলো সে আজ সরিয়ে শেষ রাতের কাছে।
অগুনতি তারাগুলো আজ তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে,
পাখিদের ডাকে তাই ফুলেরা আনন্দে নাচে।।

-


Fetching মেহুল শুনি Quotes