Indya Unrevealed   (অরণী)
41 Followers · 6 Following

read more
Joined 22 July 2017


read more
Joined 22 July 2017
1 MAR 2023 AT 22:42

"রাতের নিঃশ্চুপতায় যখন তোমার পৃথিবী
ঘুমিয়ে পড়ে।
একাকীত্ব, মনখারাপেরা আমার পৃথিবীতে
পায়চারি শুরু করে।।"

অরণী

-


1 MAR 2023 AT 22:28

"স্বেচ্ছায় যে ছেড়ে যায় সে আর আসেনা,
এই সহজ সত্যিটা মন বোঝেও বুঝে না..."

অরণী

-


8 NOV 2022 AT 19:18

#চুপকথা

"নাহ কারো প্রতি কোনও অভিযোগই নেই!
আমি মেনে নিয়েছি সূচনা থেকে উপসংহারে,
আমার চুপকথায় আমিই খারাপ...!"

-


15 FEB 2022 AT 21:31

"আজও তোর কিছু বানানো নাম ধরে,
আনমনে ডেকে ফেলি তোকে!
বিরহে অন্য কারও গন্ধ পাই না রে।
পলকে হারাই যারে, ছুঁয়েছি মন থেকে যারে
খুব জানতে ইচ্ছে করে!
তুমি কি বেসেছো ভালো তারে?"

অরণী— % &

-


29 JAN 2022 AT 19:27

"হৃদয়ে ঠাঁই দিয়েছিলেম যাঁকে,
বারংবার বিশ্বাসঘাতকতায়,
খুব অচেনা লাগে তাঁকে!"

অরণী— % &

-


28 JAN 2022 AT 16:08

"যে শহরে তুমি নিত্যনতুন প্রেমে হারাও!
সেই শহরের প্রতিটি দেওয়ালে লেখা থাকুক,
হৃদয়ভাঙার কাব্য.....💔💔"

অরণী— % &

-


6 JAN 2022 AT 19:50

"বিকি-কিনির এই শহরে কে কবে রেখেছে মনের খোঁজ?
মনখারাপের দাবানলে অহনির্শি পুড়ে যায় কত স্বপ্ন রোজ।।"

অরণী

-


3 JAN 2022 AT 12:01

ॐ सर्वे भवन्तु सुखिनः,
सर्वे संतु निरामया,
सर्वे भद्राणि पश्यन्तु,
मा कश्चित् दुःख भाग्भवेत्।
ॐ शान्तिः शान्तिः शान्तिः।

-


30 DEC 2021 AT 15:17

"একটা কুড়িয়ে পাওয়া বৃষ্টিস্নাত দুপুর,
স্বপ্নচারিণীর চকিত হাসি, রিনিঝিনি শব্দতোলা নুপুর।
গা পুড়ছে উষ্ণ স্রোতে, ঘোর লাগে অগোচরে।
মনকেমনের অচিনপুরে গভীর নিম্মচাপ।
মন চাইছে যাই তোমার কাছে,
পুড়ছে হৃদয় সহসা আঁচে।
খুঁজছে একটুখানি উত্তাপ!'

অরণী

-


23 NOV 2021 AT 19:08

"যারে বাঁধতে পারিনি প্রেমডোরে,
কিংবা হাজারো যন্ত্রনা, ত্যাগের বিনিময়ে!
সহসা সেই দেখি স্বচ্ছন্দে বিকিয়ে গেছে,
ভুলেছে অতীত নিখুঁত অভিনয়ে!'

অরণী

-


Fetching Indya Unrevealed Quotes