Samrat Dasgupta   (SaM)
239 Followers · 85 Following

ছিলেম তোমার, তোমারই আমি,
তুমি'টাই যে বড্ড দামি।
❤️❤️❤️
Joined 7 February 2020


ছিলেম তোমার, তোমারই আমি,
তুমি'টাই যে বড্ড দামি।
❤️❤️❤️
Joined 7 February 2020
26 MAY AT 20:32

কাব্যাকাশে প্রেমের কোলাহল।
না জানি আজ কোন সে তুলির টানে,
আত্মহারা গোলাপ মেঘের দল!

-


22 MAY AT 0:47

ভেসেছে চরাচর টাপুরটুপুর স্তব্ধতায়!
বড্ড ফ্যাকাশে নিওনবাতির হাসি।
আঘাত হেনেছে স্যাঁতস্যাঁতে রূপকথা,
রাতের ওজন বাড়ছে পাশাপাশি।

-


18 MAR AT 22:28

শব্দমালায় সুসজ্জিত,
অপরূপ এ কাহন।
ছন্দে তোমার গোলাপের ঘ্রাণ,
হৃদয় উচাটন।
কি লিখি তোমায়,
বর্ণ হারাই,
ঝাপসা নয়ন কোণ!
আমার আমি'রে,
হাতড়ে বেড়াই,
তোমাতে সারাটিক্ষণ।

-


14 FEB AT 15:29

জীবন যখন তাসের ঘর,
লাল পান, কালো ইস্কাবন!
জুড়ছে যত, ভাঙছে তত,
কালচে মেঘ, মনকেমন।
আনলে বয়ে কোন সে আলো,
দুকূল জুড়ে সুখশ্রাবণ।
ছোট্ট নীড়ে তোমাতে আমাতে,
ভালোবাসা যাপন।

শুধু তোমারই জন্য....

-


16 JAN AT 16:47

বিদায় তবে...
জানি কোথায় কিংবা কবে,
কখনো যদি স্তব্ধতা ভিড় করে,
তোমার জন্য আমার কাব্য রবে।
ছুঁয়ে দেখো তারে...
বিদায় প্রিয় তবে...

-


11 JAN AT 18:27

অনেক দিনের পর...
দিশেহারা, ছন্নছাড়া,
অবহেলিত শব্দরাশি প্রাণ পায়,
ভুলে যাওয়া কবিতার পাতায়।
জীবন যুদ্ধে ক্রমাগত পরাজয়ের পর,
কুয়াশাচ্ছন্ন দুচোখ খোঁজে,
শীত, সকাল এবং তুমি...

-


16 OCT 2024 AT 8:31

চুপিসারে এক চিলতে রোদ্দুর,
বুনবে প্রেমের প্রহর।
তোমার নয়ন নীলে রইবে বাধা,
আমার সকল ভোর।

-


10 OCT 2024 AT 17:40

ভিতরে তখন,
নিঠুর দহন,
ছারখার সারাবেলা।
তুমি এলে তাই,
খুশি খুশি মন,
শ্রাবণ মেঘের মেলা।

-


15 MAY 2024 AT 0:01

Love is Magic for sure...
And magic is an Illusion...

-


13 MAY 2024 AT 23:33

বেশ তো...
তবে হারাই চল,
জোনাক পাখায় মন সুদূর...
সাক্ষী থাকুক আদিম দ্রুম,
সাতরঙা ওই অচিনপুর।
বইবে যেথা ইচ্ছেনদী,
হাত বাড়ালেই চাঁদের হাট।
চুপটি করে মেঘ চাদরে,
মোদের সাথে জাগবে রাত।
বেশ তো,
তবে হারাই চল...

-


Fetching Samrat Dasgupta Quotes