সাদামাটা আমি !
তোমাদের এই বহুরূপীর সমাজে বড্ড বেমানান ।
ভেবেছি বহুবার ,
সাদা কালো খোলস ছেড়ে,
বেরিয়ে পড়ি তাজ্জব রূপে ;
অবাক করা নাট্যমঞ্চের বুকে-
নূতন কোন চরিত্র নিয়ে !
কিন্তু সেদিন...........
কী আর হবে ?
হয়তো তোমারা অবাক হবে ,
আর ভাববে !
সাদা পর্দায় এত রং এল কীভাবে ?-
অবহেলিত আমি বছর জুড়ে !!
আজ মিলেছে সহানুভূতি-
তাও তো আবার মুঠোফোনে !!
সুন্দর সুন্দর লেখা, উক্তি,
নিছকই শুধু পাতা ভর্তি-
জ্ঞান বুদ্ধি চেতনা;
বিলাসিতার কাছে আর জেতে না-
সব হারিয়েছ অনায়াসে,
মিলবে না আর খুব সহজে ।।-
ঝাপসা কিছু আবেগের আগে ।
ক্ষণিকে পরে আবার তারা,
ভেসে যাবে সব স্রোতের টানে ।
উপস্থিতির চীরশূন্যতা নিয়ে !!!
-
দেখেছ কী ?
নদী পাড়ে শবের সারি !
শুনেছ কী ?
মানুষ মরছে বাড়ি বাড়ি !
হ্যাঁ হ্যাঁ এটাই সত্যি !!
প্রকৃতির এরূপ প্রত্যাহারে-
আজ সবাই বন্ধ দ্বারে,
খুঁজছি উপায় বাঁচার তরে-
সৃষ্টির এরূপ ধ্বংস পরে ।।-
আজি এই বসন্তে ;
তোমার মনের গহিন ব্যাথা ,
আমার প্রাণে আঁচড় কাটে ।।
এ বেরঙিন ব্যাথা যেন বারেবারে আসে ফিরে ,
কেবল ক্ষণিকের প্রত্যুত্তর ।।-
রঙিন প্রচ্ছদের সাজানো ছবি গুলো কেমন যেন-
বেরঙিন হয়ে যাচ্ছে !!
এলোমেলো কিছু নামহীন কারণে ।।-
বৃষ্টিমুখর ভোররাতে ঝাপসা আলোয় চশমার কাঁচে, ভাসতে থাকে তীক্ষ্ণ আলোর প্রতিফলন ।।
পুরনো কাঁচে জমতে থাকে-
স্বপ্নভঙ্গের বিস্ফলন ।।-
রাস্তা পারে পাথরকুচি ,
রেখেছে মনে কত স্মৃতি ।
স্বপ্নভরা শৈশব আর বাস্তব ঘেরা যৌবনের-
অবসান হয়েছিল রাস্তার ঐ অন্ধকার কোণে ;
সেদিন অবাক হয়ে দেখেছিল ,
বর্তমান সময়ের পরিণতি ।
আর আজও যাচ্ছে ভেসে সেই নিশ্চুপ পরিস্থিতি !!-
হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি-
অনেকটাই দুরে ;
নিশ্চিন্ত তুমি নিশ্চিন্ত আমি কোন কথা -
না বলার ছলে ।
এই বেশ ভালো;
দেখা হবে আবার কোন "শান্ত বিকেলে" ..... ।।-
জীবনের এই ব্রহ্মাণ্ডে-
কেউ কেউ শুধু অন্য তে মিশে,
অন্যকে উন্নত করে ।
নিজেকে নিঃশেষিত করার লোভে !!-