রাস্তা যখন বহুদূর
গাড়ি যখন শূণ্য
হাঁটা দিলাম সুমধুর
শরীরের জন্য-
অধমে, করুনাময় বিমুখ হয়ো না,
অন্তর হতে আর অন্তরে থেকো না।
আমি অতি নিরুপায়,
কি আর বলি তোমায়,
জ্ঞান সমুদয়।
কার কাছে বল জানাই মনের বেদনা,
অধমে করুনাময় বিমুখ হয়ো না।
আমি যে দাসানুদাস,
করো করুনা প্রকাশ,
ওহে সপ্রকাশ,
শ্রীচরণে স্থান দানে, দূরে রেখো না,
অধমে করুনাময় বিমুখ হয়ো না।-
মনভাঙা প্রেমিকার ডাক শুনি কিভাবে?
আমি যে এক সর্বহারা প্রেমিক।
হয়তো তোমার গল্প নিস্তব্ধ হয়ে কাঁদে
আমার গল্প তো বোবা হয়ে থাকে,
কারণ তুমি শব্দ শোনাতে পারো-
আমরা তো নিরুপায় বড়।-
না বলা কথা গুলো চোখের কোণে ,
তা প্রকাশ কি আর পায়?
ভালোবাসা আছে তবু,
দুজনেই নিরুপায়।-
চোরাবালিতে একটু একটু করে যেভাবে ঢুকছি,
চেষ্টা থাকলেও নিরুপায় ওগো ,এটাও তো আমি বুজছি।-
এটা সত্য তুমি অসহায়.....
বেঁচে থাকতে হবে
এইভাবেই নেই যে কোনো উপায়,
-
প্রমাণ ছিলো আমার হাতে ,
বাঁচার মতো অজুহাতে ;
শাপের শিকল তবুও আটকে যায় ।
মিথ্যে বলছে জীবন পাখি ,
ভাইরাসে ঠিক আটকে রাখি ,
খোলস খুলেই স্বর্গ দেখতে পায় ।
এ কি অর্থহীনের রাজ্য ,
যেন সবকিছুই শুধু বাহ্য ,
তবুও মিলতে হয় , মিলতে হয়
মিলতে হয় সবসময় -
কান্নাহীন চলছে দিন
যদিও দেখছি অসহায় ।
কারণ হাত ধরে বন্ধুরা
আজ যে ধর্ম নিরুপায় ।
মড়কে মুড়ে এইভাবে
দেখছি জীবন কেনা দায় ।
তবুও হাত ধরে আজ বন্ধুরা ,
কারণ ধর্ম নিরুপায় ।-
অনুভূতি রা গুমরে মরে রোজ...,
বোঝার তো নেই কারো দায়...,
বেয়াড়া মন শোনেনা বারণ..,
'ভালবাসে' তবু... হয়ে নিরুপায়।-
হাজার হাজার বছর ধরে,
খুঁজছি আমি শুধুই তারে,
রাত বেড়ে যায় লাইট নেভে,
ঘুম আসে না আর কোন ভাবেই,
দিন গুজরান বাকির খাতায়,
সময় এখন খুব কাতরায়,
অতীত শুধু শুধু হাতরায়,
বেচে আছি, খুব নিরুপায়।
-