Debasree Chaudhuri   (ভোরের শিউলি 🌼🌼🌼🌼🌼)
71 Followers · 2 Following

পড়তে পড়তে লিখতে শিখেছি,
লিখতে লিখতে পড়তে,
অজানার মাঝে জানা লুকানো,
জানার শেষ হয়নি এখনো ।
Joined 11 April 2019


পড়তে পড়তে লিখতে শিখেছি,
লিখতে লিখতে পড়তে,
অজানার মাঝে জানা লুকানো,
জানার শেষ হয়নি এখনো ।
Joined 11 April 2019
9 JUL AT 22:46

ঢেউ ওঠে যখন মন নদীতে...,
আবেগে ভেসে যায় যুক্তি-তর্ক,
কঠিন সময়ের বাস্তবতায় ভাঙে....
"ভালবাসা" নামক অবাঞ্ছিত সম্পর্ক।

-


7 JUL AT 23:18

সময় বয়ে চলে জীর্ণতার দেওয়াল বেয়ে,
সময় জন্ম দেয় ফাটলের মাঝে চিরসবুজ নতুন প্রাণ,
মরচে ধরা লোহারশিকের জানালার ঘেরাটোপ কি পারে?
আটকাতে বৈপ্লবিক পুনরুত্থানের নব জাগরণ।

-


5 JUL AT 23:09

A lonely visitor playing piano,
Under the scattered stars night..,
He plays some mystic music,
And the moon smiles a little bright.


-


4 JUL AT 23:27

।। সময় ।।
সময় যখন পরীক্ষা নেয় ....
টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে ,
ধৈর্য্য ও সহ্যের কঠোর অনুশীলন..,
সঠিক পথকে দেয় দেখিয়ে।

সময় মানুষকে ভাঙে প্রতিনিয়ত...,
আবার সময়ই দেয় মানুষ কে গড়ে,
সময়ই মানুষ কে চিনতে শেখায়...,
মুখ ও মুখোশের মধ্যে পার্থক্য করে।

-


29 JUN AT 23:06

নৈঃশব্দ্যের মাঝে খুঁজে নেয় নিজের প্রাণস্পন্দন ....
সে শহর এককীত্বের আত্মসম্মান নিয়ে বাঁচতে জানে,
নিষ্প্রয়োজন সেখানে আক্ষরিক কোলাহলমুখর জনজীবন।

-


21 JUN AT 23:07

পর্দার আড়ালের আবছা ছায়াপটে....
ক্ষীণ আলোর মৃদু ঝলকানিতে,
যে অদৃশ্য মুখোবয়বের ছায়াটি দেখেছিলাম...
তা আজও মুছে যায় নি.. রয়ে গেছে স্মৃতিতে ।

বাক্যহারা হয়ে নিথর দাঁড়িয়ে একপাশে....,
একবার দেখতে চেয়েছিলাম অদেখা সেই মুখখানি ,
পর্দার আড়ালে থাকা সে এক মায়াবীর মত....
আজও স্বপ্নের মাঝে এসে ডাকে যায় দিয়ে অমোঘ হাতছানি।

-


20 JUN AT 22:52

তোমার অস্তিত্ব অন্তর্নিহিত আমার প্রতিদিনের স্বভাবে,
অভাববোধ বোঝায় সময় তোমার অনুপস্থিতির প্রভাবে ,
শব্দের লেখনীতে যায় না বোঝানো সকল অব্যক্ত অনুভূতি ,
নির্বাক দৃষ্টির অমোঘ অপেক্ষায় খুঁজে পাবে তোমারই উপস্থিতি।

-


18 JUN AT 23:10

নামিয়েছে অকাল বর্ষণ অবিরত,
খামখেয়ালি প্রকৃতির প্রতিশোধ যেন..
মনে করায় 'আমি সদা জাগ্রত'।

-


18 JUN AT 23:00

নৈঃশব্দ্যের অন্ধকার চিড়ে,
ভেসে আসে অলীক ক্ষীণ স্বর,
বয়ে চলা সময়ের স্রোতের ভেলায়,
অগণিত মৃত্যুর মিছিলে স্তব্ধ শহর।

-


11 JUN AT 23:28

যতই গড়ো না তুমি স্বপ্নের রাজমহল ...,
তবু.. শুধু একবার খালি পায়ে হেঁটো... ঐ খোলা রাজপথে...,
দেখবে..... কত রাতজাগা কান্নারা দিচ্ছে.. টহল।

-


Fetching Debasree Chaudhuri Quotes