তোমার বসতি অচেনা সাগর পারে,
আমি ভ্রাম্যমান এক পরিযায়ী পাখি,
তোমার অট্টালিকা এক সুদৃশ্য ইমারত,
জীবনের নিশ্চয়তা খোঁজে আমার দুই আঁখি ।
তোমার শহর... অপার গতিময়,
কোলাহলমুখর... তার পরিবেশ ,
আমার অস্থায়ী বাসা তারই এককোণে,
ঋতু শেষে ফিরে যাব... 'নিজের দেশ'।
-
লিখতে লিখতে পড়তে,
অজানার মাঝে জানা লুকানো,
জানার শেষ হয়নি এখনো ।
#EndlessPatience
It takes time....... but .....
Never failed to reach its 'goal' ,
It's your 'endless patience'... ,
that plays an important role.-
তোমায় নিয়ে কবিতা লেখা আমারই বদ অভ্যাস ,
চাইলেও দিতে পারি নি আমি ভালবাসা একরাশ,
সমুদ্রের গভীরতায় থাকে যেমন অমূল্য মুক্তামণি,
তেমনই তুমি জুড়ে বসে আছো মোর হৃদয়খানি।-
লিখে রাখা গোপন কবিতা ,
অব্যক্ত কোনো গল্প.. না বলা কিছু কথা ,
সবই থাকে... অতি যত্নে.. তারিখ অনুযায়ী ,
ছাপা হয় নি কিছুই.. তাই রয়ে গেছে 'অস্থায়ী'।
-
Nightmare
My shadows grow longer...,
But now.... time is very short,
I tried to.. grow with situations ,
But I failed to way out of sort.-
বন্ধ দ্বারের অন্তরালে নির্বাসিত কাহিনী...,
গোপনে লিখে চলে... এক অনন্ত ইতিহাস,
জীর্ণতার মায়াজালে.. খসে পড়া পলেস্তরায়,
চাপা পড়ে থাকে.... কত অজানা দীর্ঘশ্বাস।
-
ভালবাসার দিকনির্ণয় যায় না মাপা কম্পাসে,
জীবনবৃত্ত এত ঘোরালো.. অনতিক্রম্য সোজা অভ্যাসে,
হচ্ছে লেখা প্রতিক্ষণের হিসাব ...,
শেষ দেখাটা এখনও বাকি.....,
কে দিচ্ছে 'প্রকৃত শ্রম' আর কে দিচ্ছে শুধুই 'ফাঁকি'?-
বিচারের নামে চলছে প্রহসন,
অতি দীর্ঘ সময় ধরে ,
অনুভূতিহীন মানুষ সব ভুলেছে,
বিচার আসবে কেমন করে?
যারা হারালো নিজেদের সন্তান,
আজও বিচার নেই যেসব ব্যথার,
স্বার্থপরতার এ কলিযুগে এসে,
'বিচার চাই' - এ শুধু মুখের কথার ।
আরও একবার প্রকৃতির নিয়মে,
বিচার আসবে সবার অলক্ষ্যে,
বুঝবে মানুষ... বুঝবে সময় ,
বিধাতার শাস্তি হয় বিনা সাক্ষ্যে।
-
'অহংকার'.. তুমি উড়ছো ডানা মেলে,
'বাস্তবতা'.. আজও ভীষণরকম কালো,
'সাদা-কালো'র এই ঠুনকো ভেদাভেদে,
'দূরত্ব'.... রাখাটাই প্রাচীরসম ভালো।-
কোলাহলের শহর,
আজ মুঠোফোনের দৃশ্যমান চাকচিক্যে নজরবন্দি ,
ভুলেছে আড্ডা,খেলার চর্চা,খোলা মাঠের ছোটাছুটি...
ইন্টারনেটের অদৃশ্য মায়াজালে.... সকলে 'গৃহবন্দী' ।-