AMIT PAUL   (বাবাই)
102 Followers · 46 Following

read more
Joined 23 May 2019


read more
Joined 23 May 2019
2 APR AT 1:14

বিষাদের সুর বেজেছিল মনে , স্পর্শের করুন টানে
একটু ছোঁয়ায় সুখের পাহাড়, এই অবুঝ মন দুটো জানে।

-


16 OCT 2024 AT 2:54

ভাসলো ডিঙি কাশফুলেতে, এলো রে ঘরে উমা,
তবু শূন্য মায়ের কোলে, ফেরেনি তিলোত্তমা...

-


8 SEP 2024 AT 19:19

মাথায় করে রাখতো বাড়ি, চার কাঁধেতে চললো হায়
রাজনীতির এই নোংড়া খেলায়, আমার উমা বিচার চায়।
স্বপ্ন ছিল আকাশ ছোঁবে , মায়ের মুখ করবে আলো
হায়নার দল রাস্তাঘাটে, কলম ছেড়ে মশাল জ্বালো।

-


21 AUG 2024 AT 14:29

নরম চামড়ায় থাবা বসানো, কিছু শকুনের দল
বিচার চাওয়া হাতটি দেখে , ধামা চাপা দেয় নিঠুর শাসক দল।

-


3 AUG 2024 AT 0:40

Motion Snatches Emotion....

-


14 FEB 2024 AT 18:51

শাড়ির সুতোয় বসন্তের লালিত্য , সদ্য প্রেমের হাতেখড়ি আজ
হলুদ ছোঁয়ানো চিবুকের টানে, নিয়েছে কেড়ে গোধূলির সাঁঝ।

-


6 FEB 2024 AT 3:52

এ শহরে মরছে সবাই.
কেউ বদ্ধ ঘরে , কেউ গাঙের জলে।
ভীড় শুধু শ্মশানেই....

-


24 OCT 2023 AT 14:22

আমার কি আর সাধ্য আছে ! তোমায় একটু আটকে রাখার
আনন্দ আয়োজন মিথ্যে করে , সময় যে এলো তোমার যাবার
মাগো তুমি আবার এসো , এই আশাটা সুপ্ত রবে
বিদায় দিয়ে বলবো মনে , "আসছে বছর আবার হবে"।

-


21 AUG 2023 AT 2:35

হাজার দশক পরেও যদি, সামনে এসে দাঁড়াও
চাইবো শান্ত নদীর মতো, আমার বুকেই হারাও

-


10 AUG 2023 AT 3:23

অভিমানী তার নয়ন দুটি , মুক্ত ঝরায় অশ্রু কম
কাটাকুটি ওই শরীর জুড়ে, নিকষ কালো পরিশ্রম।
গন্ধ যে তার শিউলি ফুলের , বেষ্টিত আমার শরীর জুড়ে
ভুল ঠিক এর প্রাচীর ভেঙে, চলো মুহূর্ত খুঁজি অন্তঃপুরে।

-


Fetching AMIT PAUL Quotes