AMIT PAUL   (বাবাই)
103 Followers · 46 Following

read more
Joined 23 May 2019


read more
Joined 23 May 2019
14 FEB AT 18:51

শাড়ির সুতোয় বসন্তের লালিত্য , সদ্য প্রেমের হাতেখড়ি আজ
হলুদ ছোঁয়ানো চিবুকের টানে, নিয়েছে কেড়ে গোধূলির সাঁঝ।

-


6 FEB AT 3:52

এ শহরে মরছে সবাই.
কেউ বদ্ধ ঘরে , কেউ গাঙের জলে।
ভীড় শুধু শ্মশানেই....

-


24 OCT 2023 AT 14:22

আমার কি আর সাধ্য আছে ! তোমায় একটু আটকে রাখার
আনন্দ আয়োজন মিথ্যে করে , সময় যে এলো তোমার যাবার
মাগো তুমি আবার এসো , এই আশাটা সুপ্ত রবে
বিদায় দিয়ে বলবো মনে , "আসছে বছর আবার হবে"।

-


21 AUG 2023 AT 2:35

হাজার দশক পরেও যদি, সামনে এসে দাঁড়াও
চাইবো শান্ত নদীর মতো, আমার বুকেই হারাও

-


10 AUG 2023 AT 3:23

অভিমানী তার নয়ন দুটি , মুক্ত ঝরায় অশ্রু কম
কাটাকুটি ওই শরীর জুড়ে, নিকষ কালো পরিশ্রম।
গন্ধ যে তার শিউলি ফুলের , বেষ্টিত আমার শরীর জুড়ে
ভুল ঠিক এর প্রাচীর ভেঙে, চলো মুহূর্ত খুঁজি অন্তঃপুরে।

-


4 JUL 2023 AT 1:59

পথের বাঁকে হঠাৎ দেখা , ক্ষণিক আলাপ চলছে বেশ
কে বলেছে ভুলেছি সেসব, পুরনো ক্ষতর আছে রেশ।

-


18 FEB 2023 AT 1:26

তোমার ইন্দ্র নেশাতুর চোখ , নর্তকিতে মত্ত
আমার শিব শ্মশানবাসী, দিন দুখিরা ভক্ত।
অপমান ছেড়ে ছাই মাখে গায়ে , ভোলানাথ তার নাম
তার সময় চক্রে বাধা পড়েছে , রাবণ হোক বা রাম।
লোভী যখন সব দেবতা, অমৃত খাবার চলছে পালা
তখন পাগল জটাধারীটার, গলায় হায় বিষের জ্বালা।

-


15 FEB 2023 AT 0:07

কুঁচকে যাওয়া চাদর জানে , আদরের ঘাম ঝরেছে কত!
সেদিন তোমায় ছুঁয়েছিলাম , ঠিক আমার মনের মত....

-


26 JAN 2023 AT 23:39

দেখতে পেলাম নিভলো আলো ,ব্যস্ত মুখর রাতের কালো
এক জন হায় রইল জেগে , অন্যজনা ঘুমোতে গেলো।
মুখ বন্ধ চোখটি খোলা , নিয়ন আলো চোখে পড়ে
ভিজলো চিবুক নিঃশব্ধে, স্মৃতি মরে অগোচরে।

-


18 DEC 2022 AT 2:12

মনের মাঝে পাহাড় জমে, শান্ত নদীর চলছে খোঁজ
কাঠগোলাপে রক্ত ঝড়ে, ব্যাথার কাটা ফুটছে রোজ।

-


Fetching AMIT PAUL Quotes