চেনা পথ এখন ভিন্ন, সার্থপরতায় জরাজীর্ণ।
-
ভাবিনা আর তার কথা
ভুলে গেছি সব নিবিড়তা
চুপচাপ নিস্তবতা
ভাবিনা আর তার কথা
আশ্বস্ত হয়েছে মন দুঃখ চেপে রেখে
ভোলার চেষ্টা করছি ,দেখি ভোলা যায় কবে-
চড়াই উতরাই অনেক হল, এবার ঘুরে দাড়ানোর পালা।
শত্রুর চেয়ে বন্ধু ভালো, কে বলেছে শালা...!-
বৃষ্টি যদি আর না থামে আজ(১)
বাহুডোরে রাখব তোমায় সরিয়ে তোমার লাজ। (২)
খুব সাধারণ তবে বেহিসাবী প্রেমের -ই এ বাধন (৩)
গুটি গুটি পায়ে এসে ধরা দিলে তুমি অসাধারণ (৪)
মন আমার ভিজবে বলে হারিয়েছে তোর কাছে (৫)
চেনা চোখ, ঠোঁট, গাল জড়িয়েছে মায়া জালে( ৬)
এ কেন হয়, কি জানি, তা জানিনা (৭)
বৃষ্টি হলে ভিজবো ভাবি, আর কিছু বুঝিনা (৮)-
Time has changed, still breeze blows
Life is going like a river that flows
Consciousness say don't think of her
Subconscious mind only praise her
Don't know why she is exceptional?
May be she isn't complex, rather Rational.-
মরে তো মানুষ,ভালবাসা তো মরে না।তা ভালবাসার মানুষ হারিয়ে গেলে,সাদা শাড়ি কেন ?
-
হারিয়ে ফেলার অভ্যাসে ভালো থাকার অভিনয় করে অচেনা অজানা অনেক অভিনেতা।
-
হাজার হাজার বছর ধরে,
খুঁজছি আমি শুধুই তারে,
রাত বেড়ে যায় লাইট নেভে,
ঘুম আসে না আর কোন ভাবেই,
দিন গুজরান বাকির খাতায়,
সময় এখন খুব কাতরায়,
অতীত শুধু শুধু হাতরায়,
বেচে আছি, খুব নিরুপায়।
-
ভালো থাকুক সবাই, মনখারাপের এই দেশে
যত দিন বাঁচবে সবাই, ভালো থাকুক ভালোবেসে।-