QUOTES ON #নিরব

#নিরব quotes

Trending | Latest
10 OCT 2019 AT 21:23

হৃদয় পারি দেওয়া পথ জানে,
এত অপমান সহ্য হওয়ার মানে।

-


15 NOV 2022 AT 19:10

হারিয়ে গিয়ে
--------------
সেই সেই সন্ধ্যা আজও মনে পড়ে!
কোন এক নীরব বসন্ত এসেছিল দ্বারে,
চারিদিক মুখর ছিল;কিন্তু আমি ক্লান্ত,
তুমি সেজে উঠেছিলে আনন্দে-
মনের সুখে গান ধরে ছিলে বাগানে,
কত সুর,কত ভালোবাসা সব ভেসে বেড়াই
তোমার আকাশে বাতাসে।
কিন্তু আমি নিরব!
আজ যখন জেগে উঠলাম-
তুমি অচেনা এক জগৎ,
আমার ভয় করে,যদি তুমি যাও ছেড়ে,-
আমি কি করে থাকি তোমায় ভুলে।

-


10 SEP 2020 AT 14:49

তোমার ভালোবাসা প্রকাশিত হোক
আমার টা নই নিরবে থাক

-



নিঃশ্বাস খোলা প্রাণবন্ত, নিঃশ্বাস খোলামন
তোমার নিকটে অন্তর টানে,চাহিয়া সারাক্ষণ;
মুক্ত বাতাসে রঙিন আলোয়,গঙ্গার অভিরূপ
ব্যস্ত জীবনে ফিরে পেয়েছি অতীতভরা ছায়া মুখ!

-


11 MAY 2020 AT 23:58

নীলচে রাতের দেশে,
ভালোবাসার দুঃসাহসে,
নিরব কথা মুখোমুখি ,
অব্যক্ত চাহনি সুখী।

-


28 DEC 2023 AT 9:48

মানুষ সবকিছু বুইঝা যাচ্ছে ,
শুধু নিরব হওয়ার জন্য...
(অবয়ব)

-


5 AUG 2021 AT 6:50

যেই আমিটা কথায় কথায়
করতো প্রতিবাদ
সেই আমিটা একলা এখন;
ভীষণই চুপচাপ।

-


26 MAR 2021 AT 12:49

যে নিরব থাকে মানুষের মাঝে, সেই হয়ত সবচেয়ে বেশি মনের সাথে কথা বলতে পারে!
আসলে সে এটাই মনে করে যে
অন্যজন নয়, তার নিজমনই পারে সবথেকে ভাল বুঝতে আর জানতে তাকে!
তাই নিজের মনের সাথেই সময় কাটাতে সে ব্যস্ত থাকে সবার মাঝেও!

-


12 DEC 2020 AT 0:23

তারারা আজ বড্ড উজ্জ্বল
তোমার মুখে জ্যোতি ছড়ায়,
আকাশ জুড়ে শুধু নীরবতা
আর রাত্রি গুলো গল্প শোনায়।।

-


17 JUL 2019 AT 1:30

প্রেমের গভীরতা মাপি
আমার ! অঝর কান্নার নিরব প্রাতে,
নির্ঘুম রাত কতো যন্ত্রনার
তোমাকে ! বোঝাতে পারিনি সে রাতে।।

-