রাতচোখের স্বপ্নেরা
অবচেতন দিকভোলা
আজও রোজ তারাখসা দেখে
পূরণ হয়না ইচ্ছেরা...
অপেক্ষার শতাব্দী ভাসে
জন্মান্তরের ভেলায়,,
কিছু স্মৃতি আমরণ
জন্মদাগ হয়ে থেকে যায়।।
-
অনুভুতির বহিঃপ্রকাশে তৃপ্ত হয় মন , আর ল... read more
মুছে যায় গল্পেরা, বুনে রেখে স্মৃতি,,
এই শহরে অহরহ, কত প্রেমের ইতি...
-
পাহারা দেওয়া মনটা আমার বড্ড একনিষ্ঠ
তোমার ভালোবাসার প্রাবল্য খুঁজে বেড়ায়...
-
আর একরাশ বিশ্বাসে,
ভালোবাসো জাল বোনে
মায়া জড়ায় অক্টোপাসে।।
মায়ার বাঁধন বড্ড দৃঢ়
বিদ্ধ করে প্রতিনিয়ত,
যন্ত্রণা আর অশ্রু-বন্যা
ঘটে চলে কত-শত...-
- প্রিয়...
"স্বপ্ন আর গল্প মিল কোথায় জানো"?,,
- কোথায় ?!..
- মিল এটাই যে, দুটোই আমাদের সাময়িক সুখানুভূতি কিংবা আপেক্ষিক দুঃখের কারণ হতে পারে, কিন্তু এটা কখনই চিরন্তন নয়।।
- যেমন!!
- যেমন এই জীবনের কিছু ঘটনাবলী যেগুলো অনিয়ন্ত্রিত, যা কল্পনার জগতে ঘটে তা হলো স্বপ্ন, আর যা অতীতের কিছু ঘটনাবলি বা কল্পনাপ্রসূত তা হলো গল্প।।
অনেকটা দূরের ওই নিরবধি ছায়াপথের মতোই, যাদের স্পর্শ করা যায় না, কিন্তু তাদের নিয়ে কৌতুহল অগাধ, অপ্রমিত সে-জগতে নতুন সৃষ্ট তারা-রা বয়ে আনে আনন্দ-সুসময়, আর মৃতপ্রায় তারা-রা খসে পড়ে দুঃখ হয়ে, ঠিক যেমন করে ভাঙ্গা মেঘে বৃষ্টি আসে অশ্রুজলের ন্যায়, তেমনই।।
প্রকৃতির এই ভাঙ্গা-গড়া খেলা যে নিরন্তন...
অবিরত এই সৃষ্টিতে নতুনের জাগরণ আর পুরাতনের গমনের মাধ্যমেই সৃষ্টির ভারসাম্য রক্ষিত হয়,
পদার্থ, শক্তি, দেহ, মন কোনোটাই এই পরিবর্তনীয় নিয়মের ব্যাতিক্রম নয়...
-
মন, সেতো কবেই বিলিয়ে দিয়েছি তোমায় ,
তবু কেনো বারবার প্রমাণ দিতে হয় !!
তোমার চোখের কঠোরে আটকে যাওয়া
এই আকুল চোখের ভাষা কি
কিছুই ব্যাক্ত করতে পারে না প্রিয় !!
হয়তোবা পারে,,
তার জন্য মানুষটাকে আগলে রেখে
ভালোবাসতে জানতে হয়,,
অনেকখানি ভালোবাসা...
যে ভালোবাসায় চোখের তারার কম্পন হবে,
হৃদস্পন্দন বাড়বে,
আর মন ডুবে থাকবে অশেষ মায়ার সিক্ততায়...
ভালোবাসায় বিকল্প কোনোদিনই
অন্য কিছু দিয়ে পরিশোধ করা যায় না প্রিয়,,
শুধু মনের সৃষ্ট ভাষাই পর্যাপ্ত তার জন্য......
-
যারা বিলীন হয়েছে বহুদূরে,,
আলোকবর্ষের গণ্ডি পেরিয়ে
ছায়াপথ থেকে কৃষ্ণগহ্বরে....
কালচক্রের হিসেব নিকেষ
বদলে যায় সব মুহূর্তে,,
শূন্য আর অসীম সমার্থক
কল্পনাতীত সেই জগতে।।
-
কালবৈশাখীর আকাশে, যখন মেঘ জমে অন্ধকার...
বৃষ্টি এসে জানান দিল... এজীবনে তুমি আমার,
শুধু'ই আমার।। 😊❤️
-