আমার আর বলার মত কিছুই নেই
কাট ফাটা রোদে যখন চারিদিকে খরা,
গাছপালাও একে অপরের দিকে তাকিয়ে দিশেহারা,
নদী শুকিয়ে যখন নোনাজলের দিক চেয়ে আছে,
সমুদ্র তখন নিজের গভীরতা বাড়াচ্ছে।
আমার আর কিছুই বলার নেই,
কনকনে শীতে যখন বিবস্ত্র হয়ে বসে আছে পথিক,
রেড লাইটের শহরে যখন, বাহারি মেলার রেওয়াজ চলে
ঠিক তারই উল্টো পাশে শেষ নিঃশ্বাসের দেনা বসে৷
আমার আর কিছু বলার নেই,
বর্ষার বানে যখন বেঁচে থাকার প্রয়াস
চলে যখন জীবনের শেষ নিঃশ্বাস,
জীবনভরে ঘোরে তখন শত আশ্বাস৷
জীবন মানে বেঁচে থাকার গান,
জীবনে থাকে স্বপ্ন বাঁচাবার অম্লান,
জীবন তা হয় না পুরনো,
শুধু হয় গাঢ় থেকে গাঢ় ।
-
Facebook: আমিনুল ইসলাম... read more
জীবনের সায়াহ্নে এসে, পড়ন্ত গোধুলীতে আমি, আমরা, আমাদের সবকিছু এসে যখন চোখের সামনে ভাসে, ঠিক তখন তুমি পাশে দাঁড়িয়ে, তোমাকে দেখাবার অবকাশ ছিলনা, কিন্ত দেখবার তৃষ্ণা ছিল, শেষ সূর্যের লাল আভায় তোমার মুখ কেমন সূর্যের মত রক্তিম রঙ ধারন করে৷ একে একে পা ফেলে আমরা হেটে যাচ্ছি মহাকালের পথে, জীবনের ক্ষয় হচ্ছে তবুও ভয় নয়, ছায়া হয়ে আমারই বিপরীত পার্শ্বে যে আমারই প্রতিচ্ছবি হয়ে তোমারই অবস্থান।
-
এক ফোটা পানি তার
পৃথিবীতে তাই হাহাকার,
এক সমুদ্র জলও তার,
তাও কত চিৎকার।
-
এই গভীর নক্ষত্রমন্ডল এর নিচে, এত কৃত্রিম আলোর সমাহারে, নিজেকে নিজের আলোতে রাখতে পারাটাই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ সাফল্য। যে আলোতে কৃত্রিমতা থাকবে না, যে আলোর ছায়াটাও নিজের হবে। নিজের চোখে অন্যের স্বপ্ন দেখতে যেয়ে পথবিভ্রাটের দু:খ আমায় না ছুঁক।
জীবনের শেষ শব্দটায় এইটুকু সমাপ্তি থাকুক স্বপ্নটা আমার ছিল। ব্যস এইটুকুই, জীবন সুন্দর।
-
তারা বুক বেধে ভাবে
আকাশ এক স্বপ্ন,
তুমি তাকিয়ে দেখ আয়নায়,
তুমিও আমার রত্ন।
-
তারা বুক বেধে ভাবে
আকাশ এক স্বপ্ন,
তুমি তাকিয়ে দেখ আয়নায়,
তুমিও আমার রত্ন।
~ আমিনুল ইসলাম মৃদুল-
সবসময় সব কিছুর উপসংহার হয়না, আমার মতে হওয়াটাও উচিত না। কিছু জিনিস চলতে থাকাটাই সুন্দর, যেভাবেই চলুক সেটা সুন্দর, হয়ত মাঝে মাঝে বিভিন্ন রকমের পরিবর্তন আসে, পরিবর্তন টাও একটা অংশ তবে সেটা কখনোই উপসংহারের পর্যায়ে পড়ে না। জগতের সব যদি উপসংহারে শেষ হত তাহলে ভূমিকা কখনোই সুন্দর হত না। কিছু জিনিস চলুক,অনন্ত অসীমে....
-
এই অলিগলি অচেনা,
অচেনা এই শহর,
এই অচেনা শহরে বয়ে বেড়ায়,
কত জ্যান্ত মৃতের বহর।
এই সময় অচেনা,
অচেনা এই কাল,
এই অচেনা কালেই থেকে যায়
কত স্মৃতি বহাল।
এই মায়াজাল অচেনা,
অচেনা এই চাহনি,
এই চাহনিতেই আটকে থাকে
কত শতাব্দির আহাজারি।
এই শব্দ অচেনা,
অচেনা এই পথ,
যে পথের বাঁকে মিলিয়ে থাকে
কত প্রাচীন রথ।
অচেনা কাল
~ আমিনুল ইসলাম মৃদুল-
সেটা আপেক্ষিক কিছু ছিলনা,
যার অভয়া, তা শুধুই ক্ষনিকের নিকটবর্তী ছিল....-