M S Ākhtãr   (MS Akhtar✍)
57 Followers · 212 Following

...
Joined 7 June 2019


...
Joined 7 June 2019
21 JAN 2022 AT 23:23

বিশ্বাস গুলো উইপোকা আজ
মরীচিকায় ছিলো মন.
আমাকে দিয়েছে আড়ি
আজ আমার প্রিয়জন..

-


6 AUG 2021 AT 16:38

.....ছেঁড়া মায়ায় বেঁধেছিলে তুমি,
মিথ্যা আদরের নামে,
তাই...সম্পর্কের মাঝের রাত্রি গুলোকে,
কিনেছিলে অল্পদামে।
.....ক্লান্ত শরীর রাতের বালিশে
ঘৃণার মোহনায়,
তুমি..ফিরে এসো কাছে বলবো না আমি
ভালোবাসার মিথ্যা খেলায়।

-


5 JUN 2021 AT 0:07

বিশ্বাসে গুলো উই পোকা আজ
মরিচিকা হয়েছে মন,
আমাকে দিয়েছে আড়ি
শুধু আমার প্রিয়জন।

-


3 AUG 2019 AT 4:15


স্মৃতির সাথে দ্বন্দ্বে জড়ায়, তোমার কথা রাতের বেলায়;
এখন তুমি আমার অধরাই, আছো অন্য কারুর শষ্যায়।
তাই, শেষ বিকেলের একলা পথে- তোমাকে পাইনি কাছা কাছি,
মিথ্যে প্রতিশ্রুতি চাইনা আর , আমি একলা ভালো আছি।

-


1 AUG 2019 AT 23:41

কথাগুলো আজ স্মৃতির ফাঁকে , বিষন্ন মন মেঘের চাদরে,
শুধু সময়ের সাথে আমি দাঁড়িয়ে উত্তপ্ত চিলেকোঠার ঘরে।

-


31 JUL 2019 AT 14:45

কোনো একদিন তোর ঐ ভেজা চোখে -
নতুন করে ভালবাসার জন্ম হবে,
তখন স্বপ্ন সাঁজাস নতুন করে
প্রেমের বসন্ত বিকালে,
সেদিন আমিও দেখবো দূরে দাঁড়িয়ে
তোর বর্ণালী রং মাখা শান্ত হৃদয়কে,
আজ আমার জন্য তুই বড় ক্লান্ত
চলে গেলাম তাই অনেক দূরে,
তোকে নতুন করে সাঁজাতে।।

-


31 JUL 2019 AT 14:24

আজ নগ্ন হৃদয় ক্ষতবিক্ষত
তবুও আমিই আমার সম্বল,
সময়ের সাথে মিথ্যে হাসিতে
ভালো থাকার চেষ্টা প্রবল।।

-


17 JUL 2019 AT 1:30

প্রেমের গভীরতা মাপি
আমার ! অঝর কান্নার নিরব প্রাতে,
নির্ঘুম রাত কতো যন্ত্রনার
তোমাকে ! বোঝাতে পারিনি সে রাতে।।

-


17 JUL 2019 AT 0:59

কবিতা- তোমাকে বলা হয়ে ওঠেনি

তোমার ইচ্ছেরা কবিতা লিখেছিলো
আমার বইয়ের প্রতিটা পাতায়,
উদাসীন শেষ বিকেল তখন।
সুখেরা পরশ বোলায় নিরব ঠোঁটে,
লাজুক এই চোখ দুটো-
তখন স্বপ্নের বাসর ঘরে।
ঘুমহীন নির্জন রাতের আঁধারে
প্রেম ছুঁয়ে ছিল হৃদয়ের কড়িকাঠ,
যেন গন্তব্যহীন অপেক্ষায়,
না পাবার অব্যক্ত কথা গুলো,
ঘুমাতে দেয়নি কত রাত,
ভোর তখন কুয়াশা মোড়া চাদরে,
স্বপ্নের ভাগাভাগিতে প্রেম আমার কিশোরী,
শুধু তোমাকে বোঝাতে পারিনি
হৃদয়ের অব্যক্ত কথায়,
আর একবার নিরব অনুভূতির কথা,
তোমাকে বলা হয়ে ওঠেনি।।

-


16 JUL 2019 AT 22:45

পথ এখনো অনেক বাকী
আমার ! ঠিকানা অনেক দূর,
তবু, তোমার অপেক্ষায় বসে থাকে
আজো ! ক্লান্ত সময়ের দুপুর।।

-


Fetching M S Ākhtãr Quotes