মোর অন্তরের দ্বারে
অন্ধকার জগত থেকে,
আলোর অন্তরে...!
-
মুক্ত বাতাস !!!!!
(সংক্ষিপ্ত পরিচয়)
31 Followers · 70 Following
Joined 23 February 2021
26 APR 2021 AT 8:16
তীরের আশায় বাঁচে আশাবাদীর মত;
মনের নিবিড়ে বাঁচে স্বপ্নের পাহাড়
জীবনের বিভীষিকায় রচিত হয় উপসংহার.!-
25 APR 2021 AT 9:53
নদীর এক প্রান্তের তীরে;
ইশারার অবসানের মহড়ায়
পৌঁছে যাব ওপারে...!!!!
-
24 APR 2021 AT 9:19
প্রতিধ্বনি আসার আবেগে;
ঊষা দিল পাড়ি সুদূর দূরে
মেঘ করে আলিঙ্গন পাহাড়ের তরে..!!-
21 APR 2021 AT 8:52
হিসেবের খাতায় জন্মেছে ব্যর্থতার মধু;
আবেগে ভেসেছে প্রাণবন্ত মন
রূপান্তরিত হয়েছে কঠিন পাথরের মতন.!-
18 APR 2021 AT 8:10
কোকিলের কণ্ঠস্বরে;
দুহাত বাড়িয়ে স্বাগতম
এই মায়াভরা সংসারে..!!-
17 APR 2021 AT 8:20
রাত্রিবেলায় ভাঙ্গে;
যা আজ বাস্তবের আয়নায়
এখন,বড্ড কঠিন লাগে..!!-
15 APR 2021 AT 8:13
অভিনন্দন ও ভালোবাসার জয়,
বছরের প্রতিটা মুহূর্ত যেন
সকলের তরে হয়ে উঠুক আনন্দময়।!🙂-
9 APR 2021 AT 9:20
ভুলতে চাই তোর গ্লানি;
রাত পোহালেই তোরই নামে
দেয় কেন স্বপ্নের হাতছানি ?....-