সবাই বলে বাজছে ওই করুণ সুর বিসর্জনের বাদ্যিতে;
আমরা যাকে বিদায় বলি......
সেও তো তার বাঁধছে বুক পরবর্তী শরতের অপেক্ষাতে!-
আজ বিদায় বেলায়,
মা গো তোমার চোখের জলেও
চেয়ে দেখি হাসি
আলতা সিঁদুর মেখে আরেকবার চলো
আনন্দের জোয়ারে ভাসি ।।
আজ বিদায় বেলায়,
তুমি চলে গেলে শূন্য এথায়
একাকী বসে হায়
আবার ফিরে আসবে কবে
থাকবো প্রতিক্ষায় ।।-
বিসর্জনের অর্থ সমাপ্ত নয়,উদ্বোধনের নতুন একদিক
মায়ের দেওয়া শক্তি দিয়েই পথ চলাটা হোক নির্ভীক।-
মন খারাপের বিষাদের সুর
দশমী এলো বলে,
নেই আজ সিঁদুর খেলা, ধুনুচি নাচ
এবারের মতো মায়ের বিসর্জন এইভাবেই,
যাবার সময় জানান দেয়
আসছে বছর আসবো আমি
এক রোগমুক্ত পৃথিবী নিয়ে
সবাইকে অসংখ্য ভালোবাসা ও গুরুজনদের শতকোটি প্রণাম
শুভ বিজয়া🙏❤️-
মাতবে বাঙালি সিঁদুর খেলায়।
নারকেল নাড়ু, নিমকি, গজা
প্লেটে পড়লেই দারুন মজা।
ভাসান শেষে কোলাকুলিতে,
দশমী মিলবে একাদশীতে।
-
#বিসর্জন #
দশমীর এই সন্ধেবেলায়
বর্নময় বরনডালা
মায়ের যে আজ বিদায়বেলা
দশমীর এই সাঁঝেরবেলায়
সাঙ্গ সবার সিঁদুরখেলা
ভরাক্রান্ত মন নিয়ে
ঢাকঢোল আর মিষ্টিমুখে
হাসি-কান্নার দুই প্রান্তে
সুখ দুঃখ মিশে আছে
উদাস হাওয়া জানান দেয়
আজ উমার বিদায় বেলা
বছর এক অপেক্ষার পালা
শুভ হোক সবার বিজয়া।
-
ঢাকের আওয়াজ মিলিয়ে গেল,,
পুজো হলো শেষ,,
প্রাণে শুধু জাগিয়ে রেখো ,
এই পুজো পুজো রেষ।।
বিদায় বেলায় সিঁদুর খেলায় ,,
বিসর্জনের বিষণ্ণতায় ,,
হাসি কান্না দুই পাবে।।
মায়ের যাওয়ার দিন এলো,
শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া।।
বছর পরে আবার ,
মাতবে সবাই কাশের দোলায়,
মন বলে তাই ঢাকের তালে
আসছে বছর আবার হবে।।-