I want to see you standing on the mountain top,
Even if I'm not by your side that day .
I want to see you touch the sky,
Even if your another hand doesn't hold my hand that day.
I want to see you so high,
Even if I stand down a lot that day.
And I want to be by your side every step of the way,
Even though my feet are not next to yours on the summit ...-
Music lover🎵🎼🎶
Landing day 1999 May 16 🌍
আমি যদি হতাম সবুজ ঘাস
আর তুমি শিশির বিন্দু
রোজ ভোরে সিক্ত করে দিতে আমায়
যদি আমি হতাম কাঞ্চনজঙ্ঘা
আর তুমি হতে রবির কিরণ
ঘুমন্ত আমি জেগে উঠতাম তোমার ছোঁয়ায়
যদি তুমি হতে নীলাম্বর
আর আমি তেপান্তর
দিগন্তরেখায় মিলে যেতাম মোরা
যদি তুমি হতে চন্দ্রমা
আর আমি নদী তীরের বালুকনা
রুপোলি করে তুলতো প্রতিটি পূর্ণিমা
যদি তুমি হতে সমুদ্র
স্রোতস্বিনী হয়ে আমি ছুয়ে দিতাম তোমায়
সৃষ্টি হতো মোহনা........
-
It is an imaginary wish
To want you again and again
It is the Keen anguish
I get again and again
You and me
The two poles
But exists there
Only one soul
That is the belief
Always I seek
And it gives me
Plenty of relief...-
দুগ্গা দুগ্গা করছো মানব
দুগ্গা মানে জানো ?
প্রতিটি মেয়ে যে দুগ্গার-ই রূপ
মানো এবার মানো !
যেই দুগ্গার আগমনী সুরে
বইছে খুশির বন্যা ,
কেন তবে বলো আজও শোনা যায়
সেই দুগ্গার-ই কান্না ?
অঞ্জলি দাও করো প্রনাম
কেন এ চারটি দিন ?
করে তোলো না চারদিন সম
দুগ্গার প্রতিটি দিন ।
3/10/2019-
বন্ধু খুঁজছো ?
দেখছো বহুরূপীদের ভীড়
ভেবেছিলে বন্ধুত্ব ছিল গভীর ?
কাটুক সময় মিটুক স্বার্থ
পরিস্থিতি হোক সঙ্কট ,
খুলবে মুখোশ বুঝবে তখন
কে তোমার বন্ধু প্রকৃত ।-
কিছু কথা ভাবতে গিয়ে
মেঘ জমে মন কিনারে
স্মৃতিগুলো একলা রাতে
বর্ষা হয়ে ঝরে ।-
কবি আকাশের তারার মাঝে
শ্রেষ্ঠ তুমি রবি
বিশ্বজোড়া নামটি তোমার
তুমিই প্রাণের কবি
বৈশাখের এই পঁচিশ থেকে
ছিল যাত্রা শুরু
জন্মদিনে জানাই তোমায়
প্রণাম কবিগুরু ।
পঁচিশে বৈশাখ - 8/5/2020-
চীন দেশেতে জন্ম নিয়ে
ঘুরছো বিশ্বময়
বাড়ীর বাইরে রাখলেই পা
সংক্রমণের ভয়
তোমার দাপটে দগ্ধ পৃথিবী
পরিস্থিতি প্রতিকূল
সচেতন সমাজ করবে ঠিক
অবস্থা অনুকূল
তান্ডব তুমি দেখাচ্ছো তাই
আমরা Quarantine
হার তোমার হবে একদিন
কোভিড - Nineteen
লড়ছি মোরা লড়েই যাব
এই আমাদের পণ
মানব মন্ত্রের শক্তির জোরেই
ঘটবে তোমার দমন
অস্ত্রহীনা পৃথিবীর সাথে
যতই করো ছলনা
মৃত্যু তোমার নিশ্চিত জেনো
শত্রু "করোনা" ।-