সেরার সেরা👍💯   (সেরার সেরা👍💯)
197 Followers · 5 Following

read more
Joined 20 October 2020


read more
Joined 20 October 2020

আলিঙ্গনে জড়ায়ে তোমায়
রাখতে চাই হৃদয়ের মাঝে
অন্তরে রেখে তোমার ছবি
সেজেছি প্রেমিকের সাজে,
তুমিও দাও না তোমার হৃদয়
জোড়ো মোর অন্তরের সাথে
জড়িয়ে ধরে বাসবে ভালো
কথা দাও হাত রেখে হাতে।

@ ডেভিল

-



কবির মনের কষ্ট গুলো
লেখার মাঝে উঠে ফুটে
করতে প্রকাশ অনুভূতি গুলি
চলেছে কলম পাতায় ছুটে,
উন্মুক্ত হয় হাজারো কথা
মুখে যা ছিলো নীরব
মনের ভিতর জমানো শোকেও
চুপ থাকা তার স্বভাব,
প্রকাশ তরে কলম ধরে
লেখে সে নিজ কাহিনী
বলার তরে রয়েছে বিরত
কেউ যে শুনতে চায়নি।
................ কলম বিপ্লব💔

-



মুহূর্ত বেচে

-



Serar-sera

-



থেমে যাওয়া মানে

-



দুটো শব্দ যা বেধেঁ রাখে জন্ম-জন্মান্তর ধরে,
চেনা অক্ষরের আড়ালে বেড়ে ওঠা স্নেহ,ভালোবাসা।
শেষ বিকেলে অস্তমিত সূর্যে ধরা দেয় অনুতপ্ত স্মৃতি,
নানা রঙে ক্লান্ত ঘামের গন্ধে সেজে ওঠে কবিতারা!


ছায়া হয়ে থাকুক পাশে-স্নিগ্ধ,শীতল মায়া জড়িয়ে,
হাসি মুখে বইবে অসাড় ব্যথা কত শত ক্ষত।
আঁধার যেমন দূরীভূত হয় চাঁদ,জোনাকির স্ফূর্ত আলোয়,
থেকে যাক এ বন্ধনের টানে মুহূর্তগুলো অক্ষত!

কলমে- বনশ্রী ঘোষ

-



Serar_sera

-



যদি থেকে যেতে হয়

-



&&&&&

-



&£@££

-


Fetching সেরার সেরা👍💯 Quotes