হাতে হাত রাখো,বিশ্বাসযোগ্য মানুষ হলে,
হাতে হাত রাখো,ভরসাযোগ্য কাধ পেলে,
হাতে হাত রাখো মিথ্যুক না হলে,
হাতে হাত রাখো,চোখের জলের কারন না হলে।-
Hello I am Aritri a... read more
ফিরছি ঘরে একলা মনে,
মন জানে একাকিত্বের ডিএনএ
এটাচমেন্ট শেষে শুধুই শূন্যতা
একঘর হতাশা আর অশ্রুজলের বিষন্নতা
একান্ত গোপনে চোখের কালছে ভাবে ফাউন্ডেশনের শেড খোঁজা
একটু ফাঁকফোঁকড়ে একটানে সিগারেটকে শুষে নেওয়া
প্রকৃত ভালোবাসাকি সাধেই বিশাক্ত আফিমের ধোঁয়া!!
-
ঢাকে কাঠি জমজমাটি
শরৎ আকাশ, মেঘেদের খুনসুটি।
হিমের হাওয়া, রোদের ঝিলিক
মা দুগ্গার আগমনকে করেছে
আরও সিস্টেমেটিক।
কুমারটুলির গঙ্গামাটি
উমার সাজে,এনেছে পরিপাটি।
বাগবাজার,কলেজস্কয়ার,
বাদামতলা শহরতলীর;
জনগণ আগমনের বিপুল
জোয়ারে ভরা।
অশুভ শক্তির বিনাসে,
শুভ শক্তির জয়গানে
অপারক মা জগদ্ধাত্রীর
আগমনে বসুধা ভরুক শস্য শ্যামলে।
ঢাকের কাঠি, ধূঁনোর গন্ধ,
কাশের শুভ্রজ্যোতি মায়ের
আগমনের পদধ্বনি।
-
পিতৃপক্ষের অবসান
দেবীপক্ষের সূচনা
শরৎ'র শুভক্ষনে,
চিএা মায়ের আরাধনা।
মহালয়ার পূর্ণলগ্নে মায়ের
প্রথম পদধ্বনি শুনতে পাওয়া।-
ভাষার শহর বড্ড ক্লান্ত এক মনে,
একাকিত্বের শব্দ তাকে বিধেঁছে অবহেলার বানে।
গোলাপের গন্ধে মাতাল হয়ে মানুষ করেছে ভুল,
একগ্রাস মিথ্যা্ মধুর সংলাপে অবুঝ মানুষ ভালোবেসে ভাসিয়েছে দুকূল।-
দুঃখের প্রহরী সে এক অচীণকালের, নেই তার পরিসীমা পরিস্থিতি নিয়ন্ত্রনে,
দোষের বোঝা, কাজের অজুহাত চাপিয়ে অন্য যানে, সার্থের প্রহরী চলছে সুযোগ সন্ধানে।-
বাদল মেঘের পরে মনখারাপের তিস্তা, বয়ে আনে একাধিক ব্যাগের বস্তা যা চূড়ান্ত করে আজকের আকাশটি তাঁর ভীষণ মেঘলা।
-
বৃষ্টি যেমন দুঃখ ঘোচায়
মেঘের গর্জন বুকের ভেতর দুমরে মুছরায়।
একলা আকাশ নতুন পথের দিশা দেখায়
রোদেলা দুপুর উজ্জ্বল নক্ষত্রের আভা ছড়ায়।
বাদলা দ্বিবস নতুন রন্ধন শিল্প জাগায়
মেঘলা গুমোট গরম শর্টকাট কৌশল শেখায়।
-
Writing is the only way
to express your feelings,
when something is stuck
in our heart,in all those
cases writing expresses
our feelings in the form
of words.
Only writing records
all the moments of laughter
and tears.
People avoid people these
days,let the writing itself
be your companion.-
জন্ম মোর তোমার কোলে, বড্ড প্রিয়, তুমি হে তিলোত্তমা।
কখনো হারিয়ে, কখনো বাঁচিয়ে, কখনো কাঁদিয়ে, কখনো হাঁসিয়ে করেছো পার মোর বাল্যবেলা।
ভীষণ প্রিয় গড়িয়াহাট, ভীষণ আবেগপ্রবণ আমাদের ময়দান, করেছি সেথায় জীবনের অনেকটা সময় কুরবান।
হলুদ ট্যাক্সি আর টানা রিক্সা শহরতলীর একমাত্র ভরসা।
হারানো কলকাতা মানে, শুধুই কংক্রিটের মস্ত অট্টালিকা, চারদেয়ালের একান্নবর্তী বনেদি বাড়ির আমেজটির ভীষণ অভাব, সকাল সন্ধ্যায় ট্রামের চলাচল একে বারেই বন্ধ, হারানো কলকাতা মেট্রো রেলের এসিতে যাতায়াতে সাচ্ছন্দ্যবোধ করে, ট্রেন ও ট্রামের খোলামেলা পথে চলাচল তাদের রুচি বিরোধী।
-