Aritri Biswas   (Aritri Biswas (sona))
184 Followers · 8 Following

read more
Joined 14 May 2021


read more
Joined 14 May 2021
29 APR AT 19:31

সেদিনও সকাল হবে,
ভোরের আলো ফোটার আগেই
সব মায়া মিলিয়ে যাবে।
দুপুরের টাক ফাটা রোদে
তোমার গা বেয়ে ঘাম গড়িয়ে পড়বে।
সেদিনও বিকেল হবে,
একটা ছোট্ট ফোনকল অথবা একটা
এসেমেস এসে অযোথা তোমায় বিরক্তিকর
মনে করাবে না।
সেদিনও অন্ধকার নামবে,
নিশি কালে তারাদের উপস্থিতিতে জীবনের
শেষ অগ্নিসংযোগে অংশগ্রহণকারী হিসেবে
নিজেকে ধন্য মনে করবে, কিন্তু সকলের অগোচরে
তুমি কেবল জানবে জীবনের একটি অধ্যায়ে তুমি
পরাজিত, তিনটি অক্ষরের একটি শব্দ আজ লুপ্তপ্রায়
শুধু মাত্র একটু সচেতনতা,যত্ন,আদর, ভালোবাসার অভাবে।

-


28 APR AT 12:05

হৃদয়ের ফুলদানিতে সাজাবো বলেই বসন্তের ললাটে তোমার নামের গোলাপটি সযত্নে আগলে রাখতে গিয়ে, অসমাপ্ত এক জীবনকাহিনী উদ্ধার করতে পেরেছি জেনেও অবাক হয়ে যায়নি, কারন কিছু পাওয়ার জন্য একটা সুষ্ঠু জীবন ও ভাগ্য দুই'ই প্রয়োজন,যার মূলমন্ত্র আমার জীবনরেখায় চির অসমাপ্তই ছিল।

-


28 APR AT 11:52

আমার উপস্থিতি যাকে আকর্ষন করতে পারেনি,
আমার অনুপস্থিতিতে সে কখনোই বিচলিত হবে না।

-


28 APR AT 11:52

আমার উপস্থিতি যাকে আকর্ষন করতে পারেনি,
আমার অনুপস্থিতিতে সে কখনোই বিচলিত হবে না।

-


16 APR AT 11:38

পারদ ছুঁয়েছে উষ্ণতা
বাড়ছে প্রকৃতির জটিলতা
কমছে অ্যান্টার্কটিকার শীতলতা।

পারদ ছুঁয়েছে উষ্ণতা
বাড়ছে মরুভূমির ব্যাকুলতা
কমছে জীবনের উর্বরতা।



-


15 APR AT 12:07

দায়িত্ববোধ ও অভিমানের সমীকরণে, দুই হারিয়ে যখন একাকিত্বের আকাশে মেঘ হয়ে নতুন ঠিকানা খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে,
তখন দেখো তোমার ইতিহাসের পাতায়, নিজের মনের অবস্থা যাকে বলে বুঝিয়ে দিতে হয়েছিল, তাঁর কাছে তোমার থাকা না থাকার কোন গুরুত্বই কোন সময় ছিল না।
সব পেরিয়ে যখন প্রতিবাদী হয়ে ওঠার চেষ্টা করবে, তখন উপলব্ধি করতে পারবে কেউ আপন নয়, নিজের জন্যই বাঁচতে হয়, পৃথিবীর সবচেয়ে সুন্দর ও অদ্ভুত জিনিসটি হল মায়া,এই মায়া'টি পরিত্যক্ত কক্ষের ভেতর রেখে আসতে হবে, নইলে একতরফা জীবন যুদ্ধে সবসময় পরাজিত হতে হবে।

-


20 FEB AT 22:13

চলার পথের ফুলদানিতে আগলে রেখো আমার স্মৃতি
চলতে গিয়ে ফিরে দেখো আমাদের খুনসুটি।
চলার পথে একলা হেঁটো স্মৃতিতে রইবো আমি
থাকবো বলেও থাকলাম না বলে, কখনো কেঁদো না তুমি।
প্রতিজ্ঞা ছিল একসাথে পথ চলার, ভাগ্যের সূচনা-উপসংহার কেবলমাত্র ঈশ্বরের খেলা, থাকতে চাইলেও ভাগ্য যে বিলীন করেছে মোদের আনাগোনা।

-


20 FEB AT 22:03

উপেক্ষারা জীবনের অঙ্গ হয়ে সঙ্গ নিলে,
শব্দরা ছন্দ মিলিয়ে কবিতায় অংশ নেয়।

-


20 FEB AT 15:08

অপেক্ষারা থেকে যায় অভিমান হয়ে,
ভালোবাসা ও অভিমানের সমীকরণে অভিমান বাড়লে, দূরত্ব বাড়ে,
অধিকারবোধ বেশি জাগ্রত হলে, অবহেলা বাড়ে,
গনগনে আগুনের লেলিহান শিখায় স্বপ্ন পুড়ে ছারখার হয়ে যায়।
নিঝুম রাতের কান্না হাসির কোলবালিশে যখন একাকিত্ব ভাসে,
শ্রদ্ধা ও যত্নের মিথ্যে আলিঙ্গনে তখন ভালোবাসা'ও কাঁদে।

-


7 FEB AT 16:42

দিতে পারি একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা,
খাওয়াতে পারি ফুটপাত ঘেঁষে
দাঁড়িয়ে থাকা ফুচকা বা আলু কাবলি,
দেখাতে পারি বাগবাজার সর্বজনীন দুর্গোৎসব,
নিয়ে যেতে পারি বাবুঘাট, দক্ষিনেশ্বর বা বেলুরমঠ।
ইচ্ছেঘুড়ি অনেক থাকুক,
কেবল মানুষ থাকুক একটি,
ভালোবাসার জন্য নয় ভালোবেসে মানুষ বাঁচাক প্রবৃওি
প্রেমে ভেসে নয় ভালোবেসে মানুষ করুক সমৃদ্ধি।

-


Fetching Aritri Biswas Quotes