QUOTES ON #ছন্নছাড়া_জীবন

#ছন্নছাড়া_জীবন quotes

Trending | Latest
30 MAY 2020 AT 18:23

জানো একলা থাকার মাঝে
সন্ধ‍্যে ফুরিয়ে যাওয়ার পর
আমি কেবল ছন্নছাড়া
একলা যাযাবর!
বাঁধন মিথ্যে হয়েছে আজ
ঝড়ে উপড়ে গেছে ঘর
যারা ব‍্যর্থ শ্রমিক প্রেমের,
তারা আজ বাঁচার করিগর..

-


17 MAY 2020 AT 18:31

যেদিন তুমি কোনো "অজুহাত" ছাড়াই সরে গিয়েছিলে
সেইদিন থেকেই বুঝেছিলাম আমাদের সম্পর্কের মানে।।

-


7 NOV 2021 AT 22:27

জীবন মানেই চরইব্যাতি
হিসাব বেহিসাবি,
একটাকে সামলে নিলেও
অন্যটা খায় খাবি।
বাঁধতে গিয়েই ছাড়া গরু
পগারপারে কাট,
পিছন ফিরে তাকায়না সে
পড়লো কোথা গাঁট।

-


25 NOV 2021 AT 0:10

ছন্নছাড়া জীবন, একাকীত্ব মন মেলতে চায় ডানা
যদিও উড়তে তার মানা

-


5 NOV 2021 AT 11:22

ছন্নছাড়া জীবন,

-


30 APR 2019 AT 16:50

মনটা ঠিক যেন নৌকার মতো-
কখনো সে সুখের পাল তোলে,
কখনো আবার দুখের স্রোতে ভাসে।
কখনো সে স্রোতে চলে ভালোবাসার টানে,
কখনো বা থেমে যায় অজানা অভিমানে।

-


9 JAN 2021 AT 7:27

ছন্নছাড়া জীবন ,,,,,,
মনের মানুষ পাইলাম নারে
মোন খুঁজে যায় আজও তারে
কোথায় আছে মোর প্রিয় জন
জানি না সে আজ কার দ্বারে।
সদায় এই মোন ঘুরেফিরে
পাহারা দেয় সবার তরে
ঝাঁকিয়া দেখি আমি আজ
আমার মোন নেয় আজ আমার ঘরে।
কান্না হাসির পৃথিবীতে
রাজা প্রজা সবাই নাচে
সুযোগের সব ফাক খুজে যায়
পালিয়ে গেলেই প্রাণে বাঁচে।
মনের খোঁজে বাউল হয়ে
ঘুরবো আমি দেশ বিদেশে
রাজার সাথে করবো দেখা
বলবো কথা ভালোবেসে।
Abrahim.....

-


5 NOV 2021 AT 12:49

ছিল না কিছুই ভালো
তোমার উপস্থিতিতে
জীবনটাই বদলে দিলো,
জাগিয়ে বাঁচার আশা
জ্বালালে বিশ্বাসের আলো
যার মাঝের উজ্জ্বলতায়
সকল আঁধার কেটে গেলো।

-


24 JUL 2018 AT 9:00

তোমার ছন্নছাড়া জীবন আমার বেঁচে থাকার প্রেরণা...
পথহীন পথ অবলীলায় মুছে দেয় অপ্রাপ্তির কান্না...
তাই এখন আমার কাছে জীবন একটা লাটাই বিহীন ঘুড়ি...
ইচ্ছে মতো উড়ি, ছিঁড়ি, আর ইচ্ছে মতো ঘুরি...

-


5 NOV 2021 AT 12:03

অপেক্ষারত মন
তোমায় খুঁজে চলি প্রতিক্ষণ...

-