এগিয়ে চলে নিজের খেয়ালে,
তাল মিলিয়ে চলতে সাথে
পিঠ ঠেকেছে আজ দেওয়ালে;
তবুও হবে চলতে পথেতে
ভুলে গিয়ে নিজের ভাবনা সকল,
আজকের মানুষ ইচ্ছে বিহীন
অনেকটা যন্ত্রের অবিকল।-
আলগা হচ্ছে সুখের বাঁধন
স্বপ্নগুলো ঝাপসা চোখে,
মনটা ভেঙে চুরমার হয়ে
বিরহের ব্যথা জাগে বুকে।-
জীবনের ঢেউয়ে,
জানি না গন্তব্য
শুধুই যাবো বয়ে;
নেই পিছুটান কিছু
আঁকড়ে ধরবো যা,
বাড়ায় না হাত কেহ
বলে না থেকে যা।-
দুই হৃদয়ের অহং মাঝে,
মন গলিতে জমে অমিল
ভালোবাসায় ছেদ সাজে;
হটাৎ দুজনে হয় অচেনা
ছিন্ন করে সম্পর্কের ছাল,
হৃদয়ে রইলে অহং উভয়ে
সম্পর্কের স্থান হবেই বেহাল।-
কালিমার লেপন,
আঁধার ঘনায়ে
চলেছে বর্ষণ;
এরই মাঝে মনটা
বন্দী ঘরের কোণে,
দৃষ্টি ঝাপসা হয়
একাকী এই ক্ষণে।-
যুদ্ধ চলেছে মনের ভিতর
বিশ্বাস অবিশ্বাসের দ্বন্দ্বে,
মানুষগুলো বদলেছে সব
নেই আর পুরানো ছন্দে;
চেনা মুখ অচেনার সাজে
মন চাই না কভু মানতে,
মানিয়ে নিতাম সবটাই যদি
পারতাম কারণ জানতে।-
কি যে মায়া আছে
তোমারই হাসিতে ওই,
দেখেই জুড়ায় চোখ
ভালোবাসা হৃদয়ে বই।-
শুধুই আশীষ চাই,
সর্বদা সুখী হও
না জড়িয়ে বেদনায়;
শুভদিনে মন খুলে
পেও যেন শান্তি খুঁজে,
ঘিরে ধরে খুশিরা
দুঃখ সকল দিক মুছে।-