ট্রুবাদুর   (MAVERICK)
955 Followers · 2 Following

read more
Joined 14 June 2017


read more
Joined 14 June 2017

অথচ তোমার থাকার কথা ছিল,
আমি দাঁড়িয়ে দেখলাম তোমার চলে যাওয়া
অপেক্ষাতেই চলতে থাকে একাকীত্বের অবক্ষয়,
তুমি আমি আলাদা ভাবে এখন বাঁচতে শিখেছি
আক্ষেপের প্রশ্রয়!
অথচ তোমার থাকার কথা ছিল।


একটা জীবন শেষ হয়ে যায়,অহমিকা মিলিয়েও যায় ধীরে ধীরে
তোমার আমার কোনোদিন কথা হবে না; গল্পের শেষে লেখা ছিল পুত্রের তকদীরে।



সব বাবারা বাইরে থেকে পাথর,ভেতর থেকে মানুষ না?
আমাদের বিচ্ছেদের ছিল হাজারো কারণ,সাথে থাকার একটাও না...

-



চিত্তাকর্ষক স্বপ্ন হারিয়েছে বহুদিন
বাঁচার তাগিদে শখ পোড়াতে জানে
জালিমরা,
মৃত্যুর করিডোরে কড়া নেড়ে জিজ্ঞেস করব...
' বেহায়া মানুষদের আয়ুরেখা কতদিন?'














বুক পকেটে অভিমান,সহনশীলতার ঘাম লেগে শার্টের কলারে,
দায়িত্বের ভারে নুয়ে পড়ে শিরদাঁড়া;নিজের স্বপ্ন কে মেরে ...

-



মাঝপথে পথ হারিয়ে দিশেহারা হয়েছে যারা
হাসিমুখে বেঁচে থেকেও মুখোশ খোলেনি তারা।













শহর ঘুমিয়ে পড়ে,বেআব্রু আমাদের চরিত্র প্রতিরাতে,
মুখোশ লুকিয়ে রাখে যন্ত্রণার উল্লাস,মানুষ লড়াই করুক দু'হাতে।

-



(বুঝলে অবনী? যে ঝড় দেখতে তুমি বারান্দায় দাঁড়িয়ে,
আমি বুকে বয়ে বেড়াচ্ছি অনন্তকাল )

শান্তির বারি বহুজন্ম ভেজায়নি,অভিমানী গুমোটে তবু চোখ ভেজে রোজ,
দায়িত্বভার গ্রহণ করা মানুষ;নিজেদের শখের রাখেনা আর খোঁজ ।







নিজেকেই বোঝানো যায়নি;অনেকটা বয়স বেড়েই গেলো মন- খারাপদের
মানুষ ক্ষমা একদিন করেই দেয়,তার স্বপ্ন ভাঙার কারিগরদের।

-



বারুদের রোষানলে ধর্মের নাম,যুদ্ধ শেষে ঘুমিয়ে পড়লো হিংসার গাঙে,
মনুষ্যত্ব ধ্বংস করা অমানবিক ঢেউ;নিজেই আগে ভাঙে ।

-



স্বস্তির শেষ নিঃশ্বাস ফেলবে তুমিও,যন্ত্রণা হবে ক্ষীণ,
'রোজ রোজ বেঁচে মরছিস;ভরসা রাখ! ছুটি পাবি একদিন' ।













কত মানুষ বেঁচেই থাকে নিজেকে পোড়ানোর জন্য,
ঠাণ্ডা হতে সময় দিও;বেহায়া লাশের জাত নগণ্য ।

-



বিরহ উঠেছে চিতায়,শোক গিয়েছে কবরে
পরাজিত ট্রুবাদুরের কাহিনী কোনোদিন আসেনি খবরে।

নিয়তি জুড়ে অবহেলায় মাথা পেতে নেয় শেষেই,
মানুষ ভালোবাসে কম;আফসোস রাখে বেশি।















একের পর এক অভিশপ্ত বিচ্ছেদ,তাকে পাথর বানিয়েছে শোকে
বিরহের শৌখিনতায় থাকা মানুষকে;আগুনে পুড়িয়েছে অনেকে।

-



থাকার মাঝে~
সহস্র বিচ্ছেদ রোজ জন্মায়:থেকে যাওয়ার স্পর্ধা রাখে যারা,
যুদ্ধ শেষে শান্তি আসুক;(একা) বাঁচতে শিখুক তারা।




না থাকার শিরোনামে~
মাত্রাধিক দিয়ে ক্ষতদের প্রশ্রয়;মুক্তি দেওয়াই একমাত্র পথ ছিল বোধহয়
গুজব রটে খবরের পাতায়,আমাদের প্রেম ভেঙেছে অহমিকায়।




বারংবার ভেঙ্গেও যে অক্ষত!একপ্রকার অসুরের মূর্তি সেই।
বিতৃষ্ণা ভরা মনের কাছে কখনো আঘাতদের সংজ্ঞা জানতে নেই ।

-



সময়ের সাথে রাগ হিংসে জন্মায়,অনিচ্ছা স্বত্বেও কিছু স্মৃতি রাখতে হয়,
জীবন জুড়ে যখন অবহেলা বাসা বাঁধে;মৃত্যু তখন কাছে আসে বোধহয়।

মানুষ...মানুষকে ঘৃণা করে,সময়মাফিক নিঃশেষ মোহ,
দু'গালে চড় খাওয়া মানুষদের প্রেম একপ্রকার দ্রোহ।
















জেদের বসে ধ্বংস হয়,ইগোর লড়াই সর্বদা স্বীকৃত
ঠাণ্ডা শরীরে তকমা লাগে; ❛মানুষটা তো অনেক আগেই মৃত❜ !

-



জখম নয়,আমাদের শেষ করছে জন্মদাগের ব্যথা
শরীরের খোলসে জঙ ধরা কিছু স্বপ্ন,
বিচ্ছেদের অন্ত্যেষ্টিক্রিয়ায় বারংবার সামিল
ক্ষতদের দহন করে পুষে রাখি নিজেরই দেহে,
শান্ত হও !
কফিনের পেরেক কবিতা হয়ে গেঁথে থাকবে।


ছদ্মবেশ নিয়েছি শহরে শবদেহের,অপূর্ণ শখ একদিন বিলুপ্ত হয়ে যাবে,
'পরজন্মে নিজের জন্য বাঁচবো' ; অন্তিমে নিজেকেই বোঝাবে।

-


Fetching ট্রুবাদুর Quotes