Mrinmoy Bhandari   (✍️ Mrinmoy Bhandari)
570 Followers · 2.2k Following

I will available on my blog....&.. 9434155957
Joined 2 April 2020


I will available on my blog....&.. 9434155957
Joined 2 April 2020
16 HOURS AGO

আমি জেগে থাকি রাত, ধরে রাখি হাত,
মননের অগোচরে
আমি করি প্রণিপাত, দিয়ে যাব সাথ
দুজনাই এক স্বরে।

-


17 HOURS AGO

আমার দৃশ্যে রাতপৌষালী
আসতে দেয়না ঘুম,
জাগিয়ে রাখে কল্পনা ঋতু
এঁকে দেয় কুমকুম।
স্রোতের সঙ্গে ভাসিয়ে নিয়ে
দুচোখে স্বপ্ন খোঁজ,
যে ভেসে যায় সাগরের বুকে
বোঝে সেই হররোজ।

-


17 HOURS AGO

আমার দৃশ্যে রাতপৌষালী
আসতে দেয়না ঘুম,
জাগিয়ে রাখে কল্পনা ঋতু
এঁকে দেয় কুমকুম।
স্রোতের সঙ্গে ভাসিয়ে নিয়ে
দুচোখে স্বপ্ন খোঁজ,
যে ভেসে যায় সাগরের বুকে
বোঝে সেই হররোজ।

-


18 HOURS AGO

আকাশ জুড়ে কুন্ডলী পাকে
বুঝিবা শিবের জটা
সব্বাই বলে শরৎ আকাশে
মেঘেদের ঘনঘটা।

-


22 SEP AT 8:40

সুখ লিখে আমি দুঃখটাকে
এড়াতে চাইনি মোটে,
দুঃখই সাথে ধরে আনে সুখ
দুই শুষ্ক বিরহী ঠোঁটে।

দুঃখের কানায় লেগে রয় সুখ
করে মুক্তোর খোঁজ,
আঁধারে আঁকড়ে ভোরের সুপ্তি
সুখ সন্ধানী রোজ!!

-


21 SEP AT 9:23

আকাশে আজ মেঘের পালক
করছে ছুটোছুটি
কাশের বোনে অবোধ বালক
খাচ্ছে লুটোপুটি।
হাওয়ার দোলায় শিউলি ঝরে
শিশির ফোঁটা মুক্ত
আজ মা আসছেন সবার ঘরে
হবে দু:খ অবলুপ্ত!






মহালয়ার ভোরে বাতাসের শীতল স্পর্শ হোক জীবনের প্রতিটি স্বপ্নের আশীর্বাদ❤️‍

-


19 SEP AT 8:15

কিছু না হলেও বলার আছে
আমার মনের কল্পনাদের-
একটু দেখা আর একটু শোনা
পাশ কাটিয়ে বাদবাকিদের।।

শোনার মতো ডাক সেটা নয়
তবুও আমি বলতে থাকি-
বসন্ত খোঁজ চলতে থাকেই
নিরুপায় যে মনের পাখি।।

-


18 SEP AT 8:22

দেখা হয়ে গেল হঠাৎ করেই
চাওয়া না চাওয়ার মাঝে,
আভূষণে ছিল স্বপ্নের রাশি
ছিল তবু সে গো লাজে!
ভালোলাগাটুকু শিশিরের মত
ভেজালো মলিন প্রীতি,
বনে নয় মনে রচিল নিমেষে
প্রিয় শাশ্বত শত স্মৃতি!!

-


17 SEP AT 8:29

আজ আকাশ জুড়ে রঙের বাহার
কেউ উড়ছে কেউ নামছে,
কেউ বলছে আমায় তাকিয়ে দেখনা
কেউ চিন্তাতে শুধু ঘামছে।

উড়ো হাওয়ার সাথেই বলছে কথা
কেটে যাওয়া চাপরাশ,
পেটকাটি আর ও চাঁদিয়াল ভাগে
ও সে দেখে বলমার ত্রাস।

সুতো গুলো যত হোকনা তাগড়া
আছে ময়ূরপঙ্খী গতি,
ও সে কোনো একটানে ভোক্কাটা হয়
তার লাগেনাগো অনুমতি।

-


16 SEP AT 8:43

স্পর্শ করেনি আলো, তাই মনে এতো কালো
স্পর্শ করেনি হৃদয়, তুমি পারলে দীপ জ্বালো,
দূরে দূরে সুখ থাকতে পারে না,
বীজ হয়ে রয় বাড়তে পারে না,
বুঝতে পারে না মন্দ নাকি ও সত্যি হল ভালো।

-


Fetching Mrinmoy Bhandari Quotes