Supriti Chhatui  
14 Followers · 8 Following

Joined 13 May 2020


Joined 13 May 2020
18 JUN 2020 AT 9:05

তোমার দেওয়া
কিঞ্চিৎ স্মৃতিগুলিকে
আমার গল্পের উপন‍্যাস করে,
আমি পড়ে রইলাম
তোমার বইয়ের শেষ
অধ‍্যায় হয়ে...।
হঠাৎ একদিন,
দুটো প্রাণ মুখোমুখি
মাঝে বৃথাই কাঁটাতার,
ওপারেতে বৃষ্টি নামলেও
এপার জুড়ে অন্ধকার।।

-


17 JUN 2020 AT 19:02

সূর্যাস্তের পড়ন্ত বিকেল
ঘনিয়ে আকাশ আজ মেঘময়
ঝিরিঝিরি বৃষ্টিতে মন নিয়েছে
তোমাকে নিয়ে কিছু লেখার।
ঠোঁট নিচ্ছে ঠোঁটের মাপ,
রতির বশে শরীর মন।
ঘোর কাটানো মেঘলা দিনে,
তোমার আমার সংযোজন।
আজ মনে হয় পাপী আমি,
পূণ‍্য হব তোমায় ছুঁয়ে।
শব্দে আসুক কামের জোয়ার,
ক্লান্তি নামুক নিদ্রা নিয়ে।।

-


17 JUN 2020 AT 10:17

লড়তে তো হবেই,
প্রতিজ্ঞারত দেশমায়ের সন্তানদের
বাঁচাতে নিজেদের জীবনের আত্মবলিদান
দিতে তো হবেই।
তাই তাদের প্রতি আমার ভালোবাসা ও
শ্রদ্ধাজ্ঞাপন..
তারা আমার এই লেখার মাধ‍্যমে
প্রণাম লহে।।

-


16 JUN 2020 AT 18:44

নিরীহ, ব‍্যাথার শহরে
মন পুড়েছে,
প্রলেপ লাগানোর
লোক বিলীন...

অন্ধকার ঘরে একলা সঙ্গী,
নরম ঠোঁটের মাঝে আজ নিকোটিন..।

-


16 JUN 2020 AT 11:41

Addiction to a
Person is more dangerous
than a drug.

-


16 JUN 2020 AT 9:06


হঠাৎ একদিন
পাড়ি দেব নিরুদ্দেশে...
যেখানে না থাকবে প্রতিনিয়ত
ঘটে যাওয়া অভিনয়ের রঙ্গমঞ্চ,
আর না থাকবে কাউকে ভোলার
চেষ্টায় ব‍্যর্থরত কোনো কর্ম।
শুধু একটিবার যদি মনে পড়ে
মুখটা উচুঁ করে আকাশপানে তাকাশ
হয়তো কোনো এক নক্ষত্রের উজ্জ্বলতা হয়ে
আভাস দিচ্ছি তখন....।

-


15 JUN 2020 AT 18:22

অনুভূতিতে তুমি আমার, বাস্তবে অন‍্য কারোর...।।

-


15 JUN 2020 AT 9:53

সেইটুকু নিয়েই বাঁচতে শেখো
অতিরিক্ত অর্থ তোমাকে সুখ দিলেও
শান্তি দেবে না মিলিয়ে নিও...
কারণ এটা বাস্তব দিক থেকে যে প্রমাণিত।
তাইতো,বাস্তব পরিস্থিতির লড়াইটা
অত‍্যন্ত শোচনীয়।
সবশেষে বলি,যতোই দুঃখ-কষ্ট আসুক না কেন
হাসির সাথে সেগুলোকে পার করে নিও।।

-


12 JUN 2020 AT 9:30

তারাও গড়ে উঠুক নৃত‍্য-দোদুল-ছন্দে
তারাও মেতে উঠুক প্রখর আনন্দে।
তাদের পিঠে পারিশ্রমীকের বোঝা নয়,
বরং পড়াশুনার ব‍্যাগ চাপিয়ে দেওয়া হোক।
অর্থ এবং ক্ষুধার অভাবে যে অস্ত্রটি হাতে
তুলতে বাধ‍্য হয়েছে...
সেই অস্ত্রটিকে নিরস্ত্র এবং আলোকপাত করে তাদের জন্য একটি দৃষ্টান্তমূলক
সিদ্ধান্ত নেওয়া হোক...।।

-


11 JUN 2020 AT 18:37

আজ আমার লেখনী ও তোমার
মনের ভাষা "অভিমানী"।
তাইতো,অপর কোনো ব‍্যক্তির সান্নিধ‍্য
তোমার কাছে বড্ড বেনামী...
প্রকাশ না করলেও বোঝা যায়
আমি তোমার কাছে কতটা দামী।
আর তোমার এই অভিমানের মূল‍্য
সম্ভাব‍্য না হলেও, চেষ্টারত আমি
সারাজীবন দিয়ে যেতে রাজী।।

-


Fetching Supriti Chhatui Quotes