RIYANKA SAHA   (✍🏻Riyanka)
271 Followers · 83 Following

read more
Joined 3 April 2019


read more
Joined 3 April 2019
4 JUN 2019 AT 20:38

আমার মনের ঘরে;
আসবি পথ ভুলে,
করতে পূরণ ক্ষতস্থান??
ছন্নছাড়া আমিটার হোক,
তোর হৃদমাঝারেই অবস্থান!!

-


19 MAY 2019 AT 17:10

মনে পড়লেও আজকে তোমায়
ভালোবাসি বলাটা বারণ.....
🙂🙂🙂

-


12 MAY 2021 AT 20:18

হয়তো তুমি তোমার মতোই,
আমিও ঠিক তাই!
তবুও বলতে ইচ্ছে হয়,
"আমার পরান যাহা চায়, তুমি তাই!"

-


18 JAN 2021 AT 7:26

I'm the most happiest person
When I'm with
You

-


4 JUL 2020 AT 20:22

অভিমানী মন গুমরে মরে দিবানিশি,
তবুও অপেক্ষিত আমি,
জানিনা কেন!
আজও তোমায় ভালোবাসি।।

-


4 JUL 2020 AT 20:10

বড়ো সাধ ছিল পরিণীতা হবো তার।
সময় যেমন বদলেছে, বদলেছে সেও!
জানি তোমার কাছে অন্য কেউ বেশি দামী,
তবু রয়ে গেছি তোমার অনুরাগী আজও!

-


4 JUL 2020 AT 16:18

ফিরবে কি আজ আমার পাড়ায়!
চক্ষু হতে অঝোর ধারায়,
বৃষ্টি পড়ে তোমার অপেক্ষায়।
দেরি হলেও ফিরে এসো,
কোনো একদিন রক্তমাখা গোধূলি বেলায়।

-


3 JUL 2020 AT 10:40

জানিনা আবার ফেরা হবে নাকি তোর জীবনে!
তুইও ফিরবি নাকি তাও জানিনা!


তবুও যদি কখনো ফিরিস, আবার নতুন গল্প বুনিস!
কে জিতবে তখন আত্মসম্মান, নাকি ভালোবাসা?


-


10 JUN 2020 AT 19:45

প্রতিনিয়ত তোকে অন্যকারোর
হতে দেখছি, আর
ভালো থাকার
অভিনয়ে অস্তিত্ব হারাচ্ছি।।

-


6 JUN 2020 AT 19:25

_তোমার কি মনে হয়,
ভুলে গেছি তোমায়??

_কিছু ভোলা যায় না,
শুধু সময়ের সাথে চাপা পড়ে যায়!

-


Fetching RIYANKA SAHA Quotes