আমি খারাপ সেটা জানি,তবু চায়নি কখনও, হোক কারও হানি ।।
-
যাকেই ভাবি আপন আমি, বসাই মনের গভীরে
কিছুদিন পরই আমার থেকে সরে যায় সে দূরে
আমার কপাল কি এতই খারাপ নাকি খারাপ আমি নিজেই
তবে কেন আমাকে ভুলে যায় তারা নিজেরা বদলেই
রোজ ভাবি বদলে যাবো ঠিক যেমন তারা বদলে যায়
দিনশেষে আমিও ঠিক করি ভুলে যাবো তাদের কথা
মন থেকে আর কাউকে বাসবো না ভালো
ভাববো না আর কাউকে আপন অযথা
কিন্তু তবু কেন পারিনা আমি নিজেকে বদলাতে
যারা ভুলে যায় আমাকে কেন পারিনা আমি তাদের ভুলতে-
তবে বলি শুনো
যতটা ভালোমানুষ ভাবছো তা নই আমি।
বিশ্বাস মেরে দিয়েছে এই পৃথিবীর ভ্রুন,
ছোটো শিশুর মতো ব্যবহার উচিৎ না।
হাতে মোমবাতি জ্বালিয়ে অন্ধপ্রেম খুঁজে মরি-
তোমার মতো চেষ্টা করি পৃথিবী বদলানোর।
রাস্তা থেকে তুলে নিয়ে গেলে তারা
আমি আজও যাবো ছুটে না কিছু ভেবেই-
চিতকার করে কেঁদে নেব এই অন্ধকারে,
আমায় যতটা খারাপ মানুষ ভাবো তা আমি নই।-
ওহে আমার পিতামাতা ,
তোমাদের কাছে ক্ষমা চাইছি
আমি ভালো ছেলে হতে পারিনি ।
তোমার আদর্শের ছিটেফোটা গায়ে লাগাতে গিয়ে
আজ বিসর্জন দিয়েছি ভালোকে
তোমরা আমাকে ক্ষমা করো , আমি তোমাদের খারাপ ছেলে...
আমি খারাপ ছেলে ,
কারণ
ক্লাস সিলেবাসের গন্ডির মধ্যে নিজের পৃথিবী গড়ে তুলতে পারিনি ।
জ্ঞানের দিগন্তে নিজের মস্তিষ্ক কে ভাসিয়ে দিয়েছে ।
ভালো ছেলেদের মত সিলেবাস মুখস্থ করতে পারিনি ।
সিলেবাস আমার মনে হাজার প্রশ্ন জন্ম দিয়েছে...
আমি খারাপ ছেলে
কারণ
এক বার ভালোবেসে ব্যর্থ হয়েছি।
তারপরও সব অভিজ্ঞতা জানা থাকা সত্ত্বেও আবার একজনকে ভালোবেসেছিলাম।
আমার সেই ভুল যে নিজের ভালোবাসাকে সামান্য ভাবায় আমি ব্যর্থ...
আমি খারাপ ছেলে
কারণ
কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সবসময়ই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় আমার...
আমি খারাপ ছেলে
কারণ...
-
"জল পড়ে পাতা নড়ে"
এখন থেকে
জলও পড়বে না
আর শুধু পাতা কেনো
কোনো কিছুই নড়বে না,
আমরা হ্যান্ডু ছেলে না
গান্ডু ছেলেই হবো!!
-
আমার কাছে সুখ মানে যখন কেউ আমার জন্য সুখী,
আমার কাছে ভালো থাকার মানে যখন কেউ আমার জন্য খুশি ।
যদিও হয়নি কারোর সুখের কারণ এই জীবন পর্বে,
যেখানে কেউ বলবে তুমি আমার সুখ অতি স্বগৌরবে ।-
জানি না কেন দুঃখের বৃষ্টি নামে তোমার হৃদয়ে,
আমাকে কেন্দ্র করে ??? এতটাই কি খারাপ আমি ??? বলে যেও অবসরে ।-
কী আর বলার আছে,যা আছে সবার কাছে
কিছু বলা না বলাই শ্রেয়।
আমিত খারাপ ছেলে,যেখানেই আমাকে পেলে
র্ভৎসনা প্রান ভরে দিও।।-