-
ভালোবেসে সময় কাটানোর এ যে এক ফন্দি
❤❤❤❤❤❤❤
লিখতে ভালো ... read more
তারা না হয় অন্তরালেই থাক,
সবার অগোচরে মনের গহীনে
হৃদয়টা একাই শাস্তি পাক।
অশ্রুর ছোঁয়াতে হোকনা বালিশ সিক্ত
তবুও তো প্রকাশ্যে আমি দুঃখ মুক্ত।-
আজ খুব করে মেঘ করুক
অঝোরে বৃষ্টি নামুক এই দুচোখে,
হালকা হোক মনের আকাশ
প্রত্যাশার বালুচরকে ভাঙতে দেখে।-
তোমার অবহেলিত দেশে, প্রবলভাবে ভালোবেসে
নতুন করে যখন বারবার চিনতে চাই তোমাকে,
মহা ধূর্ত সময়ের কাঁটা, জীবন নদে বেখেয়ালি ভাটা
বুঝিয়ে দেয় আসলে ভালোবেসেছি অশ্রুকে।-
সে তো একান্তই ব্যক্তিগত
সেই গান শোনানোর শ্রোতা বলো কোথায় গেলে পাই,
ভালোবাসার পৃথিবীতে সবই ভালোবাসাময়
কেবল তুচ্ছ আমি পথের ধুলোয় মিশে হারিয়ে যাই !-
মনের ঠিকানায় হঠাৎ যদি আজ
ভালোবাসা আচমকা এসে ডাকে,
হাতে হাত রেখে ভালোবাসি বলে
তবে হৃদয়ের সাধ্য কি দূরে থাকে!— % &-
অগোছালো জীবনকে রাঙিয়ে দিতে
যদি এই মনের সাথে করতে চাও আলাপ,
তবে একটা লাল গোলাপ এনো প্রিয়
কাঁটা ভরা রক্তিম ভালোবাসার গোলাপ।— % &-
যেখানে নিজেই নিজের প্রতিপক্ষ
মন-মগজের যুদ্ধে মেতেছি আমি
বেছে নিতে জীবন পথের লক্ষ্য— % &-
চলমান পৃথিবীতে হঠাৎ কালো মেঘের উদয়
কিছু প্রিয়জন আর পছন্দের মানুষের চিরবিদায়
একাকীত্বে আঘাতের সেই অব্যক্ত যন্ত্রণাগুলি
মৃত্যুর নিশানা করে ছোঁড়া অব্যর্থ বুলেটের গুলি
সার্কাসে লড়াকু জীবনের সাথে ঠাট্টা মরণের
হারজিতের খেলার ব্যর্থ পরিহাস জীবনের
বারবার অশনি সংকেতের ধাক্কা দেওয়ালে
মৃত্যু! মৃত্যু! মৃত্যু! মৃত্যুমিছিল লেগেছে ভুবনে-
যাকেই ভাবি আপন আমি, বসাই মনের গভীরে
কিছুদিন পরই আমার থেকে সরে যায় সে দূরে
আমার কপাল কি এতই খারাপ নাকি খারাপ আমি নিজেই
তবে কেন আমাকে ভুলে যায় তারা নিজেরা বদলেই
রোজ ভাবি বদলে যাবো ঠিক যেমন তারা বদলে যায়
দিনশেষে আমিও ঠিক করি ভুলে যাবো তাদের কথা
মন থেকে আর কাউকে বাসবো না ভালো
ভাববো না আর কাউকে আপন অযথা
কিন্তু তবু কেন পারিনা আমি নিজেকে বদলাতে
যারা ভুলে যায় আমাকে কেন পারিনা আমি তাদের ভুলতে-