Ruksana Parvin  
2.3k Followers · 7.8k Following

read more
Joined 29 November 2019


read more
Joined 29 November 2019
18 OCT 2023 AT 10:10

-


22 MAR 2023 AT 21:25

তারা না হয় অন্তরালেই থাক,
সবার অগোচরে মনের গহীনে
হৃদয়টা একাই শাস্তি পাক।
অশ্রুর ছোঁয়াতে হোকনা বালিশ সিক্ত
তবুও তো প্রকাশ্যে আমি দুঃখ মুক্ত।

-


14 MAR 2023 AT 10:36

আজ খুব করে মেঘ করুক
অঝোরে বৃষ্টি নামুক এই দুচোখে,
হালকা হোক মনের আকাশ
প্রত্যাশার বালুচরকে ভাঙতে দেখে।

-


13 MAR 2023 AT 16:33



তোমার অবহেলিত দেশে, প্রবলভাবে ভালোবেসে
নতুন করে যখন বারবার চিনতে চাই তোমাকে,
মহা ধূর্ত সময়ের কাঁটা, জীবন নদে বেখেয়ালি ভাটা
বুঝিয়ে দেয় আসলে ভালোবেসেছি অশ্রুকে।

-


9 FEB 2023 AT 10:30

সে তো একান্তই ব্যক্তিগত
সেই গান শোনানোর শ্রোতা বলো কোথায় গেলে পাই,
ভালোবাসার পৃথিবীতে সবই ভালোবাসাময়
কেবল তুচ্ছ আমি পথের ধুলোয় মিশে হারিয়ে যাই !

-


8 FEB 2022 AT 10:00

মনের ঠিকানায় হঠাৎ যদি আজ
ভালোবাসা আচমকা এসে ডাকে,
হাতে হাত রেখে ভালোবাসি বলে
তবে হৃদয়ের সাধ্য কি দূরে থাকে!— % &

-


7 FEB 2022 AT 11:12

অগোছালো জীবনকে রাঙিয়ে দিতে
যদি এই মনের সাথে করতে চাও আলাপ,
তবে একটা লাল গোলাপ এনো প্রিয়
কাঁটা ভরা রক্তিম ভালোবাসার গোলাপ।— % &

-


2 FEB 2022 AT 12:51

যেখানে নিজেই নিজের প্রতিপক্ষ
মন-মগজের যুদ্ধে মেতেছি আমি
বেছে নিতে জীবন পথের লক্ষ্য— % &

-


14 JUN 2020 AT 21:00

চলমান পৃথিবীতে হঠাৎ কালো মেঘের উদয়
কিছু প্রিয়জন আর পছন্দের মানুষের চিরবিদায়
একাকীত্বে আঘাতের সেই অব্যক্ত যন্ত্রণাগুলি
মৃত্যুর নিশানা করে ছোঁড়া অব্যর্থ বুলেটের গুলি
সার্কাসে লড়াকু জীবনের সাথে ঠাট্টা মরণের
হারজিতের খেলার ব্যর্থ পরিহাস জীবনের
বারবার অশনি সংকেতের ধাক্কা দেওয়ালে
মৃত্যু! মৃত্যু! মৃত্যু! মৃত্যুমিছিল লেগেছে ভুবনে

-


21 FEB 2020 AT 12:23

মুখেই বলে সবাই
ছেলেকে পড়ায় ইংলিশ মিডিয়ামে করতে বড়াই
ইংরাজীতে বললে কথা শিক্ষিতর তকমা পায়
আর বাঙালি হয়ে বাংলা বলতে লজ্জা ভীষণ হায় !
ভাষা দিবসে উথলে ওঠে কত প্রীতি আর ভালোবাসার
লেখা হয় কত কবিতা আর গাওয়া হয় গান ভাষার
দিনশেষে আবার সেই ইংরাজির বুলিতে ভাসে
বাংলা শুধু বইয়ের মধ্যেই, আর বিলেতিরা হাসে

-


Fetching Ruksana Parvin Quotes