ক্ষতদের ঢাকিব হাঁসির ছলে।
সেদিনও নাহয় বলবোনা কিছু,
ভাসাব সবই ফল্গু জলে॥-
যাহার লাগিয়া, চক্ষু বুঝিয়া
বহিল অতল অশ্রুসাগর।
ত্যজিয়া তাহারে, বুঝি এইবারে
বিশ্বভূবন কেমন ডাগর॥-
ঝঞ্ঝা কাটিলে বুঝি, যার তরে সুখ খুঁজি
সে ছিল কতইনা আপন।
সমুদ্রে হিমশৈল, বুকের পাহাড় হইল
শব্দে যা না হয় জ্ঞাপন॥-
যেদিন থেকে লিখছি তোমায়
ভাবি তা বলবো কিনা!
না থাক গোপন কথন, শ্রাবনের বৃষ্টি ধারায়
গাহিবে বিরহ বীণা ॥
-
আবার নুতন কল্পে
ফিরে পাবে ফিরে পাবে আমায়।
যদি বলি তাই, তাতে ক্ষতি নাই
রহিব বসিয়া তোমার তিতিক্ষায়॥-
অচিরে প্রাচীর ভগ্ন প্রায়
বলো কে নেবে এর দায়?
ইঁট তো ভালোই ছিলো।
চুনসুরকি খসিছে সময় বুঝে
টেরাকোটা সব যত্ন খোঁজে
তাদের কেও কী খবর নিলো?
-
মৃদুল হাঁসি মধু মধু ওই ঠোঁটে।
ভেবে না পাই বিরহী মনে,কী ভাব আজকে ওঠে।।-
ফুটলে অহং মত্ত হইওনা যেন।
ফুলও ঝরে তুমিও ঝরবে, বিধুকে সাক্ষী মেনো।।-
রাখিব রাখিব হৃদয় মাঝে, কখনো ছাড়িবো না।
দেখিব দেখিব সকাল সাঁঝে, আড়ালে হারাবো না।।
ও প্রিয় তোমায় বাঁধিবো বাহুজ্বালে।
প্রেমের আনলে,পুড়লে বিকালে
ছন্দে তালে তালে।।
-
ঝাড়বাতিরাও মুষ্টিমেয়।
মাঝরাতে তাই উঠলে মনে,
জোনাকির খোঁজ দিও।।
-