প্রারম্ভিকা   (Sunanda (রাজরানী))
3 Followers · 1 Following

read more
Joined 8 April 2021


read more
Joined 8 April 2021

পুলকিত মন

-



ঘরের মেয়ে অন্যের বাড়ির বউ
দাম তার কয়েক হাজার থেকে লাখ ,
আনাজ কেনার মত বাছাই হচ্ছে
এসেছে নানান ধরনের মানুষের ঝাঁক ।

রূপে লক্ষী গুণে সরস্বতী চায়
কাজে যেন হয় ভারী খাসা,
অত্যাচারেও থাকবে মুখ বন্ধ
শশুরবাড়ি এমন বৌমার করে আশা ।

টাকায় সোনায় মুড়িয়ে দিতে হবে
সবই তো তাদেরই মেয়ের থাকবে,
যন্ত্রের মতো হুকুম চলে সর্বদা
বলে বৌমাকে মেয়ে করে রাখবে।


১৮ বছর হলেই বাপের বাড়ির বোঝা যারা
শ্বশুরবাড়িতে লক্ষী হওয়া নিতান্ত মসকরা ।

-



আমার শুধু এই নূন্যতময় চাওয়া,
আমার না বলা কথাগুলো তুমি বুঝে নিও।

-



জানো সখা তোমার অপেক্ষায় প্রত্যেকটা মুহূর্ত এক যুগের সমান,
তোমার অপেক্ষায় একমিটারের পথও কয়েক হাজার মাইল দূর ।
তোমাকে পাওয়ার তপস্যা মন্ত্র ভীষন কঠিন, উচ্চারনে সমস্যা ,
তোমার কাছে থাকার প্রত্যেকটা মুহূর্ত হীরের চেয়েও দামি ।

-



তব হৃদয় কাননে যে পুষ্প ফুটিয়াছে,
তাহার সুবাসে মম কায়া উত্তোলিত ।
তব অধর হইতে উচ্চারিত ধ্বনি,
শান্ত শীতল চক্ষু স্থির বলো কোথা পাব ?
অপেক্ষায় উপেক্ষিত মুহূর্ত রাশি রাশি,
বল কবে দমকা বাতাস হয়ে
আছড়ে পড়বে মম অঙ্গে বাজিয়ে বাঁশি ।

-



You're my Prince Charming, that's why you come to my dreams every day...

-



অপেক্ষাতেই জীবন সুন্দর ,
অপেক্ষা শেষ মানে ক্ষণিকের সুখও শেষ ।

-



বেড়ে উঠছি তোমার সাথে, বুড়োও হবো তোমার সাথে ।
ঝগড়াঝাটি মারপিট শিকেই তোলা থাক, হাতে হাত থাক চলার পথে ।

-



আমি তোমার প্রতিটা হাসিতে হাসতে চাই
আমি তোমার প্রতিটা দুঃখে কান্না হতে চাই
আমি তোমার দিনের বেলায় ছায়া হতে চাই
আমি তোমার রাত্রি চন্দ্র আলোকিত সময় হতে চাই
আমি তোমার বালিশ হতে চাই আমি হতে চাই তোমার শান্তির ঘুম
আমি হতে চাই তোমার কলমের কালি,
আমি প্রতিটা নিঃশ্বাসে তোমার অক্সিজেন হতে চাই

-



আমি তোমার মত শব্দ সাজাতে পারিনা
আমি তোমার মত কাব্যিক বাসায় ভালোবাসা প্রকাশ করতে জানিনা,
জানি শুধু মুখে দাঁড়িয়ে তোমার দিকে নিথর হয়ে তাকিয়ে
শুধু স্বস্তির একখানি নিঃশ্বাস যা যুগ যুগ বাঁচিয়ে রাখবে আমায়
তোমাকে বক্ষ মাঝে আলিঙ্গন করে হৃদয়ের রোগ সারিয়ে তুলবো আমি ।

-


Fetching প্রারম্ভিকা Quotes