Rupam Naskar   (Rups)
138 Followers · 60 Following

ইচ্ছা সম্যক্ ভ্রমণ গমনে
কিন্তু পাথেয় নাস্তি
পায়ে শিকলি মন উড়ুউড়ু
একি দৈবের শাস্তি
Joined 12 September 2018


ইচ্ছা সম্যক্ ভ্রমণ গমনে
কিন্তু পাথেয় নাস্তি
পায়ে শিকলি মন উড়ুউড়ু
একি দৈবের শাস্তি
Joined 12 September 2018
18 FEB 2023 AT 10:27

Distance make us know each other 2018
Distance gives a third person has come between us 2019
Distance gives separated from each other 2020
Distance bring us back to each other and gives us a reason to love harder 2021
Distance created complications between us 2022
Distance gives the last love between us has ended 2023
Distance will teach us to love again ____

-


15 JUL 2020 AT 1:35

আমারই হয়তো ছিল সব ভুল।
রূপ বৈচিত্র নিয়ে প্রকৃতি আমার কাছে
ফ্যাকাশে হয়ে যায় ।
চিরকাল বন্দী হয়ে যাই আমি
বদ্ধ উন্মাদ প্রলাপের কাছে।
মাতোয়ারায় পাগল করে তোলে
তোমার ফুলের কুসুম সুগন্ধ আমাকে
বেমালুম আমি হেরে যাই স্বার্থপরতার কাছে ।
তোমার দিগন্ত বিস্তৃত চুলের অবিন্যস্ত সর্পিল
বিষভার বহন করার ক্ষমতা অবশিষ্ট নেই।
তা তোমারই জন্যে- তোমায় আর আকৃষ্ট
করে না আমার মূল্যহীন ভালোবাসা ।
হারিয়ে যাই বড় চেনা বড় জানা এই লোকারণ্যের ভীরে
অন্ধকারে সমর্পণ করি আমি নিজস্ব সত্ত্বাকে..।

-


27 MAR 2020 AT 23:16

সাদা কালো জীবনের দাগগুলো এক একটা বাঁক,
কুচো কুচো কাঁচের টুকরো যতই জড়ো কর প্রতিবিম্ব বিকৃত হবেই,
প্রতিটি দুপুর সরোবরের জলের মত স্তব্ধ,
অবহেলায় জন্মানো আগাছা সাফ করে ,
সেখানে স্বপ্ন বুনবো,
পাতাদের সালোকসংশ্লেষ শেষ হলে একটু ক্লোরোফিল ধার করে নিও ,
জীবনের মলিন দৃশ্যগুলো আবার সবুজাভ করব ,
সবুজ কালচে ধরলে আবার শেওলা জন্মায় ,
সীমারেখা থাকাটা খুব জরুরি,
সেটা পার করে নিষিদ্ধ ফল খেতে চেও না ৷

-


28 SEP 2019 AT 23:41

Sometimes saying sorry is the most difficult thing on earth.But it's the cheapest thing to save the most expensive gift called relationship...!

-


19 MAY 2019 AT 20:43

It would have been better if my love life had incognito mode, at least the history would have not haunted me unlike now for a lifetime...!

-


18 MAY 2019 AT 23:39

আজও তোমার প্রতিক্ষারত আমার প্রতি রাত;
একাকিত্বের জীবন আজও ব্যাকুল পেতে তোর পুরানো সস্পর্শের আঘাত...!

-


15 MAY 2019 AT 1:26

তোমার কথায় এক ঝাঁক স্বপ্ন-
শহরের গলি জুড়ে তোমার গল্প,
তোমার ছন্দে না হয় মিল নেই;
সেই শূন্যস্থান পূরণ-এর দরকার নেই।
তোমার সাথে থাকা আমার এক মুদ্রা দোষ-
হয়েছে এক দারুন প্রেমের অসুখ;
ঘুম চোখে থেকে এলার্ম ক্লক অবধি,
চাই তোমার স্মৃতি বারবার ফিরে আসুক..।।

-


23 APR 2019 AT 0:50

ভ্রাম্যমান রাতের সঙ্গী থাকে বাতাসের দীর্ঘশ্বাস
তুই কি এখনো ভালোবাসিস আমার নিশ্বাস?

হয়তো তুই পাল্টে গেছিস,কিংবা আমি!
অবকাশ না তোর অভ্যাসের পাতাটা আমার কাছে ভীষণভাবে দামী।

সময়ের খাতায় হয় আমার অবক্ষয়
আমি তবু বসে থাকি তোর অপেক্ষায়।

আমি সেই পথ হারানো পথের সাথী,
সেই পাগলী,যাকে নিয়ে আমি রোজ বাঁচি...।।

-


24 MAR 2019 AT 12:50

আমি পেতে চাই যাকে,
তার মনে অন্য কারোর বাস।
আমি সহসা দেখি চারিপাশ,
নক্ষত্র ছাড়া সুনশান বাইপাস।
থাকুক জেগে একলা আকাশ,
মধ্যিখানে প্রেমের আভাস।
একটু খানি অনুভূতিতে জড়িয়ে নিয়ে উচ্ছাস,
একাকিত্বের রাজ্যে আমি হবো সর্বনাশ।।

-


19 FEB 2019 AT 23:22

সেই হঠাৎ দেখা দুজনের
চেনা পথের অচেনা হয়ে ।
চোখে চোখ পড়তেই কিছুক্ষনের জন্য স্তব্ধতা
নিজেদের অস্থিরতা লুকতে, এড়িয়ে যেতে প্রবল চেষ্টা দুজনার ।
তবে চলমান সময়,পরিবর্তন করেছে দুজনকেই,
একজন ব্যাস্ত নিজেকে বর্তমানের সাথে মানিয়ে নিতে;
অন্যজন ব্যাস্ত অতীতের সম্পর্কের তিক্ত মাধুর্যতাকে ভুলিয়ে নিতে...।।

-


Fetching Rupam Naskar Quotes