উৎসব হোক মন্দিরে,
হোক চার্চে, বা মসজিদে -
ঈশ্বর কিন্তু এক, উনিই বিচারক..
উৎসবে বাচ্চাদের হাসি,
ওদের পোশাক, নিয়ম যেমনই হোক-
জাত বৈষম্য সব ভুলে উৎসব করো
সে 'দূর্গাপূজো' হোক, বা 'ঈদ মুবারক'!
-
খুশির দিন আজ ঈদ মুবারক,
চাঁদের দর্শনে রোজা ভাঙ্গুক তোমাদের
হিন্দু মুসলিম ভুলে, সম্পর্ক হোক বন্ধুত্বের।
জাতি-ভেদ বা বর্ণ নয়, আমরাই দেশের স্বর্ণ
এত কাছে থেকেও কেন বুঝি না বন্ধুত্বের মর্ম,
ফেলে আসি চলো বিগত যতো রাগ অভিমান
"মোড়া একই বৃত্তে দুটি কুসুম হিন্দু মুসলমান" ।-
(🌱অপেক্ষায় থাক ✌️)
-✍️ মালতী 🕊️
এক সুস্থ পৃথিবীর অপেক্ষা থাক,
উৎসবের আনন্দে জীবন একটু সুখ পাক।
এক মরণ ব্যাধির ভয়ে, পৃথিবীর সুখ হয়েছিল ছাড়কার,
উৎসবের আমেজ দূর করেছে সেই "প্যানডেমিক"_এর হুংকার।
এক সুস্থ পৃথিবীর অপেক্ষা থাক,
সামাজিক দূরত্ব বজায় রেখে, মুখে মাস্ক
আর স্যানিটাইজ হাতে নিয়ে উৎসবে যোগ দেওয়া যাক।-
উৎসব মধুময়, মঙ্গলময় হোক।
উৎসব হোক সর্বজনীন,... সর্বাঙ্গীন
উৎসব হোক জীবনের রঙে রঙিন।
উৎসবে নয় কোনো ভেদাভেদ, বিদ্বেষ
উৎসব হোক জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ।
উৎসবে হোক অনাবিল আনন্দ, মজা আর মজা
হোক সে খুশির ঈদ, বড়দিন কিংবা দুর্গা পূজা।
উৎসব হোক হৃদয়ে হৃদয় বাঁধার একটাই সূত্র
উৎসব হোক মহামিলনের মহান এক ক্ষেত্র।
জাগুক চেতনা, এক জাতি এক প্রাণ
উৎসবে মুখর হোক মানবতার গান।
মাতুক প্রাণ, থাকো আনন্দে মশগুল ...
মানুষের উৎসবে, ...
ফুটুক হৃদয় বৃন্তে হাজার তারার ফুল।।
-
মাতুক সবাই ঈদের দিনে,,,
মিটুক মান অভিমান সর্বক্ষনের....
একে ওপরের কাঁধে রেখে হাত,,,
জানাই সকলকে ঈদ মোবারাক....-
চারপাশে মারামারি, আর শুধুই দাঙ্গাবাজি
আজকে সব ভুলে গিয়ে চলো উৎসব করি,
হিংস্রতা, তীব্রতা, কালিমা সব আজ ভুলে
চলো মেতে উঠি উৎসবে।
উৎসব হোক আনন্দের, উৎসব হোক রঙিন
ভুলে গিয়ে সব উৎসব হোক আরও মলিন ।
ক্ষুদার দরবারে আমরা সবাই এক তাহলে
চলো এ জাতপাতের বিভেদ করি ত্যাগ ।
উৎসব হোক ভালোবাসার, উৎসব হোক সুস্থতার
উৎসবে চলো মেতে উঠি, চলো আমরা সবাই উৎসব করি।।।-
উৎসব আনন্দের হোক
সে যে জাতের ই হোক..
মিষ্টি না এটা Dairy Milk
দিয়ে শুরু হোক..
-
মুছে যাক জাত পাত ভেদাভেদ
এক থালায় পাত পেড়ে রাম রহিম;
ভাগ করুক সুখ , ভাঙ্গুক বিভেদ।
আজও আনন্দ মুখরিত হোক প্রতিটা দিক
রাজনৈতিক কলুষতা ভেসে যাক সৌভ্রাতৃত্ত্বের বন্ধনে,
কে বা হিন্দু ,কে বা মুসলমান ,কেইবা শিখ-জৈন
হাতে হাত রেখে সবাই মাতি ঈদ উদযাপনে।
ঈদ মোবারক-
খুশির ইদের পবিত্র দিনে,
নামাজে শুচি হোক মানুষের মন।
প্রতিকূলতার কারনে না হওয়া আলিঙ্গন টুকু,
তোলা থাক বিজয়া দশমীর জন্য।
প্রতিপদের চাঁদের হাসি ফুটুক,
রাখি পূর্ণিমার জোছনার আলো হয়ে,
আদরের চাদরে মুড়ে পূর্ণতা পাক,
কোন প্রেমিক-প্রেমিকার ভালোবাসা।
আমরা না ওরা ভুলে,
শুধু "আমরা" হয়ে লেখা হোক গল্প।
শ্যামাসংগীতের মাতৃবন্দনায় যোগ হোক,
গজল, কাওয়ালির সুর।
ফেজটুপি আশ্রয় পাক নামাবলীর ছায়ায়।
বোরখা ছেড়ে বেরিয়ে আসুক সবাই,
কুসংস্কার দূরে যাক।
সন্ত্রাসবাদ গেয়ে উঠুক সাম্যের গান।
হাতে হাত রেখে শুরু হোক নতুন পথচলা,
আলোতে, আভাসে ছড়িয়ে পড়ুক,
নতুন জীবনের আঘ্রাণ।-