Domka hawa   (দমকা হাওয়া 🍁)
663 Followers · 78 Following

read more
Joined 23 August 2018


read more
Joined 23 August 2018
2 NOV 2021 AT 12:19

মানুষ এ আজ মনুষ্যত্বের অভাব
দলে দলে জাহির করা স্বভাব।।
কাজের ডাকে আসেনা সাড়া
হঠকারিতায় দিশেহারা।।

-


31 AUG 2021 AT 1:53

"অচেনা আলো"

-


1 JUN 2021 AT 2:09

"শূন্য"
শূন্যে যখন শূন্য খোঁজা,
বাড়তে থাকে হালকা বোঝা।।
গণ্ডি ক্রমশ কমার খাতে,
সময় হ্রাস তারই সাথে।।

-


17 MAR 2021 AT 0:32

ওরে মন
তুই বড়ই চঞ্চল,,
এদিক ওদিক ছুটে বেরাস...
ওরে মন
তুই বড়ই অবুঝ,,
অযথাই সহস্র স্বপ্ন দেখাস...

-


15 MAR 2021 AT 0:46

নিজের মতো থাকা কে
গুরুত্বে রাখলে,
শোনা যায় হারিয়ে গেছি।।
আদতে তারা তাদের
অভ্যাসে মেলাতে পারেনি,
না তো পেরেছে বেঁধে রাখতে,
তাই বোধহয় তাদের কাছে হারিয়ে গেছি...
না হারিয়ে ফেলেছে!!
কথা ওঠে, চেষ্টা রেখেছি......
না গল্প সাজিয়েছে !!

-


13 MAR 2021 AT 0:29

ফিরে দেখা যায় যদি কেউ চায়,
তবে যেখানে তলিয়ে যাওয়া সম্ভব,
সেখানে পা বাড়ানোই অসম্ভব ।।

-


11 MAR 2021 AT 11:58

"উপোস"

-


11 MAR 2021 AT 2:05

"Life is like a puzzle"
Some people can only help you,
to find or add those lost pieces....
But only you can,
complete that puzzle ....

-


7 MAR 2021 AT 0:30

"যদি হাওয়া হতাম"

যদি হাওয়া হতাম,
কাছে হয়তো থাকতে পেতাম।।
যদি হাওয়া হতাম,
আরও কিছুটা জানতে পেতাম।।
যদি হাওয়া হতাম,
গল্প গুলোও সাজিয়ে দিতাম।।
যদি হাওয়া হতাম,
এক পলকে হাসিয়ে দিতাম।।
যদি হাওয়া হতাম,
অন্ধকারেও আলো হতাম।।

-


16 FEB 2021 AT 20:52

কত পুরোনোর হদিসে,
কত বর্তমান দরজায় কড়া নেড়ে উধাও।।

-


Fetching Domka hawa Quotes