কুয়াশা ঘেরা সকালটাতে জানলা খুললাম যেই
আবছা রোদ এসে বলল, "ভালো আছিস সই?"
বললাম "ভালো থাকার সমার্থকই তো জীবন"
রোদ বলল," কথাটা মনে রাখবি ভাই আমরণ"।-
তুমি দেখেছো তাকে,ভাবছো যাকে
সে আসল মানুষ নয়....
মুখ লুকিয়ে সেও কাঁদে
তারও করে ভয়......
অবহেলায় বাঁধলে পরে
ক্রমশ ঘুটিয়ে সরে......
কখনও কখনও আগলে রেখো
মনের ভাষা বুঝে দেখো.....
অজান্তেই মিষ্টতা মুখের
চাবিকাঠি হবে সুখের.....-
জরায়ুর লালে তুমি রঙিন,
সূর্য্যের শেষ রশ্মিপাতে তুমি প্রতিম,
তুমি জাগ্রত কবির উল্লাস,
তুমিই ঝড়ের পূর্বাভাস!
হ্যাঁ নারী তুমি অসীম,তুমি সর্বশক্তিমান পূজয়িনী।
তুমি বারবার পথ ভুল করে মৃত্যুপথযাত্রী হও,
অথচ তুমি অমর, তুমি অমর।।-
আমাদেরও তো হয় অভিমান
মুখ বুজে সহ্য করার প্রতিদান
একটু ভালোবাসা আর সন্মান
এইটুকুই আমাদের ছোট্ট আহ্বান-
" " আমার দু'জন বন্ধু " "
আমার দু'জন বন্ধু ছিলাম সুখ দুঃখের সাথী
বন্ধু মানে আড্ডা বেশ গল্প কিছু কথা ধরে ।
কলেজ ফেরার আসার পথে চারুলতা হলে
'ব্লেক মেল' দেখে ফিরি ছিলাম বন্ধু ঘরে ।।
রঙিন মনে স্বপ্ন বুনে নতুন কিছু দেখবো মনে,
মনকে নিয়ে চলে, দোলাই বাড়ির তাড়ির ঘরে ।
একটু পরে আবির মাখে, ধূসর ধুয়া রিং ছাড়ে
বৈশাখীর ঝড়ে সাদা কালো মেঘ আঁধার করে ।।
শুরু থেকে এই শেষ জীবন সুখ দুঃখের সাথী
চলছি আজও ওই, বন্ধু আমারা কেবল দু'জন ।
জীবন বাঁচার লড়াই পথে এগিয়ে চলি একাই
বন্ধু তোমার নামে জয় যাত্রা সংগ্রামী এ মন ।।
আদর্শ আমার মন, দেখবোনাকো পিছু ফিরে
জয় যাত্রার শপথ নিয়ে, চলছি নতুন পথে ।
পল পল দিলকে পাশ, ছিল সেই রঙিন ছবি,
স্বপ্ন অনেক দেখেছিলাম, জয়ী জীবন পথে ।।
আবেগ স্নাত হয়ে ছিল সেদিন সন্ধ্যাকাশে
পরশমণির স্পর্শে হৃদয় সোনার তরী ধরে ।
বেবাগী মন নয়তো এমন স্বপ্ন দেখে দিনে
ক্লান্ত এমন শান্ত হৃদয় বন্ধু থাকে বেশ দূরে ।।
Panchanan Maiti,,,( 11.05.2020 ),,(286)🌺🌺🙏🙏
-
অন্দরমহল থেকে বেরিয়ে স্বাধীনতার চিতাভষ্ম-
অধিকারের লড়াই টা থামে যখন
অভিযোগ গুলো হাঁপিয়ে ওঠে।
ওরা তখন আর বিদ্রোহী নয়,
মুক্তিযোদ্ধা।
পিছুটান গুলো আনমনে শিকড় বাড়িয়ে তোলে,
সম্পর্করা ইতিহাসে স্থান পেতে গিয়ে
ভবিষ্যৎ হাতড়ে ভুল করে বসে।
জ্বর এলে জন্মান্তর ভুলে যাই,
ওটা অভ্যেস।
তবু কবিতা আমায় জড়িয়ে নেয়
শুকনো খসখসে পাতার ভেজা নিঃশ্বাসের মায়ার মতো।
আমি শুধু শিল্প নয়,
শিল্পীকেও ভালোবাসি-
বলতে পারো বরাবরের বদভ্যেস।।-
এই দিন দেখবো বলেই
চোখ ঠেলে শরীর ঠেলে
দিনের পর দিন জেগে ওঠা!
গতকাল যে সূর্য ছিল
প্রেয়সীর মত লাজুক
আজ তারই লাল ছটায়
আমাদের ভ্রুকুটি, কপাল
নিদারুণ কুৎসিত,
ফলত;
ব্যক্তিগত বিকর্ষণের দরুন
কচি শিশির মাড়িয়ে
আমরা
পৃথিবী হতে আরও দূরে চলে যাই-
বর্তমানে সরাসরি আমরা "না" কথাটা বলতে চাইনা।
তার বদলে অন্যতম একটি দ্ব্যর্থপূর্ণ উত্তর দিয়ে থাকি,
যা একটি শব্দেই নিহিত :-
" দেখছি" ।-