QUOTES ON #আফসোস

#আফসোস quotes

Trending | Latest
14 OCT 2019 AT 14:31

হৃদয়ের ঠিকানা এখন দূর আকাশের শেষ প্রান্তে বন্দী,
ভালো মন্দের হিসেবের সাথে করে নিয়ে সন্ধি।
আফসোস গুলো আজও একইভাবে আশায় বেঁচে থাকে,
দিনের শেষে অশ্রু চোখে রঙিন স্বপ্ন আঁকে।।

-


16 APR 2020 AT 10:51

প্রাক্তনী ভালোবাসার অবুঝ নেশায় উন্মত্ত হয়ে
নিরালায় রাত কাটিয়েছিল একাকী বেলা বোস;
সময়ের স্রোতে বিপরীতে বয়ে খবর কি রেখেছিলে তুমি
তার নিঃস্ব হৃদয়ের বেরঙ খামে ঠিক কতটা জমেছিল আফসোস....

-


25 AUG 2020 AT 18:40

আফসোস

-


9 AUG 2018 AT 23:00

নিজেকে চিনিয়ে দি আঘাত, জেদের ঘোরে। আফসোসে।
এখন থেকে আমার ভাষা স্পর্ধার,তোমার দুঃসাহসের।

-


21 APR 2022 AT 22:48

আমি কখনোই এই ধরনের ভুল ধারণা মনে পুষিনী,
যে কেউ আমাকে হারানোর পর আফসোস করবে😐
কারণ আমি জানি,
মানুষ একজনকে হারানোর পর
অন্য আরেকজন ঠিক পেয়ে যায়🥲

-



প্রভু সৃষ্টি করলে এই পৃথিবী,
নদীর জল গাছের ফল ফুলও পাহাড়।
সব দেখিতে চক্ষু দিলে দিলেনা শুধু তোমারে দেখার অধিকার,
তবে এতো সুন্দর দুই নয়নের ছিলো কি দরকার?

-


16 JUL 2021 AT 10:53

জ্যামিতির কম্পাসটা ঘোরাতে একদিন বিরক্তি লাগতো...🤕
জীবনের কম্পাসটা আজ নিজের হাতেই ঘোরাই,
তবুও দাগগুলো ভুল পথে চলে যায়...🙄
এখন বিরক্তি নয় আফসোস হয়
🤧😔🤕

-


28 JUN 2020 AT 15:56

কোন বিষয়ে কতো নম্বর পেয়েছো সেটা বড় কথা নয়, তোমার ব্যবহারের খাতায় কতো নম্বর পেয়েছো সেটা বড় কথা, এখন অবশ্য কতো নম্বর, কতো বড় চাকরি, কতো ধনসম্পত্তি তার হিসাব অনেক মানুষ কোরে থাকে, কিন্তু তাদের ঘরেই যখন অনাদর হয়, তখন ব্যবহারের খাতা খুলে আফসোস করে।

-


4 DEC 2019 AT 21:19

ব্যথাদের গুরুত্ব দিইনা,
তবু রোজ ভীড় করে আসে,
গভীরে ভীষণ কাঁদায়,
ভেতরে রাত রাখি পুষে।

এতটাই দুঃখ যাপন,
ভ্রান্তি এই অপেক্ষা মাটি,
আদতেই; মনের মতন
হয়না; কিছু পরিপাটি।

সবশেষে; মৃত্যুটাই আসুক,
যন্ত্রণা শেষ হোক আজ,
ভালোবাসা মিথ্যে যেখানে,
পড়ে থাকুক না করা কাজ।

-


23 NOV 2019 AT 19:37

তার থেকে কি দরকার নেওয়ার, প্রতিশোধ?
যে ছেড়ে আমায়, করছে আফসোস।

-